আর্কেড গেমস কালেকশন : ক্যাডিলেকস এন্ড ডাইনোসরস (বাংলাদেশে “মোস্তফা” নামে পরিচিত)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত


গেমটি খেলার জন্য একটি ইমুলেটর এপ্লিকেশনের প্রয়োজন হবে।
নিচের যেকোনো ইমুলেটর এপ্লিকেশনটি ডাউনলোড করে নিন (যদি আপনার কাছে আগে থেকে না থাকে)।
এরপর আনজিপ করে নিন।

1. MAME32 (mame32u901.zip) 8.71MB

2. NEBULA (nebula223c.zip)  1.42MB


গেমসের ROM ফাইলটি ডাউনলোড করুন নিচের লিংক থেকে।
ডাউনলোড শেষ হলে ROM ফাইলটি ইমুলেটর এপ্লিকেশনের ভিতরে roms ফোল্ডারে পেস্ট করুন।
এরপর ইমুলেটর এপ্লিকেশনটি রান করে ROM ফাইলটি লোড করুন।

dino.zip  4.70MB


কোনো ধরনের সমস্যা হলে এখানে টিউন করুন বা আমাকে মেইল/ফোন করুন -
[email protected]
01727 314928, 01674 615165

Level 0

আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দোকানে গিয়ে টাকা খরচ করে কত যে খেলেছি এই গেম…………………

Level New

গেমটি খেলতে ইমুলেটর টিমুলেটর কিছুই লাগবে না শুধু এখান http://www.brothersoft.com/cadillacs-and-dinosaurs-for-cps1-download-176954.html থেকে ডাউনলোড করে আনজিপ করে নিন।

Level 0

মঈন ভাই, আপনার কথায় না হেসে পারলাম না। ইমুলেটর ছাড়া এ ধরনের গেম খেলা সম্ভব নয়। তারপরও নিজেকে আপডেট রাখতে আপনার লিংক থেকে ডাউনলোড করে দেখি, আপনিও একটি ইমুলেটর দিয়েছেন।
Callus এপ্লিকেশনটি একটি গেম ইমুলেটর সফটওয়্যার যা আগে ব্যবহার হতো, এখন আর হয় না অনেক সীমাবদ্ধতার কারণে। আর আমি এ কারণেই Callus এপ্লিকেশনটি আপলোড করিনি।
পাথর্ক্য হলো আমি ইমুলেটর আর ROM ফাইল আলাদাভাবে দিয়েছি। আপনার লিংকে একসাথে দেয়া আছে (roms ফোল্ডারের ভিতর dino.zip)।
আমি ইমুলেটর আলাদাভাবে দিয়েছি কারণ আরো অনেক গেম আপলোড করব যেগুলোতে এই একই ইমুলেটর লাগবে।
আশাকরি বুঝতে পেরেছেন।

Level 0

ধন্যবাদ মেহেদী ভাই। আসা করি আরো অনেক জটিল সব গেম পাব।

Thanks a lot again

Level 0

ভাই, আপনার Rom File মনেহয় কিছু missing আছে. Please check

Level 0

সাজিদ ভাই, ROM ফাইলটা নিশ্চয় আমার তৈরি করা নয়। আমি পেয়েছি নেট থেকে। কোন জায়গায় সমস্যা হচ্ছে জানাবেন কি ? আমি তো ঠিকই দেখলাম।

Level 0

Mehedi ভাই Roms Opne GAME Play করলে Error দেখায় ।

Level 0

সমস্যা হলে একটা ফোন করুন। ঠিক করে দিচ্ছি।

Level New

আরে মেহেদী ভাই আপনিও আমার কথা বুঝেন নি। গেমটি খেলতে ইমুলেটর টিমুলেটর কিছুই লাগবে না বলতে আমি বুঝিয়েছি যে ইমুলেটর আলাদা ভাবে ডাউনলোড করা লাগবেনা।আর আপনার ROM ফাইলটা যতটুকু সাইজের আমার দেওয়া ফাইলটা ততটুকু তাই শুধু শুধু কেন 8.71MB ইমুলেটর ডাউনলোড করবেন। আর আপনি বল্লেন আরো গেমস দিবেন কিন্তু তার জন্য আপনাকে আবার ROM ফাইলটা ডাউনলোড করতে হবে।আর তাই যদি হয় তবে আপনার দেওয়া নতুন গেমের ROM ফাইলটা যতটুকু সাইজের হবে আমার দেওয়া লিংক থেকে ফাইলটা ডাউনলোড করলে ততটুকু হবে …..
আশাকরি বুঝতে পেরেছেন ধন্যবাদ।

Level 0

ভাই মঈন, Callus দিয়ে মাত্র কিছু সংখ্যক গেম খেলা যায়। অর্থাৎ CPS1 ক্যাটাগরির, তাও সব নয়। কিন্তু আমি তো CPS2, Neogeo, Sega, Capcom ইত্যাদি ক্যাটাগরির গেম দেবো। তখন তো আপনার পদ্ধতিতে হবে না। এ জন্য একবারই ইমুলেটর ডাউনলোড করে নিতে হবে। আর তাছাড়া এগুলোতে ম্যাক্রো ব্যবহার করা যায়, যা Callus দিয়ে হয় না। ম্যাক্রো মানে হলো আগে থেকেই কিছু মুভ একটি বাটনে সেইভ করে রাখা যায়। যেমন – King of Fighter খেলার সময় সুপার মারতে গেলে (উদাহরণ স্বরূপ- Down, Down Right, Right, Down Right, Down, Down Left, Left + A/B) কিবোর্ডে অনেকগুলো বাটন প্রেস করতে হয়। সেগুলো ম্যাক্রো ব্যবহার করে এক বাটনে আনা যায়। শুধু তাই নয়, ম্যাক্রোর ব্যবহারের ভ্যারিয়েশনের কারণে আপনি নিজেই খুজবেন কোন ইমুলেটরটি ভালো। এখনো আরো কিছু ইমুলেটরতো আমি আপলোডই করিনি। আর যিনি গেম খেলবেন তার কাছে এগুলো কোনো বিষয়ই নয়।

অনেক ভালো টিউন

BROTHER GIVE ME SOME NEW ROMS.
LONG LONG GAP AFTER YOUR GAMES
TUNE.