আশাকরি আপনারা ভালো আছেন, আবার একটি নতুন টিউনে আপনাদের স্বাগতম, আজকের টিউনটি 10 এমবির মধ্যে সেরা পাঁচটি অ্যান্ড্রয়েড গেম নিয়ে তো চলুন শুরু করা যাক,
বর্তমানে অনেক বড় বড় গেম প্লে স্টোরে পাওয়া যায় তবুও যদি আপনার মোবাইলে অল্প স্পেসে বড় ধরনের মজা নিতে চান তাহলে আজকের টিউনটি আপনার জন্য, আপনি জেনে অবাক হবেন যে মাত্র 10 এমবির মধ্যে এত ভালো মানের গেম পাওয়া যায়, এবং এগুলো আপনি আপনার মোবাইলে খুব সহজেই আরামের সাথে খেলতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক
- প্রথমে সবচেয়ে বেস্ট টা দিয়েই শুরু করা যাক গেমটির নাম Mekorama size 9.36Mb একটি অসাধারণ Puzzle game এটি আপনার মস্তিষ্কের বিকাশ তো ঘটবেই সাথে সাথে আপনি বুঝতেও পারবেননা আপনার সময় কোনদিক দিয়ে চলে যাচ্ছে গেমটি যে একটি রোবট থাকবে তাকে দিয়ে আপনাকে বিভিন্ন কাজ করাতে হবে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর পথে বিভিন্ন বাধা আসবে যেগুলি আপনার বুদ্ধি ব্যবহার করে সমাধান করতে হবে, আপনি এই গেমটি না খেললে বুঝতেই পারবেননা এটা একটা অসাধারণ গেম, এটিতে 25 টি নতুন লেভেল রয়েছে,
- এই গেমটির নাম হলো Modern Sniper size 9.6Mb এটি একটি শুটিং গেম এই গেমটিতে 50 টি ক্রাইম শুটার মিশন আছে এবং গেমটির গ্রাফিক্স ও খুব ভালো দেখে মনেই হবেনা এই রকম একটা মাত্র 9.6 এমবিতে পাওয়া যায়, আরো মজার বিষয় হলো এটিতে 6 টি আলাদা আলাদা ম্যাপ এবং শুটিং লোকেশন আছে সাথে আরো 7 টি রিয়েল-ওয়ার্ল্ড ওয়েপন্স
- এই গেমটির নাম pinball pro size 6.9Mb এই গেমটির গ্রাফিক্স অসাধারণ এবং এটি খেলে আপনি বাস্তবে pinball খেলার মতো ফিলিংস পাবেন, এটিতে রয়েছে পাঁচটি আলাদা আলাদা টেবিল এবং অসাধারণ সাউন্ড এফেক্ট
- এই গেমটির নাম knock down size 4.1 Mb আপনারা যদি Angry bird খেলে থাকেন তাহলে আর বলার কিছু নাই একদম সেইম শুধু লেভেল কিছুটা কম এই গেমে লেভেলের সংখ্যা 70 টি
- এই গেমটি প্রায় সবার কাছে পরিচিত একটি গেম সেটি হলো Dr. Driving size 12Mb(2 এমবি বেশি)এটি একটি ড্রাইভিং simulator গেম এই গেমটির গ্রাফিক্স খুব ভালো আপনি যদি ড্রাইভিং করতে পছন্দ করেন কিংবা রাস্তায় জোরে গাড়ি চালিয়ে turn নিতে পছন্দ করেন তাহলে অবশ্যই এই গেমটি খেলবেন
তো এই ছিল 10 এমবির মধ্যে সেরা পাঁচটি গেম আশাকরি আপনাদের ভালো লাগবে, আজ এখান থেকেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ
সৌজন্যে : Sagor The Gamer