এটিআই নাকি এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড কিনবেন? আসলে ভালো কোনটি?

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

বিশ্বের কম্পিউটার এবং টেকনোলজির সব প্রতিযোগীতাই কেন জানি দুই গ্রুপের মধ্যে বিভক্ত। অপারেটিং সিস্টেমে যেমন উইন্ডোজ বনাম লিনাক্স, প্রসেসরে আবার ইন্টেল-এএমডি। তেমনি গ্রাফিক্স কার্ড দুনিয়াও দুই ভাগে বিভক্ত হয়ে আছে এটিআই আর এনভিডিয়ার সৌজন্যে। অনেকেই গ্রাফিক্স কার্ড কিনতে যেয়ে দ্বিধাদ্বন্দে ভুগেন যে কোনটি আসলে ভাল? এটিআই? নাকি এনভিডিয়া? প্রযুক্তি সংশ্লিষ্ট অনেকেরই বিশ্বাস চলমান সব প্রতিযোগীতার মধ্যে এটিআই আর এনভিডিয়ার চলমান যুদ্ধই সবচেয়ে বেশি আকর্ষণীয়। কেননা গত প্রায় ১৫ বছর ধরেই কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। যদিও এখন আর এটিআই বলে ডাকার উপায় নেই। কেননা ২০০৬ সালে এএমডি কানাডিয়ান এটিআই কোম্পানীকে কিনে নেয়।

শুরু থেকেই শুধু পিসি না, বরং মোবাইল, কনসোল, সেট টপ বক্স থেকে শুরু করে বিভিন্ন ডিভাইসে সমানতালে লড়ে আসছে এটিআই আর এনভিডিয়া। যদি আমরা থ্রিডি গ্রাফিক্স কার্ডের শুরুর কথা ধরি তাহলে নাম চলে আসবে এনভিডিয়ার রিভা ১২৮, রিভা টিএনটি২ এর কথা। এটিআই তখন বের করেছিল রেজ এবং রেজ ১২৮। যদিও প্রথম আধুনিক গ্রাফিক্স কার্ড তৈরির কৃতিত্ত্বটা আসলে এনভিডিয়ারই, মডেল ছিল জিফোর্স ২৫৬। তারপর এটিআই বের করে রেডিয়ন ২০০০ সিরিজ। সেই থেকে শুরু, এখনো চলছে। আজ এটিআই এগিয়ে তো কাল এনভিডিয়া।

২০০৪/০৫ এর দিকে এনভিডিয়া সর্বপ্রথম এক মাদারবোর্ডে একাধিক গ্রাফিক্স কার্ড লাগানোর পদ্ধতি, এসএলআই বাজারজাত করে। এটিআইও সেটা কপি করতে সময় নেয়নি। তারা সাথেসাথেই বের করে ক্রসফায়ার টেকনোলজি।

২০০৮ সালে দুনিয়া দেখে ফেলে এক বড় পরিবর্তন। বিগত বছরগুলার সিরিজের ধারাবাহিকতা থেকে বের হয়ে এএমডি বের করে রেডিয়ন এইচডি ৪০০০ সিরিজ। এনভিডিয়াও তার জবাব দেয় জিফোর্স জিটিএক্স ২০০ এর মাধ্যমে। তবে ডাইরেক্ট এক্স ১১ সাপোর্টেড গ্রাফিক্স কার্ড বের করার প্রথম কৃতিত্ত্ব এটিআই তথা এএমডির। ২০১০ সালে বের করা রেডিয়ন এইচডি ৫০০০ প্রথম ডিএক্স ১১ সাপোর্টেড কার্ড। তারপর এর জবাবে এনভিডিয়া বের করে জিটিএক্স ৪০০ সিরিজ। ডেস্কটপের জন্য এএমডির সর্বশেষ চীপসেট হচ্ছে ৬৯৯০ এবং এনভিডিয়ার হচ্ছে জিটিএক্স ৫৯০।

