Google এর সেরা ৪ টি অ্যাপস Power User হিসেবে না জানলেই নয়

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশাকরি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই নিজ নিজ স্থানে ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি টপিক নিয়ে। যেগুলো সম্পর্কে অনেকের এখন পর্যন্ত কোন ধারণা নেই। অনেকের অজানা আজকের এই গুগলের ৪টি অ্যাপস সম্পর্কে জানতে আজকের এই টিউন শেষ পর্যন্ত ফলো করুন।

আজকের এই টিউনে আমি আপনাদের সাথে আলোচনা করব গুগলের এমন ৪টি আশ্চর্যজনক অ্যাপস নিয়ে যেগুলোর ব্যবহার জানলে আপনি হয়ত নিজেই সারপ্রাইজড হয়ে যাবেন। কথা না বাড়িয়ে চলুন আপনাদের কে গুগলের সেই আশ্চর্যজনক ৪টি অ্যাপসের সাথে পরিচয় করে দেই।

Google Lens দিয়ে যেকোনো কিছুর নাম এবং দাম জানুন

ধরেন আপনি এমন একটি জিনিস দেখেছেন যা হয়ত আপনার জীবনের প্রথম দেখা। এখন কথা হল আপনি যে জিনিসটা দেখলেন এটার নাম কি? এটার দাম কত এবং এটা কোথায় পাওয়া যায়? এগুলো কিছুই আপনি জানেন না। কিন্তু এসব বিস্তারিত জানতে আপনার ইচ্ছে করছে। এখন আপনি কীভাবে জানবেন, জানার কি কোন উপায় আছে? অবশ্যই আছে। যে কোন জিনিসের নাম, দাম, এবং কোথায় পাওয়া যাবে এসব বিস্তারিত জানতে হলে আপনাকে Google lens অ্যাপ ইন্সটল করতে হবে।

ইন্সটল করার পর যেকোনো জিনিসের উপর আপনার মোবাইল ফোনের ক্যামেরা রেখে একটা ছবি তুলবেন, ছবি তুলার সাথে সাথে একটু নিচে স্ক্রল করলেই দেখতে পাবেন হাজার হাজার রেজাল্ট চলে আসবে আপনার সামনে। এখানে তারা বলে দিবে এই প্রোডাক্টটা আসলে কী? এবং এ সম্পর্কে বিস্তারিত, এবং সেই প্রোডাক্ট কেনার মতো হলে অবশ্যই কিনতে পারবেন।

মনে করুন আপনি একটা ফুলের উপর ক্যামেরা রেখে ছবি তুললেন এই ফুলের নাম সহ বিস্তারিত আপনার সামনে শো করবে। আবার ধরুন আপনি বিদেশে গেলেন এখন কোন একটা স্থাপনা সম্পর্কে আপনার কোন আইডিয়া নেই, জাস্ট আপনি শুধু স্থাপনার একটা ছবি তুলবেন সাথে সাথে স্থাপনার নাম এবং এটা সম্পর্কে যা কিছু আছে বিস্তারিত কিন্তু দেখাবে। মানে এটা একটা আশ্চর্যের মত আপনি যা কিছু চাচ্ছেন আপনার সামনেই এনে দিচ্ছে, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা অ্যাপ এটা সম্পর্কে অনেকেরই আইডিয়া নেই।

Google Lens

Official Download @ Google Lens

Google Earth দিয়ে যেকোনো জায়গা দেখে নিন খুব সহজে

একটা সময় বিজ্ঞান মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল তারা পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিবে, বিজ্ঞান কিন্তু সফল তারা অলরেডি আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। স্মার্টফোনের মাধ্যমে আমরা এখন ঘরে বসেই পৃথিবীর যে কোন জায়গা লাইভে দেখতে পারি কোথায় কি রয়েছে সবকিছু, সেটা হতে পারে বাংলাদেশের কোন জায়গা, হতে পারে আমেরিকার কোন জায়গা, হতে পারে সৌদি আরবের কোন জায়গা, হতে পারে কানাডার কোন জায়গা। এটা কিন্তু গুগল ম্যাপে নয় জাস্ট সরাসরি সমস্ত ছবি গুলো দেখতে পাবেন আশেপাশে কি আছে সবকিছু। তার মানে বিজ্ঞান সাকসেস যে তারা পৃথিবীকে আপনার হাতের মুঠোতে এনে দিয়েছে। এখন এই পৃথিবীকে হাতের মুঠোয় দেখতে হলে আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে Google earth নামে।

