আন্ডা চিনেন ??!! কি বুঝেন নাই ?!! 🙂 অসুবিধা নাই,আমি বলতেছি 'আন্ডা' মানে হইলো ডিম !!এসব কথার পিছনে একটা কারণ আছে ..... আজকে যে গেম টি শেয়ার করব তা হইলো আন্ডা মানে ডিম বিষয়ক !! 😀 আমি এর পূর্বেও গেমস নিয়ে টিউন করেছি ,এই রকম সিরিয়ালি আরো কিছু টিউন করতে চাই (যদি আপনাদের সাড়া পাই) আমার গেমস গুলোর বৈশিষ্ট হলো এগুলো গ্রাফিক্স কার্ড ছাড়াও খেলতে পারবেন৷ তাহলে আর বক বক না করে চলুন গেমস এ..........
আজকে যে গেমস টি নিয়ে এসেছি তার নাম হইল 'মুরগি মারা-২' থুক্কু "Chicken Shoot -2 " এই গেম এ আপনাকে মুরগি মারার এই বিশাল এবং মহান কাজটি সম্পন্ন করতে হবে ! যে মুরগি গুলোকে মারবেন তারা আপনার দিকে উপহার হিসেবে আন্ডা নিক্ষেপ করবে সুতরাং সাধু সময় থাকতে সাবধান !! যারা মুরগির এই চেলেঞ্জ নিতে পারবে তাদের কেই গেমস টি DOWNLOAD করতে বলছি ,বাকিরা বিরত থাকুন ! 😀 গেমস টিতে বিভিন্ন সময় মুরগির আপনাকে পশ্চাতদেশ দেখিয়ে উত্তেজিত করবে , এই জন্য ভাই ,দেখিয়া করিয়েন গুলি ,করিয়া দেখিয়েন না !
স্ক্রীন শট---
গেমস টি 240 MB
DOWNLOAD
PART -1
PART -2
ক্রাক টি PROGRAME এ গিয়ে ToonTraxx => CHICKEN SHOOTER এ PASTE করুন
সংবিধিবদ্ধ সতর্কীকরণ - মুরগি মারতে গিয়ে মনিটর ফেলে দিলে টিউনার দায়ী থাকবে না ! 😀 😀
সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় , খোদা হাফেজ ৷
আমি নাহিদ রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 334 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুনেছি সপ্ন যত বড় হয় তা তত তাড়াতাড়ি নাকি ভেঙ্গে যায় .....বোধহয় তাই !!তবুও আমি থেমে থাকি নি .....হোচট খেতে খেতে শিখেছি ,জীবন অনেক কঠিন ....এখানে আবেগের কোনো মুল্য নেই....এখনে প্রতিটা মানুষ তার নিজেকেই সবচেয়ে ভালোবাসে .....!! ............তাই আমি চেষ্টা করছি একটু ভিন্ন হতে ,আর এ জন্য কেউ বলে পাগল...
khob shondor calea jan.