সেরা ৫ টি হাই গ্রাফিক্স অ্যান্ড্রয়েড গেমস!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত
Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস ওয়েবসাইটের নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনি এই পোস্টটি দেখছেন, তারমানে আমরা বলতেই পারি আপনি অ্যান্ড্রয়েডের গেমস প্লে করতে ভালবাসেন। সত্যি বলতে, অ্যান্ড্রয়েডের প্ল্যাটফর্মটি এখন হাই গ্রাফিক্স গেমসের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি গেমিং প্ল্যাটফর্ম। বর্তমানে জনপ্রিয় সব গেমিং প্রতিষ্ঠানগুলো অ্যান্ড্রয়েডের দিকেই বেশি ঝুকে পড়ছে। কারণ হিসাবে বলতে গেলে বর্তমানে অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা প্রায় আকাশ ছোয়া। বর্তমানে অ্যান্ড্রয়েডের গেমগুলোতে চমৎকার সব গ্রাফিক্স যুক্ত করা হয়ে থাকে। যার কারণে গেমগুলো প্লে করে বাস্তব অনুভূতি পাওয়া যায় সেই সাথে দারুণ সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সহজেই অল্প প্রাইজে ভালো মানের ডিভাইস পাওয়ার জন্য বর্তমানের অ্যান্ড্রয়েডের গুলো অনেক বেশি জনপ্রিয় যা দিয়ে আপনি আজকের আলোচনা করা সেরা ৫ টি হাই গ্রাফিক্স অ্যান্ড্রয়েডের গেমস খুব ভালোভাবেই খেলতে পারবেন।

আজকের টিউনে আলোচনা করা সেরা ৫ টি হাই গ্রাফিক্স অ্যান্ড্রয়েড গেমস যেগুলোর মধ্য আপনি অ্যাডভেঞ্চার, অ্যাকশন, রেসিং, পাজল এবং রম্য সহ সকল গেমিং অনুভূতিগুলো উপভোগ করতে পারবেন। এই গেমসগুলো অন্যন্য গেম থেকে অনেক আলাদা কারণ এই গেমসগুলোর গ্রাফিক্স একদম বাস্তবতা দিয়ে পূরণ করা হয়েছে। এছাড়া গেমসগুলোতে রয়েছে সুন্দর সুন্দর সব অ্যানিমেশন যা আপনাকে আরো-বেশি আনন্দিত করে তুলবে। এছাড়াও গেমের এসব বাস্তব গ্রাফিক্সের কারণে আপনি নিজেকে একজন সৈনিক ভাবতে থাকবেন আর গেমিং গ্রাফিক্সে নিজেকে হারিয়ে ফেলবেন। এছাড়াও আপনার গেমসগুলোতে আপনার জন্য আলাদা আলাদা সব চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জগুলো সম্পুর্ন করার পরেই আপনি আলাদা লেভেলে পৌছাতে পারবেন।

আপনি যদি আপনার বোরিং সময়গুলোকে মজার সঙ্গে, নানান ধরনের চ্যালেঞ্জিং মোকাবিলা করে কাটাতে চান তাহলে আপনি আজকে আমার আলোচনা করা সেরা ৫ টি হাই গ্রাফিক্স অ্যান্ড্রয়েডের গেমস যেকোনো একটি খেলতে পারেন। গেমসগুলোর গ্রাফিক্স যেহেতু অনেক উন্নত গ্রাফিক্স দিয়ে বানানো থাকবে সেহেতু গেমসগুলো খেলতে চাইলে আপনার ফোনের রেম একটু স্বাভাবিকের থেকে বেশি হতে হবে। তবে এভারেজ হিসাবে দেখা যায় আপনার ফোনে ২ জিবি র্যাম থাকলেই আপনি এই হাই গ্রাফিক্সের গুলো আরামছে খেলতে পারবেন। তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা আমাদের আজকের টিউন - সেরা ৫ টি হাই গ্রাফিক্স অ্যান্ড্রয়েডের গেমস যেগুলো আপনার খেলা উচিত।

