সবাই ভাল আছেন। অনেক দিন ধরে গেম নিয়ে টিউন করব বলে ভাবছিলাম।কিন্তু গেম সবাই কম বেশি সবাই খেলে । হটাৎ ছবি আকা গেমের কথা মনে পড়ল । ভাবলাম ছবি আকা গেম নিয়েই টিউন করি।আর কথা বাড়িয়ে লাভ নেই কাজের কথায় আশি।
গেমটি চালাতে হবে মেম দিয়ে ।প্রথমে নিচের লিংক থেকে মেম ইমুলেটর ডাউনলোড করে নিন
mame0143s.zip
mame0143s.zip এই ইমুলেটর এক্সট্রাক্ট করুন
এবার রোম ও বায়োস নামানোর পালা।
রোম
বায়োস
(দুটি নামিয়ে নিন)।
রোম নামানো হয়ে গেলে উভয় জিপ ফোল্ডার ওপেন করুন । এবার skin.zip folder থেকে সব ফাইল মাউস দিয়ে ধরে galpanis.zip folder এ এনে ছেড়ে দিন। মেসেজ আসলে ওকে করুন। রোম বানানো শেষ।
mame0143s.zip unzip করুন। roms নামে ফোল্ডার এ edit করা রোম টি পাস্ট করুন।
mame.exe নামের ফাইলটি ওপেন করুন।
দেখবেন galpanis game টি লিস্টে এসেগেছে।গেম ওপেন করুন। ওকে টাইপ করুন
Tab বাটনে চাপ দিন।
input this game যান ।
ছবি অনুসরন করুন
কমেন্ট করতে ভুলবেন না
আমি ফয়সাল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 579 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I have a decade of experience in the field of web development, during which I have honed my skills in various technologies and frameworks. My expertise primarily revolves around Laravel and WordPress, two popular platforms for building web applications and content management systems. In addition, I have a strong grasp...
খুব ভাল হয়েছে