পৃথিবীতে যতগুলো Strategy Action গেমস রয়েছে নিসন্দেহে সেগুলোর মধ্যে Commandos অন্যতম। এর বিশেষ কিছু দিক যেগুলো কৌশলগত কারনে মানুষের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে। Commandos- এর প্রথম পর্ব Commandos Behind Enemy Lines মানুষের মাঝে ব্যপক সাড়া ফেলেছিল। এখনও প্রতিদিন এই গেমসের নতুন নতুন ভক্ত তৈরি হচ্ছে। যেহেতু আমি নিজেও এই গেমসের বিশেষ ভক্ত তাই আজ এই গেমস নিয়েই টিউনটি সাজানো হয়েছে। এই গেমসটি ১৯৯৯ সালে রিলিজ হয়ে মানুষের মাঝে ব্যপক সাড়া ফেলেছিল। এর ফলে কোম্পানীটি পরবর্তীতে Commandos 2: Men of Courage এবং Commandos 3: Destination Berlin যথাক্রমে ২০০১ ও ২০০৩ সালে নতুন ভার্সন হিসেবে মুক্ত করে। দ্বিতীয় ভার্সনটিও মানুষ স্বাদরে গ্রহন করে তবে তৃতীয় ভার্সনটি মানুষকে তেমন আকর্ষীত করতে পাবে না। কেননা তৃতীয় ভার্সনটি ১ম ও ২য় ভার্ষন থেকে সম্পূর্ন আলাদা ছিল। ৫ম ভার্সনে তারা উচ্চমানের কম্পিউটারের জন্য বিশেষভাবে তৈরি করে। সেটিও মানুষকে তেমন আকর্ষিত করতে ব্যর্থ হয়। এখন তারা পুনরায় প্রথম ভার্ষনের মত গেমস তৈরি করছে। আশা করা যায় সর্বশেষ ভার্ষনটি Strike In Narrow Path ও মানুষের মাঝে ব্যপকভাবে সাড়া ফেলতে সক্ষম হবে।
২০ টি মিশন নিয়ে প্রথম গেমসটি সাজানো হয়েছে। তবে যারা চিটকোডের সাহায্যে গেমসটি পরখ করে দেখতে চান তাদেরও বিষয়টি নিয়ে নিচে আলোচনা করা হবে। আশা করি গেমসটি আপনাদের কাছে ভাল লাগবে।
গেমসটি এখনও পুরোপুরি বানানো হয় নি। তবে এর ৬টি মিশন পুরোপুরি ভাবে খেলার উপযোগী করা হয়েছে। আপনি এখনই গেমসটি ডাউনলৌড করে খেলতে পারবেন। এদের চিন্তা ভাবনা রয়েছে ২০টি মিশন যুক্ত করা এই গেমসে। বিস্তারিত জানতে পারবেন এই সাইট থেকে।
এখান থেকে ডাউনলোড করে মেইন ফাইলটা ইনস্টল করুন এবং মিশনগুলো ইনস্টল করুন।
নতুন মিশন আসলে আপনি এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে গেমটি উপভোগ করতে পারবেন।
সকলকে ধন্যবাদ............................
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
আবার টিউন করতে ফিরে আসার জন্য ধন্যবাদ।