কম্পিউটারে চালান java games আর windows 7 এর gif viewer

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

সবাইকে শুভেচ্ছা । আজ আমি টিউন করব কিছু ছোট বিষয় নিয়ে।

আমরা যারা windows 7 ব্যবহার করি , তাদের একটি সমস্যা হচ্ছে যে আমরা default ভাবে ‍Animated gif  image  দেখতে পারি না। তাই আজ আমি একটা gif viewer  দিচ্ছি যা install করার দরকার হবে না।

1. gif animated image সিলেক্ট করে properties এ যান এবং সেখান থেকে   change button  এ ক্নিক করে gif viewer টা সিলেক্ট করে দিন।

নিচে দেখুনএরপর

এছাড়া আমি  কিছু  Java games এবং একটা software দিলাম , যার দ্বারা Java games মোবাইল ছাড়াও কম্পিউটারে খেলা যাবে।

Download link (14 MB)

[বি: দ্র: টেকটিউনে সবাই উদার ভাবে একে অপরকে নতুন কিছু শিখাতে প্রস্তুত , এটা দেখে আমার মনটা আনন্দে ভরে উঠে।কারন আমি যখন কম্পিউটার কিনি তখন শুধু  Xp setup শিখার জন্য আমাকে একজনের পিছনে প্রায় ৪ মাস ঘুরতে হয়েছে।তাই আমি এখন আমার অল্প জ্ঞান দিয়ে চেষ্টা করি আপনাদের নতুন কিছু জানাতে। এই টিউন আগে করা হয়ে থাকলে আন্তরিক ভাবে দঃখিত।

সবাইকে ধন্যবাদ]

আগের টিউন

নিজের হাতের লেখা দিয়ে ফন্ট তৈরি করুন

Level 0

আমি অপূর্ব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I love to work with Flash , Photoshop ,Illustrator, 3d max.I love to read It magazine .I always want to keep relation with It.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সুন্দর টিউন করার জন্য। আপনারদ দুঃখের কথা শুনে আমার অতীত মনে পরে গেল। টিটি তে এসে অনেক উদার মনের মানুষ পেয়েছি। বিদ্যা বিলিয়ে দিলে বৃদ্ধি পায়, উদার না হলে বুঝা যায় না। ভালো থাকবেন।

অনেকের কাজে আসবে ধন্যবাদ।

ধন্যবাদ। তবে gif এর জন্য আলাদা সফটওয়্যারের কি দরকার, যেকোন ব্রাউজার দিয়েই দেখা যায়। আর windows এ তো ডিফল্টভাবে internet explorer থাকেই।

তবে অনেক সময় লাগে internet explorer দিয়ে open হতে । আর প্রতিবার internet explorer খুলে যা খুব ঝামেলার ।

Level 0

Dhonnobad jinish ta share korar jonno

ধন্যবাদ টিপসটা শেয়ার করার জন্য…………….