সুতরাং বলাই যায় এএমডি কিনবেন নাকি এনভিডিয়া এটা একান্তই আপনার সিদ্ধান্ত। দুটোই সমান ভালো, পারফরম্যান্স নির্ভর করবে চীপের উপর। তবে বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে সমতূল্য চীপের এএমডি এর চেয়ে এনভিডিয়ার গতি এবং দাম দুটোই বেশি। এখানেও সিদ্ধান্ত আপনারই।
প্রথম প্রকাশ

Level New

আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ জানানোর জন্য । আচ্ছা , আমার মাদারবোর্ড ইন্টেল এর DG41RQ এ ডিডিআর-৩ গ্রাফিক্স কার্ড সাপোর্ট করবে কি?
জানালে ভাল হত……………।

    Level New

    ব্যাপারটা DDR3 এর নির্ভর করবে না নির্ভর করবে আপনার মাদারবোর্ডে পিসি আই এক্স১৬ স্লট আছে কিনা। এই মডেলে আছে। সুতরাং পাওয়ার সাপ্লাই এর ভিত্তি করে বাজেট অনুসারে গ্রাফিক্স কার্ড কিনতে পারেন।

    বেচে গেলাম, আছে!(One PCI Express* x16 connector supporting PCI Express graphics
    cards)
    এখন এনভিডিয়া ১gb কিনবো, ৫-৭ হাজার এর মধ্যে।
    আবারো ধন্যবাদ…।

    Level New

    এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ২XX কিংবা জিফোর্স ৯৬০০/৯৮০০ দেখতে পারেন এই দামের মধ্যে পান কিনা।

    গিগাবাইট গ্রাফিক্স কার্ড এ এনভিডিয়া জিফোর্স থাকে না?

    Level New

    এনভিডিয়া এবং এটিআই দুটোই থাকে।

    আপনাকে অনেক বিরক্ত করলাম।
    অনেক ধন্যবাদ, আলোচনা আপাতত শেষ।
    বিদায়…………………………।

আমার মতে nvidia best. 3d graphics card এর দিক থেকে nvidia প্রথম। তবে এইটা ঠিক ati একটু বেশি powerful.কিন্তু graphics quality থেকে nvidia best. আর এই কারনেই ২০১০ সালে nvidia gtx 460 product of the year-এ ৩২নং-এ আর ati radeon hd 5870 ৫৮-নং এ।আর ভাল ভাল সেরা graphics এর games সবসমায় nvidia cheap suggest করে।কিন্তু বাজারে দুইটা কোম্পানি-ই সমানভাবে প্রতিদন্দিতা করে চলছে। 🙂

    Level New

    সেটাই, খুবই জটিল কাজ সেরা কার্ড বাছাই করাটা। কেননা এটা বর্তমানে অনেকটাই নির্ভর করে কার্ড নির্মাতার উপর। একই চীপসেটের গ্রাফিক্স কার্ডে যে আবার কতো ভেরিয়েবল যোগ করে কোম্পানীগুলা! মাথা ঘুরিয়ে দেবার মতো!

n-vidia 1gb graphics কত নিবে ভাই । ভালো এবং নতুন মডেল । আমি 3D এর কাজ আর মাঝে মাঝে high quality game খেলি । একটু সাজেশন দেন !

    Level New

    ভাই পুরোটাই চীপসেটের উপর নির্ভর করে। চার হাজার টাকাও হতে পারে, আবার চল্লিশ হাজার টাকাও হতে পারে। আপনার বাজেট বলুন, দেখি কিছু মন্তব্য করা যায় কিনা।

    মেমোরি কত সেটা ব্যাপার না সবসময়। ATI HD 5450, 5470, 5890 সবই ১গিগা মেমোরি এর। কিন্তু অনেক ব্যাপার আছে। 5450 এর চেয়ে 4670 বেশি Energy Efficient. আবার ৫৮৯০ এর এঞ্জিন ক্লক স্পীড অনেক বেশি। এর ডাটা থ্রো রেট ও অনেক (GDDR5). তাই যেটার ক্লক স্পীড বেশি আর ডাটা রেট বেশি সেটা কিন। আমি ATI কিনতে বলব, কারণ এরা Pixel Shader 5.0 দিচ্ছে। ইতমধ্যে 4.1 PixelShader supported game তৈরী হচ্ছে। nVIDIA 4.0 এর বেশি দায়না কখনোই। 🙂 আর ATI তে ফুল DirectX 11 সাপোর্ট আছে 🙂

