টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত নিয়ে হাজির হলাম নতুন এক টিউন। আজকে আমি কথা বলব বাজারের সেরা ল্যাপটপ নিয়ে।
আমাদের একাধিক Ryzen Mobile 4000-H প্রসেসর এবং AMD টেস্টের পর আজকে আলোচনা করব বাজারের সেরা Ryzen গেমিং ল্যাপটপ নিয়ে ল্যাপটপ নিয়ে।
জেনে নিন: 'এই মুহূর্তে বাজারের' সেরা চেইন টিউনের লিস্টের প্রতিটি প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ও গ্লোবাল মার্কেটের উপর বেসিস করে করা। যেহেতু টেকটিউনস একটি গ্লোবাল Tech Social Network. বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় ২৩০টি দেশে ও টেরেটরিতে টেকটিউনস কমিউনিটি বিদ্যমান। তাই আপনার পছন্দের প্রোডাক্টির Availability চেক করতে আপনার নিজ দেশের লোকাল কম্পিউটার শপ ও লোকাল কম্পিউটার শপের ওয়েবসাইট চেক করুন।
Ryzen Mobile 4000-H এর অধিক ল্যাপটপ না থাকলেও বর্তমানে বাজারে চলে এসেছে নতুন দারুণ কিছু ল্যাপটপ যেমন, Asus ROG Zephyrus G14 এবং HP Omen 15 যেগুলোতে আছে Intel এর 10th-gen চিপ।
আমি আজকে ল্যাপটপ গুলোর বিভিন্ন ফ্যাক্টর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যাতে করে আপনার সিদ্ধান্ত গ্রহণ আরও সহজ হবে। আমরা বেশ কয়েকটি ল্যাপটপ টেস্ট করেছি যদিও সব গুলো ল্যাপটপ সব জায়গায় এভেইলেবল না।
আমি প্রতিটি ল্যাপটপের কনফিগারেশন এবং হার্ডওয়্যার সব কিছু মিলিয়ে আপনাকে সিদ্ধান্ত দেব। আমি ল্যাপটপ গুলোর দামের উপর ভিত্তি করে তিন ক্যাটাগরিতে ভাগ করে নেব যেমন, আপার রেঞ্জ, মিড রেঞ্জ এবং এন্ট্রি লেভেল।
প্রথমে আমরা Ryzen গেমিং ল্যাপটপ এর আপার রেঞ্জ নিয়ে কথা বলব৷ তবে মূল আলোচনায় যাবার আগে Ryzen 4000-H এর কিছু Strength এবং Weaknesses নিয়ে আলোচনা করা দরকার। যদিও এটি শক্তিশালী প্রসেসর তারপরেও অনেক ক্ষেত্রে এর চেয়ে Intel বেশি ভাল হতে পারে।
বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতায় AMD এগিয়ে থাকবে এর পারফরম্যান্স এবং মাল্টিথ্রেটিং সুবিধার জন্য। কিছু কাজের ক্ষেত্রে এটি Core i7-10750H থেকে ৭০% এর বেশি ফাস্ট। এবং ভিডিও এনকোডিং এর ক্ষেত্রে এর প্রতিদ্বন্দ্বীদের থেকে এটি ৫০% বেশি ভাল পারফরম্যান্স দিতে পারে।
AMD এর মডার্ন APU গুলো আগের চেয়ে অনেক বেশি Efficient। সুতরাং AMD ল্যাপটপ গুলো একই এনার্জির সাথে অনেক বেশি কাজ করতে পারে। এবং এক চার্জেই চলতে পারে অনেকক্ষণ। সাধারণ ভিডিও দেখায় চার্জ ব্যাক পাওয়া যাবে অনেক বেশি। তাছাড়া এই ধরনের পারফরম্যান্সে ল্যাপটপ গুলো বেশ ঠাণ্ডা এবং শান্তও থাকে।
