পাবজি পিসিতে এখন বট থাকবে – New update 72 available in PC servers

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

পাবজি পিসিতে এখন পাওয়া যাবে বট। পাবজি তাদের নতুন আপডেট এ পিসি সার্ভার এ বট সংযোজন করেছে বলে জানিয়েছে তাদের টুইটার পেইজ এ।

পাবজি পিসিতে নতুন আপডেট আসার পর সেখানে বট আনা হয়েছে বলে জানিয়েছে পাবজি। তাদের মতে এতে করে নতুন যেসব গেমারস আর প্লেয়াররা আছে তারা অনেকটা খেলা শিখতে পারবে এবং খেলাকে অনেক দূর আগিয়ে নিয়ে যেতে পারবে।

সেই সাথে যেসব প্রো প্লেয়ার ছিল তাদের অনেক এর কমেন্টস পড়ে বোঝা যাচ্ছে তারা এই আপডেট এ মোটেও খুশি হয় নি অনেকে বলছে পুরো গেম এ সব বট আর বট অনেকে বলছে খেলাটা আর আগের মতো থাকবে না।

আমরা যারা পাবজি মোবাইল খেলেছি তারা সকলেই জানি যে পাবজি মোবাইল এ গেইম এ শুরুতে বট থাকে, অর্থাৎ পিইউবিজি মোবাইলের কিছুক্ষণের জন্য বট হয়েছে এতে করে নতুন যেসব প্লেয়ার রয়েছে তারা অনেকেই খেলা শিখতে পারে লবিতে ঢুকেই তারা বুঝে উঠতে পারে কিভাবে এই গেইম খেলতে হয় তারপর আস্তে আস্তে যখন সেই প্লেয়ার এর রাঙ্ক বাড়ে তখন বট এর এর সংখ্যা কমে যেতে থাকে।

এখন সেই আপডেট থাকছে পাবজি পিসি ভার্সন এ যেটি আজকেই তারা তাদের টুইটার পেইজ এ জানিয়ে দিয়েছে একই সাথে তারা এই আপডেট এ আরও নতুন নতুন ফিচার নিয়ে এসেছে। পাবজি ডেভেলপার এর টিম স্পষ্টভাবে বলে দিয়েছে তারা তাদের নতুন আপডেট এর পর রাঙ্কড মুড এ কোন বট রাখবে না শুধু সাধারন যেই মুড আছে সেখানে আসবে

তো চলুন দেখে আসি এক নজরে সেই ফিচার গুলো

PUBG PC NEW Features after update 7.2

Level 2

আমি নাফিস ফুয়াদ নব। Owner, Tech Nabo, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস