আমাকে একজন বলেছেন, গেমস খেললে নাকি মাথার সব চিন্তা ভাবনা দূর হয়। অনেক সময় রাগও নাকি কমে যায়। জানি না কথাটা সত্যি কিনা। তবে আনন্দ পাওয়া যায় এটা ১০০ শত ভাগ সত্যি যদি তা পছন্দের কোন মজার গেমস হয়।
আমরা প্রায় সবাইতো মোবাইলে এংরি বার্ড খেলে থাকি। কিন্তু সেটা যদি হয় পিসিতে, তাহলে কেমন হয়? হ্যাঁ,আজকে আমি বন্ধুদের মজার এই গেমসটির লিংকটি শেয়ার করতে যাচ্ছি। আর গেমটা সেটাপ করা খুবই সহজ। যেমনটা অন্যসব সফটওয়্যার সেটাপ করতে লাগে এটাও তাই। আর সাথে ফুল র্ভাসন করার প্যাচতো রয়েছেই।
সেটাপ ফর্মুলা:
বরাবর সেটাপ ফাইলে ঢুকে ডাবল ক্লিক করে রান করতে হবে। গেমটি সেটাপ হওয়ার পর প্যাচ ফোল্ডারে ক্লিক করে ওপেন করে যে ড্রাইভে গেমটি সেটাপ হয়েছে তাকে চিনিয়ে দিয়ে তার পর গেমটি ওপেন করে সিরিয়াল ফাইটির সিরিয়ালটি কপি করে পেষ্ট করে দিলেই কাজ শেষ। হয়ে গেলো ফুল র্ভাসন। তো বন্ধুরা মজা করে গেমসটি খেলো আর আমার পোষ্টটি ভাল লাগলে কমেন্ট করো.......ধন্যবাদ। বিস্তারিত নিচে দেখে নাও.....
বি:দ্র: যাদের পরীক্ষা চলছে কিংবা সামনে আছে তারা কিন্তু বন্ধুরা একটু কম খেলো।
আমি ঘুম কাতুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ask my friend
আমি টেকটুইটস ও টেকটিউনসে আগে একবার এটা নিয়ে টিউন করেছিলাম।
ভাল করেছেন আবার দিয়ে। থ্যাঙ্কস