হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম ক্যাডিলাক এন্ড ডায়নোসর এর টার্বো ভার্সন। গেমটি মোস্তফা নামেই বেশি পরিচিত। মোস্তফা গেমটি খেলেননি এমন মানুষ খুব কমই খুজে পাওয়া যাবে। গেমটি ছোট/ বড় সকলের সমান কাছেই প্রিয়। আপনারা এতদিন পিসিতে যেই মোস্তফা গেম খেলেছেন সেখানে ২০ পাওয়া যেত না। (অর্থাৎ ২০ ওয়েপন পাওয়া গেলে সেখানে গুলি শেষ হয় না।) আজকের এই গেমটিতে ২০ পাবেন। তাহলে দেরি না করে ডাউন লোড করে ফেলুন।
প্রথমে গেমটি ডাউনলোড করে আনরার করুন। তারপর ১ নং জায়গায় ক্লিক করে ২ নং জায়গায় ডাবল ক্লিক করুন। দেখুন গেম ওপেন হয়ে যাবে। এবার কন্ট্রোল এর ব্যাপারে আসি। আমি আমার পছন্দ মত কীবোর্ডে কন্ট্রোল সিলেক্ট করে নিয়েছি। আপনারাও আপনার পছন্দ মত কন্ট্রোল ঠিক করে নিন। এজন্য প্রথমে tab এ ক্লিক করুন। এরপর input (this geme) এরপর য়াপনি কোন কী দিয়ে কি কন্ত্রোল করতে চান তা সিলেক্ট করে নিন। আশা করি গেমটি খেলে মজা পাবে। আর আমার টপিকটি আপনাদের ভাল লাগলে মন্তব্য করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভাল থাকবেন।
ডাউনলোড লিঙ্ক
আমি রাজিব আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বগুড়ার একমাত্র বানান ভূল সর্বস্ব লেখক
not bad
thanks for share