গেম রিভিউঃক্রিকেট ২০০৭

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গোটা বিশ্ব যখন ক্রিকেট খেলা নিয়ে মেতে আছে ঠিক তখনি EA SPORTSনিয়ে এসেছে তাদের গেম CRICKET 2007।২০০৬ সালে রিলিজ পাওয়া এই গেমটি নিয়েই আমার প্রথম টিউন।

CRICKET LOGO

প্রায় ৮০০ খেলয়াড় নিয়ে তৈরি করা হয়ছে এই গেমটি।গেমটি কে সিক্যুয়াল বলা যেতে পারে।CRICKET 2004 &2005এর পরের ভারসন এই গেমটি।[এর পরে 08ও09বের হয়ছে] কিন্ত আমার মতে এইভেরসনটাই সবচেয়ে ভাল।২-৫ থেকে গ্রাফিক্স ও ৮-৯ থেকে সিস্টেম এর দিক থেকে ভাল।আপনি ৫০টিরও বেশি দল নিয়ে খেলতে পারবেন।১৬টি আন্তরজাতিক ও বাকি গুলো লোকাল।

এখানে আপনি এ্যশেজ ও খেলতে পারবেন।এ্যশেজ়ে আপণী খেল্টে পাড়বেন মীশন বা Scinario। প্রতিটি ট্রফি জয় করার পর আপনি তা সেভ করতে পারবেন ও পরে তা দেখতে পারবেন।এখানে আপনি ক্রিকেট ২০০৫ ও ২০০৪ এর মত প্লেয়ার তৈরি করতে পারবেন।

ASHES

গেমটির মজার ব্যাপার হল খারাপ দল নিয়েও আপনি ৩-৪ ওভারের মধ্যে ১০০ রান করতে পারবেন।এবং প্রতিপক্ষকে ৫০ রান এর মধ্যে আটকাতে পারবেন।এখানে ইংলিশ ও অস্ট্রেলিয়ান কাউন্ট্রি লিগ খেলতে পারবেন।দলের কোন প্লেয়ারকে বাদ দিয়ে অন্য প্লেয়ারকে নিতে পারবেন।

CRICKET

এই গেমটি এতই সোজা যে কোন Cheat লাগে না। ডিফিকাল্ট লেভেল ৫ দিয়েও অনেক রান করা যায় এছাড়া এই গেমটিতে জুক্স বক্স এর উপস্থিতিও এক ভিন্ন স্বাদ এনে দিয়েছে।কমেন্টারিতে শোনা যাবে রিচি বেনরের কন্ঠ।আবহাওয়া বা দিন-রাত্রি,পিচ সবই আপনি ঠিক করে নিতে পারবেন এই গেমটিতে। ক্রিকেট বিষয়ক আনুষাঙ্গিক আর সব কিছুই পাবেন এই গেমটিতে।

ত আর দেরি না করে ঝটপট খেলে ফেলুন গেমটি।

যা যা প্রয়োজন-

র‌্যাম-৫১২ মে,বা।

এজিপি-১২৮ মে,বা।

প্রসেসর- ১.৮

হারড ড্রাইভ-১.৪ গি,বা।

ডিরেক্ট এক্স ৯.০।

IT IS MY FIRST TUNE.PLEASE TAKE IT EASY.

Level 0

আমি Emilton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই এতদিন কই ছিলেন? cricket 2010 বের হল বলে, অবশ্য গেম রিভিউ এর কথা যদি বলেন তাহলে আমি বলব ভাল গেম নিয়ে টিউন করেছেন।
কেননা , ইলেক্ট্রনিক্স আর্টের ব্যনার থেকে বের হওয়া cricket games গুলোর মধ্যে এটি সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছিল। একথাগুলো আপনি বলেছেন কিন্তু বলেন নি এর সমস্যার কথা। নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বাদে অন্যান্য দেশগুলোর নামের ক্ষেত্রে কিছুটা বৈসাদৃশ্য লক্ষ্যনীয়।

    Level 0

    সমস্যাটা আমি জ়ানি ।
    নাম ঠিক করে নিলেই তো হয়।

    @samehood: samehood vai apnar info gula correct na. Cricket 2007 er pore kono EA cricket game ber hoi nai. Apni jetar kotha bollen oi ta Cricket 2007 er ei update kora game. But ei update ta EA kore ni. Ei ta koreche kichu Game developper student ra. Ami shob version gulai khelechi. Bujhlen.!!!!!!!!!!!

কিস্তু ভাই ডাউনলোড লিংক কই?

Level 0

ভাই আত বড় একটা গেম কি আপনি ডাউনলোড দিতে পারবেন??
যদি পারেন তাহ্লে ডাউনলোদ করুন :http://www.nowtorrents.com/torrents/ea-sports-cricket-2007,-free-download.full.rar.html