1. Modern Ops

Modern Ops একটি জনপ্রিয় একশন গেম, যা আপনি আপনার অ্যান্ড্রয়েডের ডিভাইসে খেলতে পারবেন। গেমটি ২০০৯ সালে Edkon Games Gmbh নামের একজন ডেভলপার বানিয়েছিলেন। এই গেমটি আপনি অনলাইনে অথবা অফলাইনে উভয় ভাবেই খেলতে পারবেন। Modern Ops গেমটি অনলাইনে খেললে অন্যন্য সব জনপ্রিয় গেমগুলোর মতো মাল্টিপল মুডে অথবা সিঙ্গেলও খেলতে পারবেন। খেলার জন্য গেমটিতে রয়েছে চমৎকার ডিজাইন করা ম্যাপ যা আপনি আপনার ইচ্ছামতো নিদিষ্ট লোকেশনে গেম প্লে করতে পারবেন। গেমটিতে আপনি নানান ধরনের চ্যালেঞ্জিং মোকাবেলা করার জন্য আপনি ক্যারেক্টার, বন্দুক, এবং জিনিসপত্র গেম থেকেই সংগ্রহ করতে পারবেন এবং সেগুলো আপগ্রেড করতে পারবেন। এছাড়াও আপনি গেমে আপনার শত্রুদের মারার পর তাদের ব্যবহার করা বন্দুকগুলো আপনি ব্যবহার করতে পারবেন।

Modern Ops গেমের গ্রাফিক্স অনেক হাই এবং সাউন্ডের মান উচ্চ হওয়ায় গেমটি খেলার সময় এক অন্যরকম অনুভূতি জেগে উঠে যা আপনার স্বপ্নকে বাস্তবে পরিপূর্ণ করে৷ এটিকে ফাষ্ট পারসন শুটার গেম বলা যেতে পারে। কারণ এর শুটিং সিন অন্যন্য শুটিং গেমের মতোই বেশ মজাদার। Modern Ops গেমের জনপ্রিয় একটি ফিচার হলো আপনি গেমে থেকেই অনলাইনে অন্যান্য খেলোয়ারদের সাথে চ্যাটিং করতে পারবেন এবং আপনার পারসোনাল গেম প্রোফাইল তৈরি করতে পারবেন। জনপ্রিয় এই Modern Ops গেমটির সাইজ মাত্র 476 MB. গেমটি খেলার জন্য আপনার অ্যান্ড্রয়েডের ভার্সন হতে হবে 4.4+ এছাড়াও জনপ্রিয় এই Modern Ops গেমটি বর্তমানে 5M+ বারের বেশি ইন্সটল করা হয়েছে। আপনি চাইলে আজ থেকে জনপ্রিয় এই Modern Ops গেমটি আপনার ফোনে ইন্সটল করে খেলতে পারেন।

Modern Ops

Official Download @ Modern Ops

2. Thor : The Dark World

Thor ক্যারেক্টর শক্তি আর ক্ষমতা সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। হ্যাঁ, আমি Marvel সিনেমার অত্যন্ত শক্তিশালী Thor ক্যারেক্টর কথাই বলছি। আপনি যদি Marve প্রেমি হয়ে থাকেন তাহলে খুব ভালোভাবেই Thor শক্তি সম্পর্কে জানেন। Thor : The Dark World নামটি শুনেই আপনি হয়তো আন্দাজ করতে পারছেন গেমটি কেমন হতে পারে। গেমটি ২০১৫ সালে বিখ্যাত গেমিং কোম্পানি Gameloft বানিয়েছেন। পরবর্তী ২২ অক্টোবর ২০১৫ সালে গেমটি প্লে-স্টোরে রিলিজ করেন। গেমটি অনেক পুরোনো আর নিয়মিত আপডেট না হওয়ার কারণে গেমটি প্লে-স্টোর থেকে রিমোভ করে দিয়েছে অথবা হয়তো এর পিছে আরো আলাদা কোন কারণ থাকতে পারে যা আমার জানা নেই। আপনি জানলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। গেমটি খেলার সময় আপনাকে মূখ্য চরিত্রে Thor ভূমিকা পালন করতে হবে। এখানে আপনি আপনার Skill, Magical Power গেমের নিয়ম অনুসারে আপগ্রেড করতে পারবেন।

