গ্র্যাণ্ড থেফট অটো সিরিজের সফলতার কথা কে না জানে। বহুবছর আগে গ্র্যাণ্ড থেফট অটো ১ গেমসটি প্রকাশিত হয়। তখন গেমটির গ্রাফিক্স বা সাউন্ড এতটাই নিম্নমানের ছিল যে দেখামাত্রই খেলার সাধ উঠে যেত। কিন্তু যখন ঐ গেমটি প্রকাশিত হয়, তখন এই জাতীয় গেমই মানুষ পছন্দ করত। সেকালে এখনকার মত এত হাই ডেফিনিশন বা উচ্চমানের গ্রাফিক্সযুক্ত গেম প্রস্তুত ছিল না।
যাই হোক, তবুও যথেষ্ট ব্যবসা করে গ্র্যাণ্ড থেফট অটো। এর একমাত্র কারণ, এর কাহিনী ও গেমপ্লে। সর্বপ্রথম গ্র্যাণ্ড থেফট অটোই এই ব্যতিক্রমী ঘটনা ও গেমপ্লে বাজারে বাজারজাত করে। তাই গেমারদের ব্যাপক জনপ্রিয়তার কারণে তৈরি হয় জিটিএ টু। ওয়ানের চেয়ে টু-তে গ্রাফিক্সের মান যথেষ্ট উন্নত থাকায় এবং নতুন নতুন মিশন ও গাড়ি প্রস্তুত করায় ওয়ানের চেয়ে টু আরো বেশি জনপ্রিয় হয়ে পড়ে। উৎসাহ পায় রকস্টার গেমস এবং এগিয়ে চলে জিটিএ'র যাত্রা।
কিছুদিন পরেই আসে জিটিএ থ্রি যার নাম দেয়া হয় লিবার্টি সিটি। জিটিএ টু ও জিটিএ থ্রি এর গ্রাফিক্স, সাউন্ড ও গেমপ্লেতে থাকে আকাশ পাতাল পার্থক্য। জিটিএ সম্বন্ধে পুরো ধারণাই পাল্টে দেয় রকস্টার গেমস। নতুন গেমে যুক্ত হয় বড় বড় দালান, গাড়ি। এবং open-world gameplay। ওপেন ওয়ার্ল্ড গেমপ্লে হচ্ছে এই যে, এই গেমে আপনি মূল মিশনের বাইরেও অনেক কিছু করতে পারবেন। যারা জিটিএ সিরিজের একটি গেমও খেলেছেন, তারা তো জানেনই, এই গেমে আপনি চাইলেই ট্যাক্সি ড্রাইভারের কাজ করে টাকা রোজগার করতে পারেন, যা গেমে খুবই দরকারি। এছাড়াও অসুস্থ ব্যক্তিকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে প্রেরণ করার মত অনেক ছোটখাট উপকরণ আছে যা আপনাকে মাতিয়ে রাখবে।
লিবার্টি সিটির সফলতার পর আসে ভাইস সিটি। এর গ্রাফিক্স এত উজ্জ্বল ও মনোমুগ্ধকর হয় যে, পৃথিবীজুড়ে ভাইস সিটির সাথে প্রতিদ্বন্দিতা করার মত আর একটি গেমসও বাজারে থাকে না। ভাইস সিটির এই জনপ্রিয়তা এখনো বর্তমান। এখনো বাংলাদেশের বাজারে, ঘরে ঘরে ভাইস সিটির গেমস দেখা যায়। এতে গ্রাফিক্সের মান আরো উন্নত করা হয় বলেই মূলতঃ গেমটি এত জনপ্রিয়তা পায়।
এরপরই আসে বিখ্যাত স্যান অ্যাণ্ড্রিয়াস। যারা স্যান অ্যাণ্ড্রিয়াস খেলেছে, তারা ভাইস সিটির দিকে আর ফিরেও তাকায়নি। এতো অসাধারণ গ্রাফিক্স আর গেমপ্লে এনেছে এস.এ, যা না খেললে বোঝা অসম্ভব। এস.এ-ই প্রথমবারের মত পুরো একটি রাষ্ট্রের ম্যাপ নিয়ে আসে জিটিএ সিরিজের মধ্যে। যে রাষ্ট্রে থাকে তিনটি ভিন্ন ভিন্ন শহর। স্যান অ্যাণ্ড্রিয়াসে প্রথমবারের মত খেলোয়াড়দেরকে সাঁতার কাটার সুযোগ দেয়া হয়েছে যাতে গেম হয়ে গেছে আরো সহজ। এছাড়াও গেমে বাড়তি অনেক কিছু যেমন হেলিকপ্টার ও বিমানের সংখ্যা বাড়ানো হয়েছে। গেমে আনা হয়েছে বৈচিত্র্য। আর গেমের পরিবেশ সাজানো হয়েছে আমেরিকারই বেশ কিছু স্থানের ধাঁচে। যেমন ভাইনউড নামক স্থানটি তৈরি হয়েছে হলিউড এর ধাঁচে। এভাবে প্রায় প্রতিটি শহরই বাস্তব পৃথিবীর কোন না কোন শহরের অনুকরণে নির্মিত।
যাই হোক, জিটিএ এস.এ এর পর আসে ভাইস সিটি স্টোরিজ, লিবার্টি সিটি স্টোরিজ এবং সম্প্রতি বিশ্ব রেকর্ড গড়া জিটিএ ফোর। তবে যারা জিটিএ সিরিজের কোন গেমই খেলেন নি, তাদেরকে আগে এস. এ খেলার অনুরোধ করছি। যদিও এস.এ অনেক কঠিন একটি গেম। এর মিশন বাস্তবায়ন করতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। আবার আপনার শরীর-স্বাস্থ্য ভাল রাখার জন্য আপনাকে নিয়মিত দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে, গাড়ি চালাতে হবে ভাল স্কিলের জন্য ইত্যাদি আরো অনেক গেম-বহির্ভূত বিষয় আছে যা এর গেমারকে সহজেই আকৃষ্ট করতে সক্ষম হয়। এ ব্যাপারে পরে বলব, যদি কেউ কোন সমস্যায় পড়েন এই গেম নিয়ে, তাহলে মন্তব্য করতে পারেন। আমি সমাধান দেবার চেষ্টা করব। এবারে আসুন গেমকে সহজতর করে নেবার জন্য যে চীটকোডগুলো সাধারণত ব্যবহৃত হয়, সেগুলো জেনে নিই। নতুন গেমারদের প্রাথমিকভাবে এই চীটগুলো ব্যবহার না করাই ভাল। কারণ চীটকোডগুলো উদ্ভাবিত হয় এমন একটি পরিস্থিতির জন্য, যখন আপনি কোনভাবেই মিশন কমপ্লিট করতে পারছেন না। এছাড়াও চীটকোড অকারণেই প্রয়োগ করলে আপনি গেমের আসল মজা থেকে বঞ্চিত তো হবেনই। নীচে স্যান অ্যান্ড্রিয়াসের জনপ্রিয় ও জরুরি কিছু চীটকোড দেয়া হল।
গেমপ্লে চীটস
BAGOWPG = সবাই আপনাকে আক্রমণ করবে
FOOOXFT = সবাই অস্ত্র বহন করবে
IOJUFZN = শহরময় দাঙ্গা বেঁধে যাবে
প্লেয়ার চীটস
HESOYAM = স্বাস্থ্য, আর্মর ও $250k
GOODBYECRUELWORLD = আত্মহত্যা
WANRLTW = অসীম বুলেট। কোন রিলোডিং ছাড়াই গোলাগুলি চালিয়ে যেতে পারবেন এই চীটের মাধ্যমে
NCSGDAG = সব অস্ত্রের উপর সর্বোচ্চ দক্ষতা অর্জন
VQIMAHA = সব গাড়ির উপর সর্বোচ্চ ড্রাইভিং দক্ষতা
JYSDSOD = সর্বোচ্চ মাসল
OGXSDAG = সর্বোচ্চ সম্মান
ROCKETMAN = জেট বহন করবেন। এটি ব্যবহার করে আপনি আকাশে উড়তে পারবেন *
AIYPWZQP = প্যারাশুট পাবেন
LXGIWYL = প্রথম লেভেলের অস্ত্রশস্ত্র
KJKSZPJ = দ্বিতীয় লেভেলের অস্ত্রশস্ত্র
UZUMYMW = সর্বোচ্চ লেভেলের অস্ত্রশস্ত্র (রকেট লাঞ্চার সহ)
পুলিশ চীটস
AEZAKMI = পুলিশ কখনোই ধরবেনা / কখনোই ওয়ান্টেড লেভেল আসবে না **
ASNAEB = ওয়ান্টেড লেভেল থেকে মুক্তি পাবেন ***
OSRBLHH = দু'স্টার ওয়ান্টেড লেভেল বাড়বে
LJSPQK = সর্বোচ্চ ওয়ান্টেড লেভেল
গ্যাঙ চীটস
SJMAHPE = 9mm বহনকারী যে কাউকে রিক্রুট করতে পারবেন ****
ZSOXFSQ = RPG বহনকারী যে কাউকে রিক্রুট করতে পারবেন ****
BIFBUZZ = লোকাল গ্যাঙ সদস্যদের সর্বত্র বিচরণ
Spawning চীটস
EEGCYXT = Spawn Dozer
RZHSUEW = Spawn Caddy
OHDUDE = Spawn Hunter
JUMPJET = Spawn Hydra
AGBDLCID = Spawn Monster
AKJJYGLC = Spawn Quadbike
JQNTDMH = Spawn Rancher
PDNEJOH = Spawn Racecar
VPJTQWV = Spawn Racecar #2
AIWPRTON = Spawn Rhino
AQTBCODX = Spawn Romero
KRIJEBR = Spawn Stretch
URKQSRK = Spawn Stuntplane
AMOMHRER = Spawn Tanker
UBHYZHQ = Spawn Trashmaster
KGGGDKP = Spawn Vortex
আবহাওয়া চীটস
AUIFRVQS = বৃষ্টি আবহাওয়া
MGHXYRM = বিদ্যুৎ চমকানো সহ ঝড়
CWJXUOC = বালিঝড়
OFVIAC = কমলা রঙ্গের আকাশ
ICIKPYH = অত্যন্ত রোদেলা আবহাওয়া
চীট ব্যবহারঃ ক্যাপস লক অন থাকুক আর অফ থাকুক সেটা কোন বিষয় না। গেমপ্লের নরমাল মোডে অর্থাৎ কোথাও দাঁড়িয়ে আছেন বা গাড়িতে বসে আছেন এমন অবস্থায় কীবোর্ড ব্যবহার করে অক্ষরগুলো চাপুন। শেষ হলে এন্টার প্রেস করার প্রয়োজন নেই। আপনার চীট সঠিক হলে স্ক্রীনের উপরের বাম পাশে Cheat Activated মেসেজ দেখতে পাবেন।
* এই চীটটি ব্যবহার করলে আপনার পিঠে উড়ার উপযোগি একটি যন্ত্র বসিয়ে দেয়া হবে। খেলা চলাকালীন সময়ে কোন চিপায় পড়ে গেলে উঠার জন্য এটি খুবই কার্যকর। চীট দেবার পর আপনি যখন এটি পাবেন, তখন স্পেস প্রেস করে উপরে উঠতে পারবেন, অ্যারো কী ব্যবহার করে ডান-বাম মুভ করতে পারবেন। আর কাজ শেষ হয়ে গেলে গাড়ির মতই এন্টার প্রেস করে ছেড়ে দিতে পারবেন।
** এই চীটটি ব্যবহার না করাই শ্রেয়। কারণ এটি ব্যবহারের ফলে আপনি স্যান অ্যান্ড্রিয়াসের গেমের মূল থেকেই সরে যাবেন। তবে মূল খেলা বাদ দিয়ে এমনিতে ফ্রি-হ্যান্ড-গেমপ্লে'র জন্য এটি ব্যবহার করতে পারেন।
*** সাধারণত পুলিশ ধরলেই আপনার ওয়ান্টেড লেভেল শুরু হয়। যত স্টারেরই হোক না কেন, চীটটি ব্যবহার করে আপনি সব স্টার মুছে ফেলতে পারবেন। তবে পুলিশ ধরলেই বা ওয়ান্টেড লেভেলে পড়লেই এটি ব্যবহার করে বসবেন না। আগে নিজে চীটের সাহায্য ছাড়া পালিয়ে বাঁচার চেষ্টা করুন। কারণ, গেমে এমন কোন মুহুর্তের মুখোমুখি হতে পারেন, যখন কোন চীটই কাজে আসবে না। তখন কিন্তু গেমে এগোনো মুশকিল হয়ে পড়বে।
**** রিক্রুট করতে হলে মাউসের রাইট ক্লিক করে হোল্ড করুন। এই সময় হাতে কোন না কোন অস্ত্র থাকা বাঞ্ছনীয়। চীট প্রয়োগের পর যাকে রিক্রুট করতে চান, তার উপর শুটার তাক করে R অথবা G প্রেস করুন। ব্যস, সে আপনার পক্ষে কাজ করবে।
এছাড়াও আরো অনেক চীটকোড আছে যা ব্যবহার করে আপনি স্যান অ্যান্ড্রিয়াসকে একদম পানির মত সোজা করে খেলতে পারবেন কিন্তু মজা পাবেন না। গেমসের আসল মজাই নষ্ট হয়ে যায় চীটের ব্যবহারে। চীট শুধু নিরুপায় অবস্থায় ব্যবহার করুন। অন্যথায় নয়। সর্বাবস্থায় চেষ্টা করবেন কীভাবে চীটের ব্যবহার না করা যায়। যত চীট কম ব্যবহার করবেন, ততই গেমে আপনি দক্ষ হয়ে উঠবেন। তাই রিয়েল প্লেয়ার গেম খেলার চেষ্টা করুন। গেমের আসল মজা উপভোগ করুন। আর কোন সমস্যা হলে মন্তব্যের ঘর তো আছেই!
আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমিনুল ভাইয়া আমাকে একটু জানাবেন please কোথায় পাব bangla GTA vice city আমি যেহেতু কাতারে থাকি এখানে অনেক খোজাখুজি করেছি পাওয়া যাইনি , প্লিস help me
best regardrd imran
vai GTA LIBERTY CITY er cheat code gula thakle amar maile ektu pathan.
[email protected] ppppppllllllllssssssssssss
মন্তব্য আমন্ত্রিত।