চলুন চলে যাই পুরোনো দিনের রাস্তার ধারে ভিডিও গেমসের দোকানে, খেলে আসি “বরিস” নামক গেমস টি। (ঈদ উপহার)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

দেখতে দেখতে চমৎকার একটি ঈদ কেটে গেল। সবাই কে আবারো জানাই ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে ফিরে এলাম আরেকটি সুন্দর টিউন নিয়ে।

আমরা প্রায় সবাই "ভিডিও গেমস" শব্দটির সাথে পরিচিত বাংলাদেশে পিসি আসার অনেক আগে থেকেই। প্রায় প্রতিটি পাড়ার মোড়ে মোড়ে ছিলো ভিডিও গেমসের দোকান। গেমস খেলতে হত লুকিয়ে লুকিয়ে। কত টাকা যে নস্ট করেছি গেমস খেলে খেলে! সে সময় একটা নেশার মত হয়ে গিয়েছিলো। কত যে স্মৃতি জরিয়ে আছে এই গেমস খেলার সাথে। মায়ের বকা এবং বাবার কানমলা থেকে সবই আছে সেই স্মৃতিতে। সে সময় বেশির ভাগ খেলা হত মোস্তফা, ফাইটার, প্লেন এবং "বরিস" নামক গেমটি।

ইতি পুর্বে অনেকেই গেমস টি টিটিতে খুজেছিলো বাট কেউ গেম টির সন্ধান দিতে পারেনি। গেমসটির অরজিনাল নাম হচ্ছে "ভায়োলেন্ট স্ট্রম" আমাদের কাছে পরিচিত "বরিস" নামে। দেখে নিন কিছু স্ক্রীন শট এবং মিলিয়ে নিন পুরনো স্মৃতি হাতরে।

                                                             বরিস

                                                            কাইল

                                                             ওয়েড

আশা করি সবার মনে পরেছে। আনন্দে একটা  চিৎকার ও হয়তো দিয়েছেন। তো দেরি না করে এখনি ডাউনলোড করে ফেলুন অসাধারন এই গেমসটি, খেলুন এবং হারিয়ে যান সেই পুরোনো দিনে আর আক্রান্ত হোন নস্টালজিয়ায়..................

ডাউনলোডের পর কিছু কাজ আছে। গেমটি ইমিউলেটর দিয়ে চালানো লাগে। সঠিক ভাবে গেমটি চালাতে নিচের স্ক্রীনশট গুলো লক্ষ করুন।

.
.
১. রার ফাইটি Extract করার পর Mame32.exe ফাইলটি চালু করুন,  উপরের মত উইন্ডো আসবে।
২. চিত্রের মত "Audit all games" ক্লিক করুন।
৩. নিচের মত উইন্ডো আসবে।
৪. "Violent Storm" ডাবল ক্লিক করুন।
৫. কীবোর্ডে Ok টাইপ করুন, এবং তারপর যে কোন "কী" প্রেস করুন।
৬. ডিফল্ট ভাবে A এবং S দুইটি একশন বাটন (ঘুসি এবং লাফ ) এবং উপরের "5" বাটনে "কয়েন ইনসার্ট" এবং উপরের "1" বাটনে "কয়েন ইন" সেট করা আছে। Tab বাটন প্রেস করে ইচ্ছা মত বাটন কনফিগার করে নিন।
.......................................................................................................................
ছোট টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন।

--------------------------------------------------------------------

আমার কিছু জনপ্রিয় টিউন

১.  প্রাণী জগতের গরম ঠান্ডার ব্যাপার স্যাপার ও গরম এবং শীতের হাত থেকে বাঁচা (টেরা টিউন)।

২. আবারও রহস্য!!!! চলুন জেনে নেই ৮০০ বছর আগে ধংস হয়ে যাওয়া একটি রহস্যময় সভ্যতা, “ইনকা সভ্যতা” সম্পর্কে। (গিগা টিউন)

৩. চলুন জানি একটি রহস্যময় প্রাচীন চায়না সভ্যতা এবং অমিমাংসিত কিছু প্রাকৃতিক রহস্য সম্পর্কে।(মেগা টিউন)

৪.  চলুন ঘুরে আসি ফায়ার আর্মসের দুনিয়া থেকে এবং দেখে আসি দুনিয়ার তাবৎ অস্তর সস্তর আর হয়ে যাই ছোটখাট সামরিক বিশেষজ্ঞ ( আমার ৫০তম টিউন & The biggest Tune of the Techtunes History)

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

আমার আছে ভাই। তাই ধন্যবাদ আমার প্রি গেম নি করার জন্য

অনেক ধন্যবাদ। 🙂

Level 0

শুভ্র আকাশ ভাই,অনেক আগে টি.টিতে খুজে ছিলাম,ধন্যবাদ গেমসটি খুজে দেয়ার জন্য ।

Level 2

ধন্যবাদ ।আমি একটাকা দিয়ে দোকান থেকে কয়েন কিনে খেলা টি গেমওভার করতাম।গেমওভার করতে অনেক সময় লাগতো আর আপনি সবার জন্য সময় নিয়ে টিউন গেমওভার করেছেন।

