সাম্প্রতিক সময় গুলোতে AI অনেক বেশি হাইপ তৈরি করেছে এবং এর ধারাবাহিকতায় গুগল প্রথমে তাদের প্রথম এআই চ্যাটবট হিসেবে Google Bard নিয়ে এসেছিল। পরবর্তীতে Google তাদের এই চ্যাটবট টিকে আরো বেশি শক্তিশালী করে এবং এর নাম পরিবর্তন করে Gemini রাখে।
বর্তমানে Gemini পূর্বের গুগল বার্ড এর চাইতে অনেক বেশি শক্তিশালী এবং এটি আরো ভালো রেসপন্স দিতে পারে। Google তাদের সদ্য রিলিজ করা Gemini সার্ভিসটির মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আরও বেশি এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য এটিকে Google Assistant এর বিকল্প হিসেবে সেট করার সুযোগ দিচ্ছে। এক্ষেত্রে, অ্যান্ড্রয়েড ব্যবহাকারীরা তাদের ফোনে ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে Gemini জেমেনাই অ্যাপ ব্যবহার করতে পারেন।
যদিও আপনি সকল অ্যান্ড্রয়েড ডিভাইসে Gemini জেমেনাই কে ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেট করতে পারবেন না। আপনি শুধুমাত্র এন্ড্রয়েড ১২ কিংবা তার উপরের ভার্সন গুলোতে Google Assistant এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন।
যাইহোক, আপনি যদি এই মুহূর্তে অ্যান্ড্রয়েড ১২ কিংবা তার উপরের ভার্সনের ফোন গুলো ব্যবহার করেন, তাহলে আপনার ফোনের নিম্নোক্ত সেটিংস এর মাধ্যমে Google Assistant এর বিকল্প হিসেবে Gemini কে ডিফল্ট অ্যাসিস্টেন্ট হিসেবে সেট করতে পারবেন।
এখন আপনি যদি আপনার স্যামসাং ফোনে Bixby Voice এর মত ভিন্ন অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে থাকেন, তাহলে এক্ষেত্রে আপনাকে প্রথমে Google Assistant কে ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেট করতে হবে।
১. এটি করার জন্য Settings > Apps > Choose Default Apps > Digital Assistant App > Device Assistant App অপশনে যান এবং এখান থেকে Assistant App হিসেবে Google অ্যাপ সিলেক্ট করুন।
২. এবার, Google Gemini App চালু করুন এবং নিচে থাকা Get started > More > I agree বাটনগুলোতে ট্যাপ করে সামনে এগিয়ে যান।
৩. এখন, আপনি যখন সাধারণত আপনার ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে কাজ করার জন্য "Hey Google" বা ফোনের বোতাম প্রেস করে ধরে থাকবেন, তখন Google Assistant এর পরিবর্তে Gemini এর লোগো দেখতে পাবেন।
৪. এবার, আপনি যেকোনো ধরনের প্রশ্ন, কোন Reminder সেট করা কিংবা অন্যান্য যে কোন সহজ কাজে সহায়তা পাওয়ার জন্য এটি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনি যেমন বলতে পারেন "Hey Google, how's the weather today?"। এক্ষেত্রে, Gemini জেমেনাই আপনাকে তাৎক্ষণিক Google Assistant এর মত করে আবহাওয়ার পূর্বাভাস সরবরাহ করবে।
মনে রাখবেন, আপনি যখন ভয়েস কমান্ডের মাধ্যমে আপনার ফোনে বিভিন্ন কাজের জন্য কমান্ড করেন, তখন Google Assistant এর সকল কাজ Gemini আপনাকে করে দেয়। কিন্তু, Google Assistant সকল ফিচার ডিফল্ট রূপে Gemini তে থাকে। সুতরাং, আপনি যখনই এটি ব্যবহার করে "open apps" অথবা "send a message" এর মত ভয়েস কমান্ডগুলো ব্যবহার করেন, তখন Google Assistant আপনার কাজটি সম্পাদনা করার জন্য Gemini এর সাহায্য নিয়ে থাকে।
আপনি যদি একবার আপনার অ্যান্ড্রয়েড ফোনে Gemini জেমেনাই অ্যাপ কে ডিফল্ট Assistant হিসেবে সেট করেন এবং পরবর্তীতে আপনার এটি ভালো না লাগে, তাহলে আবার Google Assistant এ স্যুইচ করার অপশন রয়েছে। আর, এর ফলে Conversational AI Chatbot হিসেবে Gemini কে ব্যবহার করতে পারবেন না।
Gemini থেকে আবার Google Assistant এ ফিরে যাওয়ার জন্য আপনি নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
১. এজন্য প্রথমে Google Gemini অ্যাপ ওপেন করুন।
২. তারপর উপরে থাকা আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
৩. এবার, Settings যান এবং তারপর Digital Assistants এ ট্যাপ করুন। তারপর, এখান থেকে Google Assistant সিলেক্ট করুন।
৪. এরপর, Switch অপশনে ট্যাপ করার মাধ্যমে আপনি আবার Google Assistant স্যউইচ করতে পারবেন।
আর আপনি একইভাবে পরবর্তীতে ও Google Assistant থেকে Gemini তে Switch করার জন্য একই সেটিংসে যান এবং একইভাবে Gemini সিলেক্ট করুন।
আমরা যদি Google Assistant এর সাথে Gemini জেমেনাই কে তুলনা করি, তাহলে Google Assistant হল শুধুমাত্র একটি বেসিক কনভারসেশনাল হেলপার। অন্যদিকে, Google Gemini হলো বিশাল ডেটা সেটে প্রশিক্ষিত একটি AI মডেল। যদিও Google Assistant অ্যান্ড্রয়েড ফোনে ভয়েস কমান্ড এর মাধ্যমে এখনও পর্যন্ত যেসব কাজ করতে পারে, সেগুলো Gemini দ্বারা করা সম্ভব নয়।
তবে, সময়ের সাথে সাথে Google Gemini এর আরো উন্নত ফিচার আসতে পারে। কিন্তু, এখনো পর্যন্ত Google Assistant অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য সবচেয়ে বেশি কার্যকর। কেননা, Google Assistant এখনও পর্যন্ত প্রায় সকল অ্যান্ড্রয়েড ভার্সনের ফোনগুলোতে ব্যবহার করা যায়, যেখানে Gemini জেমেনাই অ্যাপকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে হলে অ্যান্ড্রয়েড ১২ কিংবা তার উপরের ভার্সনের ফোন গুলো লাগবে।
যাইহোক, আজকে দেখানো পদ্ধতি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোনে Google Gemini কে ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাপ হিসেবে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)