Google Earth

Official Download @ Google Earth

Google Drive এ নিজের গুরুত্বপূর্ণ ফাইল সেভ করে রাখুন

মনে করুন আমার যত ডাটা আছে সেগুলো যদি আমি মোবাইলে রাখি অথবা পেনড্রাইভ, কম্পিউটারে রাখি সেগুলো কিন্তু কোন এক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু আমি চাই যে আমার ডাটা গুলো এমন জায়গায় রাখব যেখানে আমার ডাটা সম্পূর্ণ নিরাপদে থাকবে, এবং আমি সেই ডাটা গুলো ৫ বছর, ১০ বছর অথবা ৫০ বছর পরে উদ্ধার করতে চাই। এক্ষেত্রে সব থেকে বেস্ট একটি উপায় হলো Google Drive। ইন্টারনেটে এই জায়গাটাই আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করতে পারেন এবং এই জায়গাটায় আপনি যদি কোন তথ্য রাখেন সম্পূর্ণ ফ্রি ১৫ জিবি পর্যন্ত রাখতে পারবেন। এটা সবার জন্য সবচেয়ে উপকারী একটা অ্যাপস

Google Drive

Official Download @ Google Drive

Google Contacts এ আপনার সকল গুরুত্বপূর্ণ Contract নাম্বার রাখুন সেভ করে

অনেকেই মনে করতে পারেন যে গুগলে ডাটা রাখা যায়, কিন্তু আমার ফোনে যে কন্ট্রাক্ট নাম্বার সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেগুলো কীভাবে রাখব, এটার জন্য কিন্তু গুগলে একটা সার্ভিস রয়েছে Google Contacts নামে। এটা যদি আপনি আপনার ফোনের সাথে এড করে দেন তাহলে সেটা কিন্তু সাথে সাথে Google Contacts এ চলে যাবে। তার মানে আপনি যদি এখন কোন নাম্বার সেভ করেন আর মোবাইল ডাটা যদি অন থাকে তাহলে কিন্তু নম্বরটি Google Contacts এ চলে যাবে। পরবর্তীতে আপনার ফোন চুরি অথবা, হারিয়ে যায় যায় যদি তাহলে আপনি কিন্তু আপনার কন্ট্রাক্ট নাম্বার গুলো সহজেই উদ্ধার করে নিতে পারবেন আপনি যেভাবে ফোনে সেভ করেছিলেন ঠিক সেইম ভাবে। নতুন কোন ফোন চালু করলেই সকল নাম্বার গুলো আবার চলে আসবে ঠিক আগের মতো, যদি আপনি আগের Gmail দিয়ে আপনার নতুন ফোন ওপেন করে।

Google Contacts

Official Download @ Google Contacts

আজকের এই টিউনে আমি যে Google apps গুলো নিয়ে আলোচনা করেছি, এগুলোর মাধ্যমে আপনি আপনার সমস্ত ছবি, Contact numbers নিরাপদে রাখতে পারবেন এবং যেকোনো কিছুর নাম, দাম ও ঘরে বসে এবং যেকোনো জায়গা লাইভে দেখতে পারবেন। আগেকার সময়ে আমরা কোন একটা জায়গা দেখার জন্য কেউ আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখাতো, কিন্তু এখন আমরা ঘরে বসে কারো সাহায্য ছাড়াই যেকোনো জায়গা দেখতে পারছি আমাদের স্মার্টফোনের সাহায্য। আজকের এই টিউনে আমি Google এর যে অ্যাপস গুলো নিয়ে আলোচনা করেছি এগুলো আমার কাছে সবথেকে সেরা ও নিরাপদ মনে হয়েছে, আশাকরি আপনাদের ভালো লাগবে অ্যাপস গুলো।

আশাকরি আজকের এই টিউন আপনাদের ভালো লেগেছে এবং আমি আপনাদের বুঝাতে পেরেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোন টিউনে নতুন কোন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস