বিশ্বের কম্পিউটার এবং টেকনোলজির সব প্রতিযোগীতাই কেন জানি দুই গ্রুপের মধ্যে বিভক্ত। অপারেটিং সিস্টেমে যেমন উইন্ডোজ বনাম লিনাক্স, প্রসেসরে আবার ইন্টেল-এএমডি। তেমনি গ্রাফিক্স কার্ড দুনিয়াও দুই ভাগে বিভক্ত হয়ে আছে এটিআই আর এনভিডিয়ার সৌজন্যে। অনেকেই গ্রাফিক্স কার্ড কিনতে যেয়ে দ্বিধাদ্বন্দে ভুগেন যে কোনটি আসলে ভাল? এটিআই? নাকি এনভিডিয়া? প্রযুক্তি সংশ্লিষ্ট অনেকেরই বিশ্বাস চলমান সব প্রতিযোগীতার মধ্যে এটিআই আর এনভিডিয়ার চলমান যুদ্ধই সবচেয়ে বেশি আকর্ষণীয়। কেননা গত প্রায় ১৫ বছর ধরেই কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। যদিও এখন আর এটিআই বলে ডাকার উপায় নেই। কেননা ২০০৬ সালে এএমডি কানাডিয়ান এটিআই কোম্পানীকে কিনে নেয়।
শুরু থেকেই শুধু পিসি না, বরং মোবাইল, কনসোল, সেট টপ বক্স থেকে শুরু করে বিভিন্ন ডিভাইসে সমানতালে লড়ে আসছে এটিআই আর এনভিডিয়া। যদি আমরা থ্রিডি গ্রাফিক্স কার্ডের শুরুর কথা ধরি তাহলে নাম চলে আসবে এনভিডিয়ার রিভা ১২৮, রিভা টিএনটি২ এর কথা। এটিআই তখন বের করেছিল রেজ এবং রেজ ১২৮। যদিও প্রথম আধুনিক গ্রাফিক্স কার্ড তৈরির কৃতিত্ত্বটা আসলে এনভিডিয়ারই, মডেল ছিল জিফোর্স ২৫৬। তারপর এটিআই বের করে রেডিয়ন ২০০০ সিরিজ। সেই থেকে শুরু, এখনো চলছে। আজ এটিআই এগিয়ে তো কাল এনভিডিয়া।
২০০৪/০৫ এর দিকে এনভিডিয়া সর্বপ্রথম এক মাদারবোর্ডে একাধিক গ্রাফিক্স কার্ড লাগানোর পদ্ধতি, এসএলআই বাজারজাত করে। এটিআইও সেটা কপি করতে সময় নেয়নি। তারা সাথেসাথেই বের করে ক্রসফায়ার টেকনোলজি।
২০০৮ সালে দুনিয়া দেখে ফেলে এক বড় পরিবর্তন। বিগত বছরগুলার সিরিজের ধারাবাহিকতা থেকে বের হয়ে এএমডি বের করে রেডিয়ন এইচডি ৪০০০ সিরিজ। এনভিডিয়াও তার জবাব দেয় জিফোর্স জিটিএক্স ২০০ এর মাধ্যমে। তবে ডাইরেক্ট এক্স ১১ সাপোর্টেড গ্রাফিক্স কার্ড বের করার প্রথম কৃতিত্ত্ব এটিআই তথা এএমডির। ২০১০ সালে বের করা রেডিয়ন এইচডি ৫০০০ প্রথম ডিএক্স ১১ সাপোর্টেড কার্ড। তারপর এর জবাবে এনভিডিয়া বের করে জিটিএক্স ৪০০ সিরিজ। ডেস্কটপের জন্য এএমডির সর্বশেষ চীপসেট হচ্ছে ৬৯৯০ এবং এনভিডিয়ার হচ্ছে জিটিএক্স ৫৯০।
সুতরাং বলাই যায় এএমডি কিনবেন নাকি এনভিডিয়া এটা একান্তই আপনার সিদ্ধান্ত। দুটোই সমান ভালো, পারফরম্যান্স নির্ভর করবে চীপের উপর। তবে বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে সমতূল্য চীপের এএমডি এর চেয়ে এনভিডিয়ার গতি এবং দাম দুটোই বেশি। এখানেও সিদ্ধান্ত আপনারই।
প্রথম প্রকাশ
আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...
ধন্যবাদ জানানোর জন্য । আচ্ছা , আমার মাদারবোর্ড ইন্টেল এর DG41RQ এ ডিডিআর-৩ গ্রাফিক্স কার্ড সাপোর্ট করবে কি?
জানালে ভাল হত……………।