টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত নিয়ে হাজির হলাম নতুন এক টিউন। আজকে আমি কথা বলব বাজারের সেরা ল্যাপটপ নিয়ে।
আজকে আমরা বাজারের সেরা গেমিং ল্যাপটপ গুলো নিয়ে আলোচনা করব। পারফরম্যান্স এবং দামের উপর ভিত্তি করে আপনাকে সেরা বিকল্পটি বাছাই করার পরামর্শ দেব। '
জেনে নিন: 'এই মুহূর্তে বাজারের' সেরা চেইন টিউনের লিস্টের প্রতিটি প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ও গ্লোবাল মার্কেটের উপর বেসিস করে করা। যেহেতু টেকটিউনস একটি গ্লোবাল Tech Social Network. বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় ২৩০টি দেশে ও টেরেটরিতে টেকটিউনস কমিউনিটি বিদ্যমান। তাই আপনার পছন্দের প্রোডাক্টির Availability চেক করতে আপনার নিজ দেশের লোকাল কম্পিউটার শপ ও লোকাল কম্পিউটার শপের ওয়েবসাইট চেক করুন।
আমি এখন পোর্টেবল বা স্লিম ল্যাপটপ গুলো নিয়ে কথা বলব। পোর্টেবল ল্যাপটপই আসলেই গেমিং ল্যাপটপের সেরা কনসেপ্ট। একটি ল্যাপটপ, পোর্টেবল হতে হলে অবশ্যই এটি ৬ পাউন্ডের বেশি হওয়া যাবে না একই সাথে থাকতে হবে ভাল ব্যাটারি ব্যাকআপ এবং গেমিং এর জন্য পাওয়ারফুল হার্ডওয়্যার।
আমাদের জন্য এই ক্যাটাগরির সেরা ল্যাপটপ হচ্ছে 15.6-inches সাইজের MSI GS65 Stealth আর যদি 17-inch চান তাহলে GS75 Stealth। আমরা ভাল ভাবে এই ল্যাপটপটি টেস্ট করে দেখেছি, এবং ভাল বলার কয়েকটি কারণ রয়েছে যেমন, এটি কোন ধরনের ঝামেলা ছাড়াই এর কম্পোনেন্ট গুলোর সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে পারে। এর ফ্যানের সাউন্ড ও খুবই কম যা আপনার বিরক্তের কারণ হবে না তাছাড়া গেমিং এর জন্য ল্যাপটপটি বেশ লাইট।
যদি Alienware m15 এর কথা বলি, এটি বেশি বড় এবং ভারী এবং কুলিং সিস্টেমেও সমস্যা রয়েছে। অন্যদিকে Gigabyte Aero 15 X9 এর অফার গুলো ভাল হলেও এর ফ্যান অতিরিক্ত সাউন্ড আপনাকে বিরক্ত করতে পারে। মোটামুটি Asus Zephyrus ভাল হলের এর ডিজাইন আমার কাছে মোটেও ভাল লাগে নি।
তাছাড়া আমার পছন্দের MSI GS65 ল্যাপটপটিতে আছে দারুণ কনফিগারেশন যেমন, 1080p 144Hz Display, Intel Core i7-8750H CPU, 16GB RAM এবং 256GB SSD।
তবে GS65 এবং GS75 এর বিভিন্ন ভার্সন রয়েছে যেমন GTX মডেল এবং RTX মডেল। বর্তমানে RTX 2060 মডেলটি বেস্ট অপশন হতে পারে যার দাম ২১০০ ডলার (প্রায় ১৭৮০৪০ টাকা) যা কখনো কখনো ১৯০০ ডলারেও (প্রায় ১৬১০৮৪ টাকা) পাওয়া যায়, তবে GTX থেকে RTX 2060 এর গতি ৮% বেশি থাকবে।
তাছাড়া উচ্চ মূল্যের RTX 2070 Max-Q এবং RTX 2080 Max-Q এই ভার্সন গুলোও পারফরম্যান্স বাড়াতে পারে ১৫% এর মত। তবে দাম যথাক্রমে ২৪০০ ডলার (প্রায় ২০৩৪৭৫ টাকা) এবং ২৮০০ ডলার (প্রায় ২৩৭৩৮৭ টাকা)।
বাজেট ফ্রেন্ডলি গেমিং ল্যাপটপ হিসেবে আমি সব সময় টপে রাখব Acer Predator Helios 300 ল্যাপটপটিকে। ল্যাপটপের GTX 1060 6GB মডেলের দাম ১০০০ ডলার (প্রায় ৮৪৭৮১ টাকা)। আপনি যদি একই দামে GTX 1060 6GB নেন তাহলেও পেয়ে যাবেন, Core i7-8750H, 1080p 144Hz, 16GB RAM এবং 256GB স্টোরেজ।
তবে ১০০০ ডলারে দেয়া মানে হতে পারে অন্যান্য হার্ডওয়্যার গুলোকে কম বিবেচনা করা। কিন্তু তাদের অন্যান্য হার্ডওয়্যার গুলোর ক্ষেত্রেও কার্পণ্যতা করে নি।
তবে Helios 300 আরও দামী ল্যাপটপ গুলোর তুলনায় যে ফিচার বাদ দিয়েছে তা হল, এতে দেয়া হয় নি RGB keyboard, বা একটিকে অতিরিক্ত স্লিম ও করা হয় নি বা এর ব্যাটারি ব্যাকআপও স্পেশাল কিছু না। তবে এই বিষয় গুলো বিবেচনা করে তাদের পারফরম্যান্স হার্ডওয়্যার গুলো বেশ ভাল রেখেছে যাতে করে এটি হয়ে উঠেছে বাজার সেরা এন্ট্রি লেভেল ল্যাপটপ।
তবে আরও কিছু মডেল আছে যেমন Asus TUF FX504 এটি Helios 300 এর বেশ কাছাকাছি তবে দামটা একটু বেশি।
আপনাদের জন্য একটি পরামর্শ থাকবে আপনারা কখনো GTX 1060 6GB এর নিচে যাবেন না, কারণ এটি আপনাকে দারুণ পারফরম্যান্স দিতে পারবে কিন্তু আপনি যদি GTX 1050 Ti নেন তাহলে হয়তো আপনার ২৫০ ডলার (প্রায় ২১১৯৫ টাকা) বেচে যাবে কিন্তু GTX 1060 6GB নিলে আপনি ৫০% বেশি পাবেন, যা অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক আপনি ১০০০ ডলার দিয়ে Helios 300 কিনে নেন, আশাকরি এই দামের মধ্যে যথেষ্ট খুশি থাকবেন।
যারা GTX 1060 6GB এর উপরে পারফরম্যান্স চান তাদের জন্য আসলে এই ক্যাটাগরি। আপনি বাজারে পেয়ে যাবেন GTX 1070, RTX 2060 এবং RTX 2070, GPU এর ল্যাপটপ। তবে GTX 1070 এর মডেল গুলো পেয়ে যাবেন ১৫০০ ডলারে (প্রায় ১২৭১৭১ টাকা) যেখানে RTX 2060 এর দাম শুরু হবে ১৭০০ ডলার (প্রায় ১৪৪১২৮ টাকা) থেকে। তবে মনে রাখবেন GTX 1070 আসলে বেশি দ্রুত অথবা ফাস্ট কাজ করে।
সুতরাং সব কিছু বিবেচনা নিয়ে দেখা যাচ্ছে মিড রেঞ্জের একটু উপরে সেরা ল্যাপটপ হতে পারে GTX 1070 মডেলের ল্যাপটপ, এর এই ক্যাটাগরিতে প্রথমে রাখব, Asus ROG Strix Scar II GL504GS কে। আপনি নিতে পারেন ল্যাপটপটি যার খরচ হবে ১৫০০ ডলার। এতে পেয়ে যাবেন, 15.6-inch 1080p 144Hz Display, non-Max-Q GTX 1070, 512GB SSD, 16GB RAM এবং Core i7-8750H প্রসেসর।
মিডরেঞ্জের ল্যাপটপ হিসেবে Asus ROG Strix Scar II GL504GS এর ছিল দারুণ পারফরমেন্স।
যারা পারফরম্যান্স আরও বাড়াতে চান তারা RTX 2070 মডেল গুলো দেখতে পারেন যেগুলোর দাম পড়বে ১৮০০ থেকে ২০০০ ডলারের মধ্যে।
আমার কাছে এক্সট্রিম ক্যাটাগরির ল্যাপটপ আবার তেমন পছন্দের না কারণ এর চেয়ে গেমিং পিসি মোটামুটি ভাল, আর সেখানে পারফরম্যান্সও ল্যাপটপ থেকে অনেক ভাল পাওয়া যায়। তবুও যারা এক্সট্রিম গেমিং ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা Asus ROG G703GX দেখতে পারেন।
এটি বেশ ভারী এবং 17-inch একটি ল্যাপটপ এতে GPU হিসাবে দেয়া হয়েছে RTX 2080। এর কুলিং পারফরম্যান্স যথেষ্ট ভাল একই সাথে পাবেন, Core i7-8750H, 17.3-inch 1080p 144Hz Display, 512GB SSD + 1TB SSHD, এবং 16GB RAM, সব মিলিয়ে ৩০০০ ডলারের (প্রায় ২৫৪৩৪৩ টাকা) ল্যাপটপ হিসেবে এটি চমৎকার।
আপনি এটিকে আরও ফাস্ট করার জন্য এতে Core i9-8950HK এড করে নিতে পারবেন কিন্তু এর দাম আরও ডলার বেড়ে যাবে। আপনি যদি ৫০০০ ডলার (প্রায় ৪২৩৯০৬ টাকা) বাড়াতে পারেন তাহলে, MSI GS65 ল্যাপটপটিও দেখতে পারেন।
সুতরাং সব মিলিয়ে বলা যায় এই ক্যাটাগরিতে Asus ROG G703GX ভাল ল্যাপটপ।
পোর্টেবল ট্যাবলেট হিসাবে Surface Book 2 প্যাক করেছে দারুণ কিছু ফিচার, এতে আছে 13-inch স্ক্রিন। সব মিলিয়ে সকলের জন্য চমৎকার একটি ট্যাবলেট ল্যাপটপ Surface Book 2।
আপনি যখন Core i7 মডেল সিলেক্ট করবেন তখন এতে পাবেন Intel এর Kaby Lake Refresh CPU, Core i7-8650U। একই সাথে GPU হিসাবে পাবেন GeForce GTX 1050 যা ডিভাইসটিকে করে তুলবে দারুণ শক্তিশালী। এতে রয়েছে 3000x2000 রেজুলেশনের 13.5-inch LCD ডিসপ্লে। যা 3:2 Aspect Ratio ফিচারও দেবে।
এগুলো ছাড়াও Surface Book 2 এর টাচ ডিসপ্লেটি বেশ কার্যকরী এবং সাথে দেয়া হয়েছে, Surface Pen যদিও এতে অতিরিক্ত ১০০ ডলার (প্রায় ৮৪৭৮ টাকা) খরচ করতে হবে, তবুও আকা আঁকি করার জন্য এটি ভাল অপশন হতে পারে। এতে আরও আছে USB-C পোর্ট। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে, Surface Book 2 এর ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভাল ছিল।
যদিও মাইক্রোসফট তাদের Surface Book 2 এর CPU, নতুন Whiskey Lake এর সাথে আপডেট করে নি, তবে পারফরম্যান্স দিক থেকে, Whiskey Lake এবং Kaby Lake দুটির তেমন পার্থক্য নেই।
তো আমাদের পছন্দের Surface Book 2 এর দাম পড়বে ২১৫০ ডলার (প্রায় ১৮২২৭৯ টাকা), যেখানে আপনি পাবেন, Core i7, GTX 1050, 16GB RAM এবং 512GB SSD। হ্যাঁ, দামের দিক থেকে এটি বেশ ব্যয় বহুল, তবে পারফরম্যান্স দিক বিবেচনা করে এটি আপনার সেরা পছন্দ হতে পারে। যেকোনো বিল্ড পিসি থেকে Surface Book 2 এর পারফরম্যান্স কম হবে না।
তবে আপনার হাতে কিন্তু আরেকটি দারুণ অপশন রয়েছে। সেটা হল আপনি যদি Windows ট্যাবলেট আগে চান এবং ল্যাপটপ পরে চান, তাহলে দেখতে Surface Pro পারেন।
Surface Pro এর এখন ষষ্ট প্রজন্ম চলছে এবং এটি iPad এর মত দেবে দুর্দান্ত এক অভিজ্ঞতা। এখানে উইন্ডোজ আপ্লিকেশন গুলোও খুব সহজে রান করতে পারবেন। ৮০০ ডলারে (প্রায় ৬৭৮২৫ টাকা) এই ট্যাবলেটে আপনি পাবেন, Core i5, 8GB RAM এবং 128GB SSD।
আশা করছি আপনি এই টিউন থেকে আপনার বাজেট অনুযায়ী বাজারের সেরা গেমিং ল্যাপটপটি বেছে নিতে পারবেন।
তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ!
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।