গেমটি অনেক পুরোনো হওয়ার গ্রাফিক্স হয়তো তেমন মনের মতো হবে না, তবে বর্তমানে লো-ইন্ড ডিভাইসের গেমিংগুলোর গ্রাফিক্সের থেকেও এই Thor : The Dark World গেমের গ্রাফিক্স অনেক হাই। সবথেকে ভালো কথা হলো এই গেমটি খেলার জন্য আপনার কোনো হাই পারফর্মেন্স ডিভাইসের প্রয়োজন হবে না। সাধারণ ডিভাইসেও কোনো হ্যাং, ল্যাগ, ক্রাশ সমস্যা ছাড়াই আরামছে Thor : The Dark World গেমটি খেলতে পারবেন। গেমটির কন্ট্রোল কোয়ালিটিও বেশ ভালোই যা সহজেই আপনার হাতের কন্ট্রোল এর সাথে মানানসই করে নিতে পারবেন। গেমটির সাইজ মাত্র ৮০০ MB. গেমটি খেলার জন্য আপনার অ্যান্ড্রয়েডের ভার্সন হতে হবে 4.4+ এছাড়াও জনপ্রিয় এই Thor : The Dark World গেমটি বর্তমানে ১০০+ মিলিয়ন বারের বেশি ইন্সটল করা হয়েছে। আপনি চাইলে আজ থেকে জনপ্রিয় এই Thor : The Dark World গেমটি আপনার ফোনে ইন্সটল করে খেলতে পারেন।

Thor : The Dark World

Official Download @ Thor : The Dark World

3. Payback 2 : The Battle Sandbox

Payback 2: The Battle Sandbox একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েডের গেম। গেমটি জনপ্রিয় গেম ডেভেলপমেন্ট কোম্পানি Apex Designs বানিয়েছেন। গেমটি প্লে-স্টোরে ১৪ অক্টোবর ২০১০ সালে রিলিজ করা হয়েছিলো। আপনাদের মধ্য যারা GTA Type গেমগুলো অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে Payback 2 : The Battle Sandbox গেমটিও অনেক পছন্দের একটি গেম হবে। কারণ এই গেমটির ম্যাপ আইডিয়া, একশন আইডিয়া, চ্যালেঞ্জিং আইডিয়া সবগুলো প্রায় GTA গেমের মতোই। আলাদা অন্যন্য গেমের থেকেও এই গেমটিতে পাবেন অসংখ্য সব জনপ্রিয় গেম মুড যা আপনি আপনার ইচ্ছামতো খেলতে পারবেন।

গেমটিতে সবচেয়ে মজার একটি বিষয় হলো এই গেমটি আপনি প্লে করার সময় গেমে কোনো নিদিষ্ট সাউন্ড অথবা মিউজিক পাবেন না। আপনি যখন প্রথমবার গেমটি ওপেন করবেন তখন গেমটি আপনার স্টোরেজ পারমিশন নিয়ে নিবে। আর আপনি যখন গেমটি প্লে করবেন তখন গেমটি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে অটোমেটিক ভাবে আপনার ডিভাইসে থাকা প্রতিটি অডিও মিউজিক একের পর এক প্লে করবে৷ মূলত এটিই গেমটির মিউজিক সাউন্ড। আপনি চাইলে গেমটির এমন ফিচার অফ করে দিতে পারবেন। এছাড়াও আপনার ডিভাইসে স্টোরেজে থাকা চমৎকার গানগুলো শুনতে শুনতে আপনি আপনার বোরিং সময়গুলো গেম খেলেই কাটিয়ে দিতে পারবেন।