    Level New

    ATI এর পক্ষে আরেকটা যুক্তি আছে। বর্তমানের বেশিরভাগ নতুন মাদারবোর্ড ক্রসফায়ার সাপোর্ট করে, এসএলআই করে না। সুতরাং গেমারদের জন্য ATI এই দৃষ্টিকোণ থেকে ভালো হবে।

    নতুন মাদারবোর্ড ক্রসফায়ার সাপোর্ট করে = ??? একটা মাদারবোর্ডে তো একটাই PCIe Slot থাকে। ক্রসফায়ার ব্যাবহার করতে চাইলে বিশেষ ধরণের মাদারবোর্ড কিনতে হবে বলে যতদুর জানি। আমি তো আর ইনটেল DG41RQ, DG41WV, গিগাবাইট বা ফক্সকনের মাদারবোর্ডে ক্রসফায়ার ব্যাবহার করতে পারবনা। আর অত পাওয়ার সাপ্লাই দিতে গেলে তো মাস্ট ৪৫০০টাকা দিয়ে এক্সাক্ট ৮০০ওয়াট পাওয়ার সাপ্লাই কিনতেই হবে।

    @শাওন ভাই।আপনি মনে হয় জানেন না nvidia অনেক আগেই pixel shader 5 এর graphics card বের করেছে।যদিও Ati এর পরে।আর অনেক motherboard-এ sli support করে। যেইগুলা আমাদের দেশে import করা হয় না।

    Level New

    ইন্টেলের নতুন ২ সকেট ১১৫৬,১৩৬৬ এবং ১১৫৫ সকেটের প্রায় সব মাদারবোর্ডের ২-৬টি পিসিআই স্লট থাকে যেগুলাতে এক্স১৬ গ্রাফিক্স কার্ড লাগানো যায়। সুতরাং বলা যায় নতুন যারা কম্পিউটার কিনছেন তারা চাইলে সবাইই একাধিক গ্রাফিক্স কার্ড চালাতে পারবেন। এটিআই বিভিন্ন মাদারবোর্ড কোম্পানীর সাথে চুক্তি আগেভাগেই করে এনভিডিয়া এসএলআই কে আউট করে দিয়েছে।
    @ শরীফ ভাই, হ্যা ঠিকই বলেছেন, আমাদের দেশে আমদানী হওয়া নতুন সব মাদারবোর্ড শুধু ক্রসফায়ার সাপোর্টেড।

Level 0

আমার মতে ATI best
AMD/Gigabyte Radeon HD 5770 (1GB) কত নিবে?

    Level New

    গিগাবাইটের ৫৭৭০ বর্তমানে বাংলাদেশের মার্কেটে খুব সম্ভবত নেই। দাম মনে হয় ১২০০০ টাকার কাছাকাছি হতে পারে। সঠিক বলতে পারছি না। ইউসিসি কম্পিউটার্সে ফোন করে জানতে পারেন।

আমার মতে এটিআই বেস্ট । আমি বর্তমানে এটিআই ৫৮৫০ ব্যবহার করি যার পারফরমেন্স অসাধারন ।

Level 2

Nvidia is the best. motherboard e j built in graphics card thake ta ki vabe update korte hoy, janale upokrito hobo or update korle kono love hoy ki na?

    Level New

    মাদারবোর্ডের বিল্ট ইন গ্রাফিক্স আপগ্রেডের উপায় নেই। আপনি শুধু বায়োস থেকে এটির মেমোরির পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন।

    upgrade কইরা কন লাভ হয় না।

আপনার টিউন দেখে অবাক হলাম। ভাবলাম যে অনেক বর্ণনা দিবেন। আসলে তো আপনার ব্লগের একটা টুকরা দিলেন। অপারেটিং সিস্টেম মাত্র ২টা কে বলল? তাহলে ম্যাক, আইবিএম কী? আর ডাটা থ্রো রেট, পাওয়ার কনসাম্পশান, ইঞ্জিন ক্লক স্পিড, ট্রানজিস্টর নাম্বার ইত্যাদি কিছুই বর্ণনা না করেই উপদেশ দিলেন কীভাবে গ্রাফিক্স কার্ড কিনবেন?

    আর বায়স্টার, এমএসআই, ফক্সকন এরাও কিন্তু জিপিউ তৈরী করে। আসুসের ভিডিও কার্ড বেশ পরিচিত কারণ সেগুলা ফ্যাক্টরী থেকেই ওভারক্লকিং করা থাকে।

    Level New

    আপনার অভিযোগ কিছুটা স্বীকার না করে পারছি না। আসলে এটা একটা সম্পূর্ণ লেখার অংশ। এবং এই অংশে শুধু আমি গ্রাফিক্স কার্ডের দুই কোম্পানী নিয়ে বলেছিলাম গ্রাফিক্স কার্ড টপিকের মধ্যে। লেখাটি মাসিক টেকনোলজি টুডের এপ্রিল সংখ্যা ‘আপনার জন্য গেমিং পিসি’র প্রচ্ছদ রচনার অংশ।
    তবে দুই কোম্পানীর মধ্যে যুদ্ধ বলতে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু প্রধান নির্মাতা দুইজনই- এটাকেই বুঝানো হয়েছে।
    আর আমি গ্রাফিক্স কার্ড কেনার জন্য পরামর্শ দিয়েছি এটা বলবো না। আপনি গ্রাফিক্স কার্ড কেনার জন্য মনস্থির করেছেন, মোটামুটি তথ্য জেনেছেন- এরপর শুধু দুই প্রধান চীপসেট নির্মাতার কিছু দিক জানার জন্যই এই টিউন। কখনোই এই লেখা সম্পূর্ণ গাইড লাইন না।

তিন থেকে চার হাজারের মধ্যে ভালো মানের গ্রাফিক্স কারড কেমন হবে?

    Level New

    ATI 5450 ৫১২ মেগাবাইট দেখতে পারেন, দাম তিন হাজার। আর ATI 5450 1 GB DDR3 এর দাম ৪০০০ টাকার মতো।

কাজে লাগার মতো তথ্য সমৃদ্ধ টিউন। এ রকম আরো চাই।

আমার মতেও এটিআই বেস্ট ।

Level New

আপডেটঃ বর্তমানে গ্রাফিক্স চীপে এটিআই এর মার্কেট শেয়ার ২৪.৮%, এনভিডিয়ার ২০%। ১ বছর আগে যা ছিল যথাক্রমে ২১.৫% এবং ২৮%।
আর ৫০% এর উপর শেয়ার ইন্টেলের।

Guys,
Using a xfx radeon 5770 for 3 months and it proves itself as a beast. Ati is preferable if u concern about power consumption and horse power. Take a look at toms hardware or furmark site for actual benchmarking rating on particular game title and gpu stress taste.
Here always remember one thing. Using a expensive and powerful gpu makes ur gaming experience slightly speedy and satisfactory viewing joy. U can play almost all titles in a 5000-7000tk range cards(my friend just finished crysis 2 on those, even a old one). So saving some money comes handy in this regard. Its not a matter how powerful it is, they get aged as the month(!!) passed(mine one now market out) 🙁
If one looking for a cheap card than go for 5670…its future proof 🙂 Hey!! Finally I'm not against nVidia at all…but for the same money can buy u a better Ati card. So, play hard(tm)… 😉

    Level New

    হ্যা এটা আপনি ঠিক বলেছে যে ৫০০০-৭০০০ টাকার গ্রাফিক্স কার্ডেই সব গেম খেলা যায়। সেগুলা সাপোর্ট করবে সবই কিন্তু এক্সক্লুসিভ ডিটেইলসগুলা আপনি পাবেন না।

আমি গত মাসে নতুন এ এম ডি পিসির সাথে এইচ ডি ৫৪৫০ কিনেছি। এখন পর্যন্ত ভালই মনে হচ্ছে। nfs hot persuit,crysis,call of duty খেলেছি।সমস্যা ছাড়াই ভাল মত চলেছে।

