গেমস খেলতে কারনা ভালো লাগে। তাই সকল গেমস পাগলদের জন্য আজ আমি নিয়ে এলাম 34টি গেমস যা মাত্র একটির ভেতর পাবেন। সাইজ একদম কম মাত্র 74 মেগাবাইট।
আমরা ছোটবেলায় অনেকেই গেমস খেলেছি পারার দোকানে গিয়ে। সেই সময়ের দিনগুলো আজও মনে পরে। কতইনা বকা খেয়েছি এই জন্য। আর সেই বকা গুলো ছিলো খুব মিষ্টি তাইনা।
যাক সেই কথা, এখন কাজের কথায় আসি। আজ আমি যে গেমস গুলো নিয়ে এলাম তা অত্যন্ত জনপ্রিয় কিছু গেমস। নিন্মে এগুলোর ছবি দেওয়া হলো-
1
2
3
4
5
6
7
8
সময় সল্পতার কারণে সবগুলো গেমসের ছবি দিতে পারলাম না।
যেভাবে আপনি গেমস প্লে করবেন তার বিবরণ নিচে দিওয়া হলো-
1. প্রথমে আপনি 74 মেগাবাইট এর ফাইলটি নিচের লিংক থেকে ডাউনলোড করুণ।
http://www.mediafire.com/?eo89zzh4xe7x97b
2. তারপর জিপ ফাইলটি আনজিপ করুণ
3. তারপর তিড় চিহ্ন যুক্ত ফাইলটিতে ডাবল ক্লিক করুণ। দেখবেন আপনার ডেস্কটপ কালো হয়ে গেছে
4. তারপর কলো যায়গায় কার্সর দেখাযাবে না। তখন মাউস অনুমানে উপর ভিত্তি করে বাম দিকের একদম উপড়ে নিয়ে মাউসের বামপাশের বাটন চাপুন।
5. তারপর লোড এ ক্লিক করুণ দেখবেন নিচের মত গেমস এর চার্ট এসেছে
6. তারপর যে গেমসটি খেলবেন সেই গেমসটি সিলেক্ট করে লোড বাটন প্রেস করুণ এবং খেলো আপনার প্রিয় গেমসটি।
7. যদি স্ক্রিণ ছোট আসে তাহলে মাউস উপরে নিয়ে ভিডিওতে ক্লিক করে Stretch করুণ তাহলে ফুল স্ক্রিণ আসবে।
বিঃদ্রঃ গেমস গুলো কিছু কিছু পিসিতে সমস্যা করে।
আশাকরি আপনাদের সকলের কাছে গেমস গুলো ভোলো লাগবে
ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন। ধন্যবাদ;
আমি সুমন আহমেদ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি মোঃ সুমন আহমেদ (Sumon Gang)। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। আমার সবগুলি টিউন দেখতে এই লিংকে যান https://www.techtunes.io/tuner/sumon-gang। আমার সম্পর্কে জানতে চাইলে ফেসবুকে বন্ধু হতে পারেন https://www.facebook.com/BDG.MrShadow
🙂 ami mostafa kheltam…..abong maze maze kheli