তবে পিউর গেমিং এর জন্য Intel CPU, AMD এর সমপরিমাণ কনফিগারেশনে আরও দ্রুত কাজ করতে পারে। আমাদের একটি টেস্টে Intel এর পারফরম্যান্স, গেমিং এর ক্ষেত্রে Ryzen 7 4800H থেকে এগিয়ে ছিল। Intel এর গেমিং ছিল Ryzen থেকে ৫ থেকে ১০ % ফাস্ট। সুতরাং যদি আপনি গেমিং করতে চান এবং দাম সমান হয় তাহলে Intel এর দিকে যেতে পারেন। তবে আপনি যদি গেমিং ছাড়া অন্য কিছু করতে চান তাহলে Ryzen ভাল কারণ এর কনফিগারেশন তুলনা মূলক কম দামেই পাওয়া যায়।
চলুন AMD Ryzen 4000 এর সকল ল্যাপটপের স্পেসিফিকেশন দেখে নেয়া যাক।
Brand | CPU | GPU | RAM | SSD | Display | Price |
Acer Nitro 5 | 4600H | 1650 | 8GB | 256GB | 60Hz | $670 |
Asus TUF Gaming A15 | 4600H | 1650 | 8GB | 512GB | 60Hz | $800 |
Dell G5 SE | 4600H | 5600M | 8GB | 256GB | 60Hz | $850 |
Lenovo Legion 5 | 4600H | 1650 | 8GB | 512GB | 120Hz | $900 |
MSI Bravo 15 | 4800H | 5500M | 8GB | 512GB | 120Hz | $910 |
Dell G5 SE | 4800H | 5600M | 8GB | 512GB | 144Hz | $950 |
Lenovo Legion 5 | 4800H | 1650 | 8GB | 512GB | 120Hz | $980 |
Asus TUF Gaming A15 | 4800H | 1660 Ti | 16GB | 512GB | 144Hz | $1000 |
HP Omen 15 | 4800H | 1660 Ti | 8GB | 512GB | 144Hz | $1050 |
HP Omen 15 | 4800H | 1660 Ti | 16GB | 1TB | 144Hz | $1150 |
Asus TUF Gaming A15 | 4800H | 2060 | 16GB | 1TB | 144Hz | $1200 |
Eluktronics RP-15 | 4800H | 2060 | 16GB | 512GB | 144Hz | $1250 |
Asus ROG Zephyrus G14 | 4900HS | 2060 Max-Q | 16GB | 1TB | 120Hz | $1400 |
যেহেতু AMD ল্যাপটপ গুলো RTX 2060 এর GPU এর দিকে শীর্ষে রয়েছে সুতরাং সামগ্রিক বাজার বিবেচনায় এগুলোকে মিড রেঞ্জার গেমিং ল্যাপটপ হিসেবে ধরা যায়, তবে এই ল্যাপটপ গুলোতে রয়েছে দুর্দান্ত পারফরম্যান্স।
আমাদের আপার রেঞ্জ ল্যাপটপ বিবেচনায় থাকবে Asus TUF Gaming A15 এবং Eluktronics RP-15 অথবা XMG Core 15। সব দিক বিবেচনায় এখানে Eluktronics / XMG Core 15 নিঃসন্দেহে Asus TUF Gaming A15 এর চেয়ে ভাল ল্যাপটপ। দাম যদিও একটু বেশি তবে মাত্র ৫০ ডলারের (প্রায় ৪২৩৯ টাকা) ব্যবধানে আপনি এখানে অনেক বেশি সুবিধা পেয়ে যাবেন।
এটি কেন সেরা বলছি? কারণ এর GPU পারফরম্যান্স Asus TUF Gaming A15 এর থেকে অনেক বেশি। তাছাড়া যেখানে Asus TUF Gaming A15 তাদের CPU পাওয়ার লিমিট করে 45W সেখানে Eluktronics RP-15 এর পাওয়ার লিমিট 72W। একই সাথে এর GPU পাওয়ার লিমিটও বেশি 110W, যেখানে Asus TUF Gaming A15 এর 90W। যাতে করে Eluktronics RP-15 এর পারফরম্যান্স ১০% বেড়ে যায় এবং এটি মোটামুটি ডেক্সটপ এর মত কাজ করতে পারে।
একই ভাবে Eluktronics / XMG Core 15 দেয় Asus থেকে ভাল ডিসপ্লে, তারা অফার করে 1080p 144Hz IPS স্ক্রিন এবং যেখানে Asus দেয় Panda প্যানেল সেখানে Eluktronics দেয় BOE প্যানেল। BOE প্যানেল কন্টেন্ট ক্রিয়েশন এবং গেমিং উভয়ের জন্যই দুর্দান্ত।
অন্যদিকে আরেকটি ল্যাপটপ Asus ROG Zephyrus G14 কে গেমিং ল্যাপটপ হিসেবে না ধরে পাওয়ার ফুল মেশিন হিসেবে ধরলে এগিয়ে থাকবে কারণ এতে আছে, Ryzen 9 4900HS এবং RTX 2060 Max-Q GPU। যাই হোক Asus TUF Gaming A15 এর কুলিং এ কিছু অসুবিধা আছে। তবে ১৪০০ ডলারের (প্রায় ১১৮৬৯৩ টাকা) ল্যাপটপ হিসাবে ভাল হলেও গেমিং এর দিকে বিবেচনা করলে আমার মতে Eluktronics / XMG Core 15 ভাল।
এটি একটি কঠিন মার্কেট সেগমেন্ট, এখানে অনেক বেশি ল্যাপটপ একই হার্ডওয়্যার দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। মিড রেঞ্জের জন্য আমরা প্রথমেই Asus TUF Gaming A15 এবং MSI Bravo 15 দুটি ল্যাপটপ কে বাদ দিয়ে দিতে পারি। কারণ এই ল্যাপটপ গুলো বেশি গরম হয়ে যায় এবং এগুলোর ডিসপ্লেও তেমন ভাল না।
এই সেগমেন্টে আমরা দুটি ল্যাপটপ হাইলাইট করব একটি হচ্ছে HP Omen 15 এবং আরেকটি হল, Lenovo Legion 5। তবে HP Omen 15 এর ডিজাইনও চমৎকার এবং কুলিং সিস্টেমও দারুণ।
এতে দেয়া হয়েছে Ryzen 7 4800H। HP Omen 15 ল্যাপটপটির পাওয়ার লিমিট CPU এর ক্ষেত্রে 53W এবং GPU GTX 1660 Ti এর ক্ষেত্রে 80W। এতে দেয়া হয়েছে LG 144 Hz IPS প্যানেল ডিসপ্লে। সুতরাং বুঝায় যাচ্ছে ইদানীং HP তাদের ডিসপ্লের উপর গুরুত্ব দিচ্ছে।
আপনি HP Omen 15 ল্যাপটপটি ১০৫০ ডলারে পেয়ে যাবেন, এতে আরও পাচ্ছেন, Ryzen 7 4800H, GeForce GTX 1660 Ti, 8GB RAM এবং 512GB SSD। আপনি স্টোরেজ বাড়ানোর জন্য ১১৫০ ডলারের (প্রায় ৯৭৪৯৮ টাকা) কনফিগারেশনে যেতে পারেন তবে চাইলে নিজেও ৫০ ডলারে এটির র্যাম ১৬ জিবিতে আপগ্রেড করতে পারবেন।
আরেকটি সেরা বিকল্প হতে পারে, Lenovo Rigeon 5। এত CPU পাওয়ার ড্রয়ের পরিমাণ 65W ৷ এটি দেবে অসাধারণ থার্মাল পারফরম্যান্স। সাথে এটিতে দেয়া হয়েছে 144Hz ডিসপ্লে যা গেমিং অন্য যেকোনো কাজের জন্য বেশ ভাল।
তবে Lenovo Rigeon 5 ল্যাপটপের মুল সমস্যা হচ্ছে এর দামে এবং কনফিগারেশনে। এর দাম হবে ৯০০ ডলার (প্রায় ৭৬৩০৩ টাকা) এতে পাওয়া যাবে, Ryzen 5 4600H, 8GB RAM এবং GTX 1650 তবে আপনি যদি 4800H নিতে চান তাহলে দাম পড়বে ১০০০ ডলার (প্রায় ৮৪৭৮১ টাকা)।
তবে এই দামের মধ্যে Dell G5 SE ল্যাপটপটি ভাল হতে পারে। ৯৫০ ডলারে (প্রায় ৮০৫৪২ টাকা) যাতে আপনি পেয়ে যাবেন Ryzen 7 4800H, RX 5600M GPU, 8GB RAM এবং144Hz displayকনফিগারেশন।
তবে RX 5600M এই ল্যাপটপে GTX 1660 Ti এর মত পারফরমেন্স দেবে। থার্মাল পারফরম্যান্স এর জন্য Dell আবার ভাল না।
আমরা শেষ পর্যন্ত চলে আসলাম এন্ট্রি লেভেলের ল্যাপটপে। এন্ট্রি লেভেলের সেরা ল্যাপটপ হিসেবে আমরা সেরা বলব Acer Nitro 5 ল্যাপটপকে। আপনি ৬৬০ ডলারে (প্রায় ৫৫৯৫৫ টাকা) এই ল্যাপটপে পেয়ে যাবেন, Ryzen 5 4600H, GTX 1650 GPU, 8GB RAM, 1080p 60Hz display। আমরা এই ল্যাপটপের SSD এর ক্ষেত্রে কিছুটা লিমিটেশন পেয়েছি কিন্তু বাদ বাকি পারফরমেন্স ভাল।
আমরা আজকের আলোচনার প্রধান রিকোমেন্ডেশন থাকবে Eluktronics RP-15 / XMG Core 15 ল্যাপটপে। আপনি যদি আরেকটু পোর্টেবল চান তাহলে বেছে নিতে পারেন Asus ROG Zephyrus G14 ল্যাপটপকে।
অন্যদিকে ১১০০ ডলারের (প্রায় ৯৩২৫৯ টাকা) মধ্যে সলিড অফার দিচ্ছে HP Omen 15। যাতে আপনি এই দামে পেয়ে যাবেন সেরা GPU পারফরমেন্স।
এবার যদি ৯০০ ডলার বা তার নিচে আসি তাহলে বেছে নিতে পারেন, Acer Nitro 5, এর মধ্যেও আপনি পেয়ে যাবেন দারুন কনফিগারেশন। যা এই দামে এক কথায় অসাধারণ।
একটি বিষয় অবাক করার মত এটি হচ্ছে এবারের AMD সব গুলো গেমিং ল্যাপটপই ভাল তবে আগের Ryzen 7 3750H এর ক্ষেত্রে কিন্তু এমনটি ছিল না। বর্তমানে Ryzen 4000 মিড রেঞ্জের ল্যাপটপ গুলোর দিকে বেশ নজর দিয়েছে।
CPU | GPU | RAM | SSD | Display | Price | |
Acer Nitro 5 | 4600H | 1650 | 8GB | 256GB | 60Hz | $670 |
Dell G5 SE | 4800H | 5600M | 8GB | 512GB | 144Hz | $950 |
Lenovo Legion 5 | 4800H | 1650 | 8GB | 512GB | 120Hz | $980 |
HP Omen 15 | 4800H | 1660 Ti | 8GB | 512GB | 144Hz | $1050 |
Eluktronics RP-15 | 4800H | 2060 | 16GB | 512GB | 144Hz | $1250 |
Asus ROG Zephyrus G14 | 4900HS | 2060 Max-Q | 16GB | 1TB | 120Hz | $1400 |
আমরা এখানে দেখতে পাচ্ছি হাই এন্ড ল্যাপটপটিতে 4900HS দেয়া হয়েছে এবং দামও ১৪০০ ডলার (প্রায় ১১৮৬৯৩ টাকা)। তাছাড়া ১০০০ ডলারের ল্যাপটপে দেয়া হয়েছে 4800H, CUP এবং 1660 Ti, GPU।
আশা করছি আপনি এই টিউন থেকে আপনার বাজেট অনুযায়ী বাজারের সেরা গেমিং ল্যাপটপটি বেছে নিতে পারবেন।
তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ!
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।