বাংলাদেশিদের তৈরি ফাটাফাটি একটি শুটিং গেম

টিউন বিভাগ গেমস
প্রকাশিত
জোসস করেছেন

আছসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা? নিশ্চই মহান আল্লাহতালার রহমতে ভালো আছেন।

আজকে কি বিষয় নিয়ে আলোচনা করবো তা তো টাইটেল দেখেই বুঝে গেছেন। আমরা তো হর হামেশায় অনেক গেমিই খেলে থাকি। কখনো কি প্রশ্ন করে দেখেছি এই গেমগুলো কোন দেশি? আমরা কখনো কি আমাদের দেশের গেম সম্পর্কে জানি? আমরা কতজন আমাদের দেশের গেম খেলি? এই প্রশ্ন গুলোর উত্তর অনেক কঠিন। আমাদের দেশের গেমের বাজার অনেক ছোট। মাঝে মাঝে একটা দুইটা গেম বাজারে আসলেও ততটা জনপ্রিয় হয় না। এই দরুন না Muktichamp গেমটা। এটা বাংলাদেশের খুব কম মানুষিই জানে এটা আমাদের দেশের গেম।
তবে আসার কখবর হলো ধিরে ধিরে আমাদের গেমের বাজারটা একটু একটু করে বৃদ্বি পাচ্ছে।
এই কিছু দিন আগে রিলিজ পেলো বাংলাদেশের প্রথম শুটিং গেম Zero Hour. এই গেমটা মুলত Call Of Duty এর মত।
এর রয়েছে অসাধারন গ্রাফিক্স, গেমপ্লে, প্লেয়ার। এই গেমে আমাদের দেশের কিছুটা স্বাদ পাবেন। বিশেষ করে আমাদের পুলিশ বাহিনী ও সোয়াত রয়েছে। আরো আছে নায়ক মান্নার ছবির টিউনার। এক কথা বলতে আমাদের দেশের প্রথম শুটিং গেম বলতে পারি। তবে দুঃখের বিষয় এই গেমটি Paid😓 আরেকটি দুঃখের সংবাদ হলো এটি বর্তমানে পিসির জন্য Devlop করা হয়েছে। তবে আসাকরছি খুব তাড়াতাড়ি Android ভার্সনেও রিলিজ হবে।

ফিচার: এই গেমে ৩ টি মোড রয়েছে- 1. Custom Play, 2. Quick Play, 3. Trening. প্রথমে আপনি ১ ও ২ মোডটি খেলতে পারবেন না, Trening মোডটি আপনাকে কমপ্লিট করতে হবে।

কাহিনী:
এই গেমে দুইটা দল থাকবে। ১. গুন্ডা ও ২. আইন শৃঙ্খলা বাহিনী। কোন কারনে গুন্ডারা পুলিশের উপর আক্রমণ করে। এতে করে অনেক পুলিশ সদস্য মারা যায়। পরবর্তী সোয়াত বাহিনী আসে। তারপর শুরু হয় আক্রমণ।

তারপর কি হবে দেখতে হলে গেমটি খেলতে হবে। নিচে কিছু স্কিনশট দিলাম দেখে নিন।


অসাধারন একটি ফুটবল গেম খেলুন আপনার Android মোবাইলে

আপনারা তো বিদেশি অনেক গেম টাকা দিয়ে কিনে খেলেছেন। এবার না হয় দেশি গেমটা খেলে দেখুন।
তাদের ফেসবুক পেজ Zero Hour

অসাধারন একটি ফুটবল গেম খেলুন আপনার Android মোবাইলে

Level 2

আমি মোঃ সজিব হোসেন। Administrator, Educk.info, Manikganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ গেমটি সম্পর্কে জানানোর জন্য।