আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছে।
আজ আমি আপনাদের উপহার দিতে যাচ্ছি আমার অসম্ভব প্রিয় একটি গেম। আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন এই গেমটি খুব খেলতাম যদিও তখন আমার নিজের পিসি ছিল না। এর পরেও এই গেমের অনেক ভার্সন বেরিয়েছে কিন্তু প্রথমটার মত মজা পাইনি। এখন নিজের পিসি আছে, গেমটাও আছে, মাঝে মাঝে গেমটি খেলিও বটে কিন্তু সেই মজাটা আর পাইনা। বড় হওয়ার সাথে সাথে সব কিছু কেমন পরিবর্তন হয়ে গেছে। ভাবতেই অবাক লাগে!!
এম্পায়ার আর্থ গেমটি EE নামেই বেশি পরিচিত। অ্যাকশন আর স্ট্রাটেজি ধর্মী এই গেমটি ২০০১ সালের শেষের দিকে বাজারে আসে। গেমটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তখন গেমটি খেলতে হাই কনফিগারেশনের কম্পিউটার লাগত!!! কনফিগারেশন নিচে দেয়া হল-
Pentium II CPU
Windows 98/Windows 2000/Windows Me/Windows XP
64 MB RAM
413 MB hard disk space
8X CD-ROM drive
DirectX 8
Graphics card
ঐ সময় এটিই অনেক। তবে আপনাদের সবার পিসিতে এই গেমটি চলবে এতে কোন সন্দেহ নেই:)।
গেমটি ৬ খন্ডে মিডিয়াফায়ারে আপলোড করা আছে। নিচের লিঙ্কগুলো থেকে ডাউনলোড করে নিন।
গেমটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে ।
নিচে কিছু স্ক্রীন শট দেখুন ---
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।
আমি এ এম আরাফাত হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা আমার ও খুব প্রিয়। 2002 সাল এ প্রথম খেলি এটা। আমার খুবই ভাল লাগত। সারাদিন খেলতাম আর বাপ মার ঝারি খাইতাম 😀
লাস্ট মনে হয় Empire Earth 3 বের হইসে। am i right?