Level 2

amar pc te directx 9 install kora ase. ami kivabe directx 11 install korbo r ager ta kivabe uninstall korbo? ata korle ki kono love hoy?
kothai directx 11 pawa jabe. kindly janaben.

    directx 9 মানে আপনি এক্সপি ইউজ করেন।উইন্ডোজ ৭ এ directx 11 থাকে।তবে এক্সপির জন্য directx 11 আছে কিনা জানি না।directx 1০ পাবেন এক্সপির জন্য।
    আর উইন্ডোজ ৭ ইউজার হলে directx 11 এর জন্য টেনশন নিয়েন না।

ATI BETTER dn BEST……nvidia te game smoothly cole na ati e game smoothly cole

Level 0

vai amr nvidia geforce gt 430 amr.grafix card dia agami koi bochor nir vabonai sob dhoroner games khela jabe.processor i3 2nd generation ram 4gb

    Level New

    @peyash111: এইটা দিয়ে তো আপনার বর্তমানের গেমগুলাই হাই সেটিংস এ খেলতে পারার কথা না। গেমার হলে অবশ্যই আপনার এটাকে আপগ্রেড করে ফেলা উচিত।

Level 0

ami ki tobe grafix card ta change korbo?
naki procesor shoho upgrade korbo?
jodi grafx card change korte hoi tobe vaia pls akta grafx card er nam o dam tao aktu bolben.dhonno bad

    Level New

    @peyash111: আপনার বর্তমান পিসি কি সেটা আগে বলেন। আর সবকিছুই নির্ভর করবে সাধ্যের উপর, সাধ থাকলেই তো ভাই আর হবে না।

Level 0

r vaia amr gt430 er borto man bazar mullo tao aktu bolben
onk birokto korlam apna k
mone kisu nian na

    Level New

    @peyash111: ব্র্যান্ড মডেল নাম্বারটা বলেন। আর কতো বছর আগে কতো টাকা দিয়ে কিনেছিলেন?

Level 0

amr desktop….ami 9month age pc kinsi
amr grafix card vai agei bolsi nvidia geforce gt 430.dam porsilo 8000tk.r amr to borto maner high resolutioner games khelte kono prblem hoi na./tobuo jodi change korte hoi tobe amr budget 12000 ae moddhe

    Level New

    @peyash111: মডেল নাম্বারটা কিন্তু এখনও বললেন না ভাই। জিফোর্স জিটি৪৩০ হচ্ছে চীপসেট নাম্বার। যাই হোক, ১২০০০ টাকায় এএমডি ৬৭০০ কিংবা ৬৮০০ সিরিজ অথবা এনভিডিয়া ৫৫০ সিরিজ কেনা যায় কিনা চেষ্টা করে দেখতে পারেন।
    আর রেজুলেশন কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে সর্বোচ্চ গ্রাফিক্স/ টেক্সচার সেটিংস-এ গেম খেলা। ৮০০০ টাকা দিয়েই যদি সব গেম খেলা যেতো তাহলে বাজারে লাখা টাকা দামের গেমিং গ্রাফিক্স কার্ড থাকতো না। গেমের চাহিদার কোনো শেষ নাইরে ভাই!

Level 2

AMD er সর্বশেষ চীপসেট হচ্ছে ৬৯৯০ !!! Apni kon jamanai achen bhai . AMD er to 7990 Latest and Nvidia er latest Nvidia 780.

    Level New

    @shafin364: ভাইয়া, টিউনের তারিখটা কি একবার দেখবেন প্লিজ?

Level 0

vai 13000 tk er modde gigabite er ati chip er valo graphics card sussest korle valo hoto..tnx

    Level 0

    at 13000 gaming er jonno radeon hd 7770 (reccommended SAPPHIRE OC edition) R editing er jonno gtx 650ti(only msi available in this budget)…..

Level 0

সেতু ভাই ,
আপনি এত্তবড়ো একটা টিউন দিলেন কিন্তু স্পষ্ট করে বললেন না কোন ক্ষেত্রে ati ভাল আর কোন ক্ষেত্রে nvidia.আমি যতদূর জানি-
according same budget
ati = for performence
nvidia=for quality