Payback 2 : The Battle Sandbox গেমটি আপনি অনলাইনের মাধ্যমে মাল্টিপল প্লেয়ারদের বিরুদ্ধে খেলতে পারবেন। গেমটি খেলার সময় আপনাকে নানানরকম চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে৷ চ্যালেঞ্জগুলো দ্রুত কম্পিলিট করার জন্য আপনার রেসিং ইভেন্ট থাকবে। জনপ্রিয় এই Payback 2 : The Battle Sandbox গেমটির সাইজ মাত্র 102 MB. গেমটি খেলার জন্য আপনার আপনার অ্যান্ড্রয়েডের ডিভাইসের ভার্সন হতে হবে 5.0+ এছাড়াও জনপ্রিয় এই Payback 2 : The Battle Sandbox গেমটি বর্তমানে ১০০+ মিলিয়ন বারের বেশি ইন্সটল করা হয়েছে। আপনি চাইলে আজ থেকে জনপ্রিয় এই Payback 2 : The Battle Sandbox গেমটি আপনার ফোনে ইন্সটল করে খেলতে পারেন।

Payback 2 : The Battle Sandbox

Official Download @ Payback 2 : The Battle Sandbox

4. Hello Neighbour

Hello Neighbor একটি গুপ্তধন খোঁজার মতো জনপ্রিয় গেম। গেমটি ডেভলপমেন্ট করেছে জনপ্রিয় গেমিং প্রতিষ্ঠান tinyBuild. গেমটি ২৫ জুলাই ২০১৮ সালে পাবলিশ করা হয়। গেমটি একটি অফলাইন গেম হওয়ায় গেমটি খেলে অনেক মজা পাওয়া যায়। এছাড়াও যখন ফোনে এম্বি থাকে অথবা কিছু ভালো লাগে সেই বোরিং সময়ে এই গেমটি অফলাইনে খেলে আপনার সময়গুলো কাটিয়ে দিতে পারবেন। গেমটি খেলার সময় ডিভাইস স্ক্রিনে আপনার Neighbour ফ্রেন্ড দের সাথে থাকবেন। তখন আপনি ক্রিকেট খেলবেন। হঠাৎ আপনার খেলার বলটি আপনার Neighbour প্রতিবেশির বাড়িতে যাবে। আপনাকে সেখানে গিয়ে বল্টি খুঁজে নিয়ে আসতে হবে। সবকিছু শুনে গেমটি অনেক সহজ মনে হলো তাই না? আসল টুইস্ট তো এখানেই। আপনি যখন আপনার খেলার সেই বলটি খুজতে যাবেন, তখন আপনার সেই প্রতিবেশি আপনাকে ধরতে আসবে। আপনাকে ধরতে পারলে গেমটি শেষ হয়ে যাবে।

শুধু এইটুকু নয়। এই সময়টুকু আপনার জন্য এক বড়ো চ্যালেঞ্জ, আপনি যখন বল খুজতে যাবেন তখন একটি নিদিষ্ট টাইম আপনাকে দেওয়া হবে। সেই নিদিষ্ট সময়ের মধ্য আপনাকে বল খুঁজে বের করতে হবে। এখানে আপনার Neighbour প্রতিবেশি হিসাবে থাকবে একজন ইন্টেলিজেন্স রোবট, যে আপনার গেমে মুভমেন্ট পর্যায় আলোচনা করবে আর আপনাকে ধরে ফেলবে। তাই এই সম্পুর্ন মিশনে আপনাকে অনেক গোপনে সেই দুর্গে প্রবেশ করতে হবে। জনপ্রিয় এই Hello Neighbour গেমটির সাইজ 1.22 GB. গেমটি খেলার জন্য আপনার আপনার অ্যান্ড্রয়েডের ডিভাইসের ভার্সন হতে হবে 6.0+ এছাড়াও জনপ্রিয় এই Hello Neighbour গেমটি বর্তমানে ৫০+ মিলিয়ন বারের বেশি ইন্সটল করা হয়েছে। আপনি চাইলে আজ থেকে জনপ্রিয় এই Hello Neighbour গেমটি আপনার ফোনে ইন্সটল করে খেলতে পারেন।

