Gamehouse প্রতিষ্ঠানের মিনি ৬৪টা গেইম আছে । নানান ক্যাটাগরির গেইম আছে । হিডেন অবজেক্ট , টাইমম্যানেজমেন্ট , ম্যাচ-৩, পাজল , ব্রেইন , আরকেইড , বোর্ড , এডভ্যানচার ইত্যাদি । ছোটদোর জন্য গেমগুলো ভালই । মারামারি-কাটাকাটি গেম না দিয়ে ছোটদের জন্য এই গেমগুলো দিলে ভালই সময় কাটবে । এখন তো আর মাঠ-ঘাট নেই যে মাঠে গিয়ে খেলাধুলা করবে বিশেষ করে শহর এলাকায় । সবখানে শুধু ইটের জঙ্গল । ঘরে বসে সময় কাটানো আর কি !!!
গেইমহাউস সন্মন্ধ্যে বিস্তারিত পাবেন >
এইখানে
ডাউনলোড >
মিডিয়াফায়ার পার্ট ১ (100Mb)
মিডিয়াফায়ার পার্ট ২ (100Mb)
মিডিয়াফায়ার পার্ট ৩ (94.06Mb)
আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
দারুন