ছোট বেলার কথা মনে করিয়ে দিলেন 🙁

ধন্যবাদ গেমসের জন্য

Level 0

ওরে বাবা……চরম জিনিস দেখাইলেন ভাই।এক সময় এই গেমস যে কত খেলসি তার কোনো হিসাব নাই।এই গেমস যখন নতুন আসলো তখন এক কয়েন এর দাম ছিলো ২টাকা।পরে ১টাকা করা হয়।আমার নানু বাসায় (কলতা বাজার)যেয়ে এই গেমস সব চেয়ে বেশি খেলসি।

বস অনেক দিন ধরে খুজতে ছিলাম। অনেক অনেক ধন্যবাদ।

ভালো… ডাউনলোড দিলাম

খেললাম, মজা পাইসি। 🙂

বস zero team গেমটা অনেক দিন ধরে খুজতেছি।যদি লিন্কটা দেন খুশি হব।আমি mame দিয়ে চালাতে পারছি না । emulator সহ যদি দেন । pls…………………..

pls vai

Rio নতুন ভার্শনটা আছে? ফুল ভার্শন?

শেয়ার করার জন্য ঢন্যবাদ।

ভাই টিটিতে কিভাবে বাংলা লিখব।এখন বাংলা অন্য এক জায়গায় লিখে এখানে কপি-পেস্ট করেছি।

shubo vhai link ta kaz kore na aktu link ta check koren…….. Games ta khelte hoibo taratari thik koren okkkkkkkkkkkkkkkk

mame32 dia key board sara controller dia kivabe khale amak janaben. ame kotha o ai option ta palam na.

    @mr.simpleman: দুঃখিত ভাই, বলতে পারছি না। তবে বাটন কনফিগারেশন ভালোভাবে চেক করেন।

ভাই, আরো একটা গেমের সন্ধান চাই। গেমসটার অরিজিনাল নাম জানি না। তবে ভিডিও গেমসের দোকানে সম্ভবত এটিকে “মহিশ” নামে ডাকা হতো। গেমটিতে কয়েন নিলে ব্ল্যাক স্ক্রীনে পর্দায় সম্ভবত “Atlast” কথাটি ভেসে আসতো। যদি গেমসটি সম্পর্কে কোন তথ্য পান তবে আশাকরি জানাবেন…

বস zero team গেমটার link দেন।pls…………………………………….

।আমার কাছে rom আছে কিন্তু চালাতে পারছিনা।mame, ekmame,winkawaks, mame32,কোন ইমিউলেটর
চলে না।

শুভ ভাই link টা কাজ করে না । মনে হয় আবার upload করতে হবে । ভাই check করে upload করে দেন plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

বস http://www.kawaks.net/Kawaks_setup.exe এই খানে zero team কোন গেম নাই

ভাই এই emulator এর ভিতর zero team নেই.এটা mame দিয়ে চালতে হবে।

    @alienfaisal: ভাই তাইলে আমার আর কোন উপায় জানা নাই, সরি ভাই আপনার কাজটা করতে পারলাম না।

zero team mame গেম ।কিভাবে mame দিয়ে চালাব। যদি আপনার mobile number দেন ,তাহলে ভাল হয়।
pls…………।আমার number-01934252885

অনেক ধন্যবাদ।

bhai amar metal slug game gular 1 theke 8 er shob gula porbo proyojon.thanks

Level 0

ধন্যবাদ গেমসটি খুজে দেয়ার জন্য ।

Level 0

ছোট বেলাই এই গেমসটি অনেক খেলেছি, খুজে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Level 0

vai ei link ta to kaj korena.arekta link dile valo hoto…

akashvai game ta to r paitacina……..please r 1bar upload koren

Level 0

Bhai game ta 6 month dhore net a search korchi but mame ba emulator er kaz jani na that’s why download koreo kono luv hoyni.apner tune ti dakher por khub khushi hoya chilam.kinto download link a click korle deleted or invalid file show kore tai paya o kono luv holona.Thanks Bro.

Level 0

শুভ্র আকাশ bhai link ta to kaz kore na. bhai game ta daikha khob khosi hoiselam please bhai onno kono link thake tahole amaki deben please or link ta mail korte paren my mail id [email protected] pls pls pls pls pls

Level 0

vai file ta to deleted dakhay. download korte parlam na,
vai game ta amar khub prio pls abar link ta dan

Level 0

please file ta den vay .mediafire link kag korsa na ……….vay ame 3 month dora game ta khuchhi passi na ……dila sara gibon kitoggo thakbo