মানুষের চেয়ে বুদ্ধিমান হবে গুগলের নতুন একটি অ্যাপ “Google Lens”

Google তাদের বার্ষিক ডেভলপার সম্মেলনে নতুন একটি অ্যাপ আনার ঘোষণা দিয়েছে, যেটি মাুনষের চাইতেও বেশি বুদ্ধিমত্তাসম্পন্ন হবে বলে দাবি করেছে এ internet জায়ান্ট প্রতিষ্ঠানটি। নতুন এ অ্যাপটির নাম হচ্ছে google lens

এ বছর গুগলের বার্ষিক ডেভলপার সম্মেলনের শুরুর দিন অর্থাৎ ১৭ মে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাই। এ সম্মেলনটি Google IO নামেও পরিচিত।

এ সম্মেলনে গুগল তাদের সেবাগুলোর আসন্ন আপডেট ও নতুন নতুন উদ্ধাবনের কথা জানায়।  অ্যাপটি এখনো গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে সুন্দর পিচাই জানিয়েছেন, অ্যাপটি গুগল ফটোস ও গুগল অ্যাসিস্ট্যান্সে সংযুক্ত থাকবে। অ্যাপটির মাধ্যমে কেউ তার আশেপাশের কোনো বস্তুর উপর ক্যামেরা ধরলে স্ক্রীনে বস্তুটি সম্পর্কে বিস্তারিত তথ্য ভেসে উঠবে। কোনো ব্যানার, বিলবোর্ড, রেস্টুরেন্টের সাইনবোর্ডের উপর ক্যামেরা ধরলে সাথে সাথেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফোন নম্বর, লোকেশনসহ বিস্তারিত তথ্য পেয়ে যাবেন গ্রাহক।

সম্মেলনে গুগল লেন্সের একটি পরীক্ষামূলক কার্যক্রমের ভিডিও দেখানো হয়। ওই ভিডিওতে দেখা যায়, গুগল লেন্স একটি ফুলের উপর ধরা হলে সাথে সাথে স্ক্রীনে সেই ফুলের নাম, প্রজাতিসহ বিস্তারিত তথ্য চলে আসছে। এমনকি ওয়াইফাই পাসওয়োর্ড সম্বলিত কোনো বারকোডে  ক্যামেরা ধরলে সেটি পাসওয়ার্ড বুঝতে পারবে ও ফোনটি স্বয়ংক্রিয়ভাবে ওয়োফাই সংযুক্ত হয়ে যাবে।

অাপনার মতামত জানাতে চাইলে অবশ্যই টিউমেন্ট করুন। কেননা অাপনাদের মতামতের উপর নির্ভর করে পরবর্তী টিউন টপিকগুলো নিবার্চন করা হয়।

প্রথম প্রকাশ করা হয় IT CARE WORLD সাইটিতে

Facebook Group : join with us

Level 2

আমি IT CARE WORLD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

IT CARE WORLD এরপক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। অাইটি কেয়ার ওয়াল্ড একটি তথ্য প্রযুক্তি এবং টেকনোলজি সর্ম্পকিত কমিউনিটি ব্লগ সাইট। এই সাইটের মাধ্যমে অাইটি বিষয়ক অাপডেট, অাইটি শিক্ষা, টিপস এন্ড টিক্স, টিউটোরিয়াল, টেকনোলজি ডিভাইস পরিচিতি ও তার ব্যবহার, অাইটি পন্যের বাজার-দর, অাইটি জবস, ফ্রিল্যান্সিং এন্ড অাউডর্সোসিং, জেলা ভিত্তিক অাইটি নিউজসহ বিভিন্ন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস