হ্যালো বন্ধুরা, আশা করি অনেক ভালো রয়েছেন। বর্তমানে পাবজি গেমটির নাম শুনেনি এইরকম মানুষ খুঁজে পাওয়া পায় অসম্ভব। আবার তাদের মধ্যে অনেকে রয়েছে পাবজি গেমটি খেলতে। পাবজি গেমটি অনেক জনপ্রিয় গেম তাই অনেকেই চায় তার বন্ধুর পাবজি একাউন্টটি হ্যাক করতে। কিন্তু কিভাবে করবে তা অনেকেই জানে না আর যারা জানে না তাদের জন্যই আজকে আমার এই টিউন।
এই টিউনের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে একজন পাবজি খেলোয়ারকে ফ্রি টোকেনের লোভ দেখিয়ে তার একাউন্টের সকল তথ্য জেনে নিতে পারেন। টিউন শুরু করার আগে বলে রাখি এই টিউনটি শিখার জন্য এবং নিজেকে সতর্ক করার জন্য করা হচ্ছে তাই কেউ যদি এটি খারাপ কাজে ব্যবহার করে তাহলে তার সকল দায়-দায়িত্ব তার। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।
পাবজি একাউন্ট হ্যাক করার জন্য আমি সিস্টেমটি ব্যবহার করবো তা অনেক জনপ্রিয় একটি সিস্টেম। তা হলো ফিশিং সাইটের মাধ্যমে। ফিশিং সাইট সম্পর্কে আমরা অনেকেই জানি যার মাধ্যমে ফেসবুক সহ আরো অনেক একাউন্ট হ্যাক করা যায়। আর যারা জানেন না তাদের জন্য বলতেছি ফিশিং সাইট হচ্ছে একটি অরিজিনাল সাইটের হুবহু কপি সাইট।
যার ফলে যখন একজন ইউজার আপনার তৈরি করা কপি সাইটে ভিজিট করবে তখন তার কাছে সেটি অরিজিনাল মনে হবে এবং সে সেখানে তার সকল তথ্য দিয়ে দিবে। এর মাধ্যমে আপনি সহজেই তার তথ্য হ্যাক করে ফেলতে পারবেন। আশা করি ফিশিং সাইট সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। আপনি যদি ফিশিং সাইট সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে আমার করা ফেসবুক হ্যাকের টিউন পড়তে পারেন।
ফিশিং সাইট তৈরি করতে হলে প্রথমে লাগবে একটি পাবজি ওয়েব পেজ যেখানে টোকেন এর সিস্টেম থাকবে। এই ওয়েব পেজটি ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করুন। তাহলে আপনাকে একটা সাইটে নিয়ে যাবে যেখান থেকে ওয়েব পেজটি ডাউনলোড করতে পারবেন। আর যদি এই লিংকটি কোন কারণে অপেন না হয় তাহলে কষ্ট করে যেকোন একটা ভিপিএন কানেক্ট অপেন করবেন। তাহলে কোন প্রকার সমস্যা ছাড়াই লিংকটাতে যেতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন।
তারপর লাগবে একটি ডোমেইন এবং হোস্টিং। এখন অনেকে ভাবতেছেন ডোমেইন এবং হোস্টিং কিনতে তো টাকা লাগবে। আপনি ঠিক বলেছেন ডোমেইন এবং হোস্টিং কিনতে টাকা লাগবে কিন্তু আপনি চাইলে ফ্রিতেও কিনতে পারবেন। তার জন্য আমার আগের একটি টিউন রয়েছে তা দেখতে পারেন। তাহলে সহজেই ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবেন। টিউন লিংক: এখানে ক্লিক করুন। কষ্ট করে আগে সেই টিউনটি পড়ে আসেন তারপর আবার এখান থেকে শুরু করুন তা না হলে সঠিক ভাবে আপনি পাবজি হ্যাক করতে পারবেন না।
আপনার ডোমেইন এবং হোস্টিং যদি ফ্রিতে কিনা হয়ে থাকে তাহলে ডোমেইন এবং হোস্টিং যে ওয়েব সাইট থেকে কিনেছেন সেখানে লগিন অবস্থায় Manage website বাটনে ক্লিক করুন।
তাহলে আপনি আপনার ডেশবোর্ডে চলে আসবেন। তারপর সেখান থেকে একটু নিচে আসলে files নামে একটি সেকশন দেখতে পাবেন। সেখানে থাকা অপশন গুলোর মধ্যে file manager নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
এখানে file upload বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে আপনার ফাইল ম্যানেজার অপশনে নিয়ে যাবে। যেখান থেকে আপনি আপনার পাবজির ফিশিং সাইট আপলোড করতে পারবেন।
এখানে আপনি আপনার কাঙ্গিত ফাইল ম্যানেজারটি দেখতে পাবেন। তারপর সেখানে থাকা public_html ফোল্ডারটিতে ক্লিক করুন।
এখানে উপরে থাকা বাটন গুলো থেকে upload file অপশনটিতে ক্লিক করুন।
এখানে select files বাটনে ক্লিক করুন। তারপর আপনার কম্পিউটার থেকে পাবজির ডাউনলোডকৃত জিপ ফাইলটি সিলেক্ট করে upload বাটনে ক্লিক করুন। তাহলে আপনি ফাইল ম্যানেজারে জিপ ফাইলটি আপলোড হওয়া শুরু করবে।
ফাইলটি আপলোড হয়ে গেলে ফাইলটি সিলেক্ট করে উপরে থাকা অপশন গুলো থেকে Exact অপশনে ক্লিক করুন। ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর জিপ ফাইলটির নামে একটি ফোল্ডার তৈরি হবে সেই ফোল্ডারে প্রবেশ করবেন। তারপর সেখানে আরেকটি জিপ ফাইল দেখতে পাবেন সেই ফাইলটিও আনজিপ করবেন। তারপর আবার সেই নামে আরেকটি ফোল্ডার তৈরি হবে। সেই ফোল্ডারে প্রবেশ করবেন।
সেই ফোল্ডারে প্রবেশ করার পরে সকল ফাইল সিলেক্ট করে উপরে থাকা Move অপশনে ক্লিক করুন।
তারপর change বাটনে ক্লিক করে public_html ফোল্ডারটি সিলেক্ট করে move বাটনে ক্লিক করুন। তাহলে এবার আপনার কাজ শেষ। এখন আপনি আপনার ওয়েব সাইটটি ভিজিট করুন। ভিজিট করার পরে অবশ্যই আপনার সাইটির লিংকের শেষে যদি / থাকে তাহলে শুধু submit.php লিখে দিন আর যদি না থাকে / এটা সহকারে submit.php লিখে ভিজিট করুন। তাহলে এই রকম একটি পেজ দেখতে পাবেন।
যখন একজন পাবজি খেলোয়ার এখানে ভিজিট করবে এবং সে এখান থেকে ফ্রি পাবজি টোকেন পাওয়ার জন্য এখানে তার সকল তথ্য দিয়ে দিবে আর হ্যাক হয়ে যাবে। এখন যদি আপনার তার দেওয়া তথ্য গুলো দেখতে চান তাহলে আবার আপনার ফাইল ম্যানেজারে ফিরে যান এবং public_html ফোল্ডারটিতে প্রবেশ করুন। তাহলে একটি ফাইল দেখতে পাবেন hacked.txt নামে সেটি অপেন করুন। এবার আপনি তার পাবজি একাউন্টের সকল তথ্য দেখতে পাবেন। এভাবেই আপনা সহজে যেকারো একাউন্ট হ্যাক করে ফেলতে পারবেন।
আশা করি টিউনটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে জোসস বাটনে ক্লিক করুন। যাওয়ার আগে আরেকটি কথা বলে যাই আপনি যদি চান এত কষ্ট করে পাবজি হ্যাক না করতে তাহলে টিউমেন্ট করে জানান তাহলে আমি পরের টিউনে শিখিয়ে দিবো কিভাবে আরো সহজে পাবজি হ্যাক করতে পারেন শুধু মাত্র একটি অ্যাপ দিয়ে।
আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইরকম অসাধারণ টিউন করার জন্য।