Hello Neighbour

Official Download @ Hello Neighbour

5. Candle Man

Candleman একটি জনপ্রিয় কর্ম জিবনের সাফল্যর বাস্তব উদাহরণ। গেমটি ডেভলপমেন্ট করেছেন গেম ডেভেলপমেন্ট Candleman Games. গেমটি ২৭ মার্চ ২০১৮ সালে প্লে-স্টোরে পাবলিশ করা হয়। Candleman গেমটি অফলাইন গেম হওয়ার জন্য এর জনপ্রিয়তা অনেক বেশি। গেমটি খেলার সময় আপনি ক্যারেক্টর হিসাবে সম্পুর্ন মানুষ থাকবেন না। এখানে আপনার অর্ধেক শরীল মানুষ আর বাকি অর্ধেক শরীল Candel অথবা মোমবাতি হয়ে থাকবে। মানে গেমটি খেলার সময় আপনার মাথা থাকবে না। এখানে আপনার মাথা একটি জ্বলন্ত মোমবাতি হয়ে থাকবে। গেমটি খেলার সময় যতো সময় যাবে আপনার মোমবাতি ততো ফুরিয়ে যাবে। গেমটি খেলার সময় আপনার টার্গেট জিনিস নিদিষ্ট সময়ের মধ্য খুঁজে না পেলে আপনার মোমবাতির আলো নিভে যাবে আর আপনার গেম তখন শেষ হয়ে যাবে। আবারো নতুন করে শুরু করতে হবে।

Candleman গেমটি একটি হাই গ্রাফিক্স গেম হওয়ার কারণে এখানে অনেক দুর্দান্ত গ্রাফিক্স দেখতে পাবেন। তাই এই গেমটি খেলার জন্য আপনার একটি ভালো অ্যান্ড্রয়েডের ডিভাইস আবশ্যক। আপনার অ্যান্ড্রয়েডের ডিভাইসের কোয়ালিটি ভালো না হলে Candleman গেমটি খেলতে পারবেন না। এতে আপনার ডিভাইস হ্যাং, ল্যাগ, ক্রাশিং সহ নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও গেমটিতে রয়েছে  High Sound Effect, HD Quality সহ নানান ফিচার। তবে সমস্যাটি হলো গেমটি আপনি ফ্রি পাবেনা না। গেমটি প্লে-স্টোর থেকে নেওয়ার জন্য আপনাকে ৪২০ টাকা প্রদান করতে হবে। জনপ্রিয় এই Candleman গেমটির সাইজ 716 MB. গেমটি খেলার জন্য আপনার আপনার অ্যান্ড্রয়েডের ডিভাইসের ভার্সন হতে হবে 5.0+ এছাড়াও জনপ্রিয় এই Candleman গেমটি বর্তমানে ১ হাজারের বেশি ইন্সটল করা হয়েছে। আপনি চাইলে আজ থেকে জনপ্রিয় এই Candleman গেমটি আপনার ফোনে ইন্সটল করে খেলতে পারেন।

Candle Man

Official Download @ Candle Man

শেষ কথা

বন্ধুরা, আজকের টিউনে আলোচনা করা সেরা ৫ টি হাই গ্রাফিক্স অ্যান্ড্রয়েডের গেমস যেগুলোর মধ্য আপনি অ্যাডভেঞ্চার, অ্যাকশন, রেসিং, পাজল এবং রহস্য সহ সকল গেমিং অনুভূতিগুলো উপভোগ করতে পারবেন। সময়ের অভাবের কারণে আরো বিস্তারিত লেখার সুযোগ হলো না। আপনি যদি প্রায়সময় বোরিং ফিল করেন তাহলে আজকের আলোচনা করা গেমগুলো খেলে আপনার বোরিং সময়গুলো ভালোভাবে কাটাতে পারবেন। এই টিউনে আলোচনা করা সবগুলো গেমের গ্রাফিক্স অনেক হাই হওয়ায় হয়তো কোন একটি গেম আপনার ডিভাইসে খেলতে পারবেন না। তার জন্য আমাকে ক্ষমা করবেন। পরবর্তী এমন ইন্টারেস্টিং আরো ইউনিক গেমগুলোর রিভিউ পেতে চাইলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। আমি তাহলে পরবর্তী টিউনে আপনাদের জন্য আবারো ৫ টি ইউনিক অ্যান্ড্রয়েডের গেমের বিস্তারিত আলোচনা নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।

তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউন, সেরা ৫ টি হাই গ্রাফিক্স অ্যান্ড্রয়েডের গেমস! আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস