Commandos গেমসের নতুন ভার্সন Strike In Narrow Path চিটকোড সহ (আপডেট)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

পৃথিবীতে যতগুলো Strategy Action গেমস রয়েছে নিসন্দেহে সেগুলোর মধ্যে Commandos অন্যতম। এর বিশেষ কিছু দিক যেগুলো কৌশলগত কারনে মানুষের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে। Commandos- এর প্রথম পর্ব Commandos Behind Enemy Lines মানুষের মাঝে ব্যপক সাড়া ফেলেছিল। এখনও প্রতিদিন এই গেমসের নতুন নতুন ভক্ত তৈরি হচ্ছে। যেহেতু আমি নিজেও এই গেমসের বিশেষ ভক্ত তাই আজ এই গেমস নিয়েই টিউনটি সাজানো হয়েছে। এই গেমসটি ১৯৯৯ সালে রিলিজ হয়ে মানুষের মাঝে ব্যপক সাড়া ফেলেছিল। এর ফলে কোম্পানীটি পরবর্তীতে Commandos 2: Men of Courage এবং Commandos 3: Destination Berlin যথাক্রমে ২০০১ ও ২০০৩ সালে নতুন ভার্সন হিসেবে মুক্ত করে। দ্বিতীয় ভার্সনটিও মানুষ স্বাদরে গ্রহন করে তবে তৃতীয় ভার্সনটি মানুষকে তেমন আকর্ষীত করতে পাবে না। কেননা তৃতীয় ভার্সনটি ১ম ও ২য় ভার্ষন থেকে সম্পূর্ন আলাদা ছিল। ৫ম ভার্সনে তারা উচ্চমানের কম্পিউটারের জন্য বিশেষভাবে তৈরি করে। সেটিও মানুষকে তেমন আকর্ষিত করতে ব্যর্থ হয়। এখন তারা পুনরায় প্রথম ভার্ষনের মত গেমস তৈরি করছে। আশা করা যায় সর্বশেষ ভার্ষনটি Strike In Narrow Path ও মানুষের মাঝে ব্যপকভাবে সাড়া ফেলতে সক্ষম হবে।

Behind Enemy Lines

২০ টি মিশন নিয়ে প্রথম গেমসটি সাজানো হয়েছে। তবে যারা চিটকোডের সাহায্যে গেমসটি পরখ করে দেখতে চান তাদেরও বিষয়টি নিয়ে নিচে আলোচনা করা হবে। আশা করি গেমসটি আপনাদের কাছে ভাল লাগবে।

Commandos 2 Beyond The Call Of Duty

Commandos: Strike In Narrow Path

গেমসটি এখনও পুরোপুরি বানানো হয় নি। তবে এর ৬টি মিশন পুরোপুরি ভাবে খেলার উপযোগী করা হয়েছে। আপনি এখনই গেমসটি ডাউনলৌড করে খেলতে পারবেন। এদের চিন্তা ভাবনা রয়েছে ২০টি মিশন যুক্ত করা এই গেমসে। বিস্তারিত জানতে পারবেন এই সাইট থেকে

এখান থেকে ডাউনলোড করে মেইন ফাইলটা ইনস্টল করুন এবং মিশনগুলো ইনস্টল করুন।

নতুন মিশন আসলে আপনি এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে গেমটি উপভোগ করতে পারবেন।

সকলকে ধন্যবাদ............................

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আবার টিউন করতে ফিরে আসার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ 🙂

ধন্যবাদ

প্রিয়তে রাখলাম। কমান্ডোজ সিডি খুঁজছিলাম বহুদিন ধরে। এবার নেটে পেলাম। চীটকোড খুঁজে বের করতে হবে। আমি আমার চীটকোড ছাড়া গেম কমই পারি। বাস্তব জীবনে তো চিটিং করতে পারি না, তাই গেমেই 😉

    আরে সজীব নাকি, কি খবর ভাই?

এই গেমটা আমি খেলতে পারিনা। কিছুই বুঝিনা।

    শুধুমাত্র চিটকোড চালু করে Ctrl + I চাপ দাও তাহলে তুমি আর মারা যাবে না। পরে আস্তে আস্তে খেলাটি শিখে নিও

Level New

ওনেক খেলতাম এক সময়, ভাল হয়েছে

Level 0

narrow path কততম ভার্সন? commondos 5 এর পরের নাকি আগের?

    ভাই এটা নতুন ভার্সন এখনও পুরোপুরি রিলিজ হয় নি। মাত্র ৬টি মিশন ডেভেলপারগন শেষ করেছেন আরও প্রায় ১৪টি মিশন বাকি আছে। পরে রিলিজ করা হবে। এটি রিলিজ হলে commondos এর ষষ্ঠতম ভার্সন হবে। ধন্যবাদ………….

    Level 0

    স্ট্রাটেজি নাকি ফার্স্ট পার্সন? দেখে তো স্ট্রাটজি মনে হচ্ছে।

Level 0

একটা question ছিল। আমরা যখন dvd তে গেম কিনি তখন গেম এর size অনেক বড় হয়। কিন্তু এতা মাত্র 42mb. how is it possible?

    ডাউনলোড করেই দেখে নিন। আর ডিভিডিতে তো আর এইরকম একটি গেমস থাকে না রে ভাই।

    Level 0

    এটার সাইজ তো মাত্র ৪৩ mb. level গুলাও বেশি বড় না। কিন্তু destination berlin game টার সাইজ ছিল 1Gb এর উপর। so i asked about it. anyway, i'm downloading. hope it'll be good 🙂
    nice tune for classic gamers 🙂

Level 0

এতা তো BEHIND ENEMY LINES ই। just with some new levels. not even BEYOND THE CALL OF DUTY 🙁

    tech_no ভাই এটা BEYOND THE CALL OF DUTY না কেননা এই মিশনগুলো নতুনভাবে তৈরি করা হচ্ছে শুধুমাত্র Strike In Narrow Path এর জন্য। এই রকম আরও ১৪টি মিশন ওই গেমসে অন্তর্ভুক্ত করা হবে আশা করি ব্যপারটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ……………………

    Level 0

    actually i meant গেম এর feather গুলা। beyond the call of duty তে জেই gameplay ছিল এটাতে তাও নাই 🙁

ভাই Commandos আমার খুব প্রিয় গেমেস অনেকদিন দঢ়ে গামেস খুজ ছিলাম কিন্তু পাছিলাম না। সুবিদা হল আগের ভার্সন পেলে ভাল হত। থ্যাংকস

আমি গেম খুবই কম খেলি। কিন্তু এই সিরিজটা ওয়ান অফ মাই ফেভারিট গেম। রাত জেগে জেগে খেলেছি – বিহাইন্ড এনিমি লাইনস (কমান্ডোজ ১), বিয়ন্ড দ্য কল অফ ডিউটি (কমান্ডোজ ১ এক্সপানশন), মেন অফ কোওরেজ (কমান্ডোজ ২), ডেসটিনেশন বার্লিন (কমান্ডোজ ৩)। এরপরের সিরিজগুলো আর খেলিনি। কারণ আমার স্ট্র্যাটেজি স্টাইল ভালো লাগে, ফার্স্ট পারসন শুটার নয়। আপনার টিউনটি পড়ে আবার পুরানো স্মৃতি ফিরে পেলাম। আগে মা বকা দিত, এখন হয়তো বউ দিবে। দেখা যাক কি হয়। ও, আর একটি গেমের কথা না বললেই নয়, সেটি হলো ডেসপারাডোস : ওয়ান্টেড ডেড অর এলাইভ। কমান্ডোজ থেকেও এটি বিশেষ কঠিন আমার মনে হয়। টিউনারকে বলল, এ ধরনের আর কোনো গেমের নাম জানা থাকলে অনুরোধ রইল জানান।

Level 0

হাসিব ভাই কি একটু হেল্প করতে পারবেন? Men of courage game টা খুজতিসি। ওইটার লিঙ্ক share করলে খুব ভাল হয়।

    আমি পেলে আপনাকে জানাব। ধন্যবাদ

অভিনন্দন নম্বর ১ হাসিব!

Level 0

vaiya , ami actually new user.
so buztesi na kothai ki likhbo.
ami jante chassilam kivabe onek gule e-mail address khola jai kom somoye,that means every time ami information dite chassi na.pls help me.

I love commandos game. ei series-er sob gulo collection amar kache ase

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গেমের টিউন করার জন্য। Behind Enemy Lines এই গেমটি সেভ করলে সেভ হয় না।

Commandos 2 Beyond The Call Of Duty সেভ অপশন Hide করা।

গত ২০০১ সাল থেকে এই গেমটির আমি খুব ভক্ত। কিন্তু, গেমটির এ পর্যন্ত কোন সিডি, কালেকশনে save optionটি পাইনি, তাই খেলার আগ্রহ কমে গিয়েছিল কিন্তু সেদিন আপনার এই টিউনটি দেখে আগ্রহী হয়ে ডাউনলোড করলাম। কিন্তু save পেলাম ঠিকই কিন্তু save হয় না। কারণ, save না হলে তো গেমের মজাই নাই। Please, একটু help করেন। চিটকোড দিয়ে খেললেও মজা পাই না। তাই ……. প্লিজ….

Level 0

আমি এ গেমটির বিশেষ ভক্ত। আমি Commandos behind the enimy lines বাদে সবগুলো চিটকোড ছাড়া শেষ করেছি। সেভ করার জন্য reg অথবা .reg নামের ফাইলে Double Click করেন । বাজারে প্রাপ্ত CD গুলোতে সমস্যা করে। পারলে টরেন্ট থেকে নামিয়ে খেলতে পারেন। আমি ও তাই করেছি ।