দেখতে দেখতে চমৎকার একটি ঈদ কেটে গেল। সবাই কে আবারো জানাই ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে ফিরে এলাম আরেকটি সুন্দর টিউন নিয়ে।
আমরা প্রায় সবাই "ভিডিও গেমস" শব্দটির সাথে পরিচিত বাংলাদেশে পিসি আসার অনেক আগে থেকেই। প্রায় প্রতিটি পাড়ার মোড়ে মোড়ে ছিলো ভিডিও গেমসের দোকান। গেমস খেলতে হত লুকিয়ে লুকিয়ে। কত টাকা যে নস্ট করেছি গেমস খেলে খেলে! সে সময় একটা নেশার মত হয়ে গিয়েছিলো। কত যে স্মৃতি জরিয়ে আছে এই গেমস খেলার সাথে। মায়ের বকা এবং বাবার কানমলা থেকে সবই আছে সেই স্মৃতিতে। সে সময় বেশির ভাগ খেলা হত মোস্তফা, ফাইটার, প্লেন এবং "বরিস" নামক গেমটি।
ইতি পুর্বে অনেকেই গেমস টি টিটিতে খুজেছিলো বাট কেউ গেম টির সন্ধান দিতে পারেনি। গেমসটির অরজিনাল নাম হচ্ছে "ভায়োলেন্ট স্ট্রম" আমাদের কাছে পরিচিত "বরিস" নামে। দেখে নিন কিছু স্ক্রীন শট এবং মিলিয়ে নিন পুরনো স্মৃতি হাতরে।
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন।
--------------------------------------------------------------------
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