Far Cry সিরিজের গেমসগুলো আমার পছন্দের গেমসের তালিকায় রয়েছে যদিও এর পঞ্চম তম Edition বর্তমানে অনেক গেমারদের পছন্দের তালিকায় রয়েছে তারপরেও Far Cry 3 যারা খেলে দেখেন নি তারা মিস করবেন না কিন্তু কারন এটা Limited Edition.
আজকে আমি রিভিউ বড় করবোনা কারন এর আগে Far Cry 2 শেয়ার করেছিলাম অনেকেই রিকোয়েস্ট করেছে এর পরবর্তী খন্ড শেয়ার করার জন্য তাই তাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম।
আর অন্যদিকে এর পুরাতন খন্ড গুলো শেয়ার করছি এই কারনে যাদের গেমিং পিসি কিংবা ভালো মানের পিসি নেই তারা হয়তো সরাসরি ৫তম খন্ড খেলতে পারবেনা তাই যারা মিস করবে তাদের পিসিতে হয়তো এই খন্ড গুলো চালানো যেতে পারে তাই শেয়ার করা আর ইনশাআল্লাহ আগামীতে ৪র্থ এবং ৫ম খন্ড শেয়ার করবো তাহলে চলুন শুরু করা যাক গেম রিভিউ।
গেমস টিতে দেখা যাবে আপনি আপনার দুই ভাই বন্ধু এবং গার্ল ফ্রেন্ড নিয়ে কোন এক দ্বীপে ঘুরতে গিয়েছেন সেখানে মাস্তি করছেন সবাই মিলে কিন্তু দূর্ঘটনা বশত প্যারাসুট নিয়ে হাজির হয়ে যান অজানা এক পরিবেশে যেখানে চলছে সব ধরনের অনিয়ম এবং অনৈতিক কর্মকান্ড এবং তা দেখে ফেলার কারনে আপনাদের বন্দী করে নেয় আমাদের গেমসের শত্রুপক্ষ।
আপনি এবং আপনার ভাই পালানোর চেষ্টা করবেন সেখান থেকে কিছুদূর পর্যন্ত যেতে পারলেও আপনার বড় ভাই সহ আপনি এসে দাড়াবেন ভুলবশত শত্রু পক্ষের মুখোমুখি এবং সেখানে আপনার ভাইকে মেরে ফেলবে এবং আপনাকে ৩০ সেকেন্ড সময় দিবে পালানোর জন্য আর এখান থেকেই আপনার খেলা শুরু হবে আপনি পালাতে গিয়ে পানিতে লাফ দিবেন জীবন বাঁচাতে।
পালাতে সফল হলে আপনাকে বাচাবে সেখানের স্থানীয় একটি জাতি এবং তারা আপনাকে সম্মান করবে আপনার কাজ হবে তাদের সাথে মিলে নিজেকে শক্তিশালী করা এবং তার সাথে নিজের ভাই এবং বন্ধুদের মুক্তি করা শত্রু পক্ষদের হাত থেকে।
এখানে একটার পর একটা মিশন আপনাকে সম্পূর্ণ করতে হবে তাহলে আগাতে থাকবেন সামনের দিকে আর বাড়তে থাকবে হয়তো Addiction. তবে গ্রাফিক্সের কথা যদি বলি সুপার ডুপার আশা করি আপনি বুঝে কেন সুপার ডুপার বলছি। প্রথমত ওপেন ওয়াল্ড আর পাশাপাশি এর অস্ত্র, মিশন, জংগল, নদী আর সাথে এর যানবাহন গুলো আপনার মন কেড়ে নিবে যদি আপনি Ultra Mode এ খেলতে পারেন। আর পাশাপাশি রেডিও টাওয়ার রয়েছে এই রেডি টাওয়ার এর জ্যাম ঠিক করলেই আনলক হবে ম্যাপ এর লুকায়িত অংশ গুলো। এখানে আপনি অস্ত্র ক্রয় করতে পারবেন সাথে যাবতীয় দরকারী জিনিস গুলো পাশাপাশি বিক্রয় করতে পারবেন আপনার লুট করা জিনিসপত্র।
তবে সতর্কতা এটাও পশু পাখি দেখলে কাছে যাবেন না কারন এখানে অনেক হিংস্র প্রানী রয়েছে।
সাগর এবং নদীতে কিছু হাঙ্গর রয়েছে সাতার সাবধানে কাটবেন তাহলে শুরু করে দিন আপনার পার্সোনাল যুদ্ধ এই ভার্চুয়াল Far Cry 3 তে কারন রিভিউ দিয়ে হয়তো গেমস টি যে কোন লেভেলের তা বুঝানো সম্ভব নয় তারপরেও কিছু চিত্র নিচে যোগ করা রয়েছে দেখে নিতে পারেন।
Far Cry 3 Games Details:
এটা হচ্ছে First Person Shooter গেমস যা ডেভেলপ করেছে Ubisoft Montreal এবং প্রকাশনায় ছিলো Ubisoft আগেই উল্লেখ করেছি এটা Far Cry সিরিজের ৩য় খন্ড যেখানে কাল্পনিক Rook Island এ আপনাকে খেলতে হবে এবং এই কাল্পনিক Island এর সকল কিছুতে পরিবর্তন আনতে হবে। গেমস টি প্রথম প্রকাশ করা হয় November-29-2012 ইং সালে গেমস টি Dunia 2 Engine এ তৈরী এবং গেমসটি পেয়েছে BAFTA Games Award for Action Game. Far Cry 3 বর্তমানে যে সব প্লাটফর্মে খেলা যাবে PlayStation 4, PlayStation 3, Xbox 360, Xbox One, Microsoft Windows তাহলে বেছে নিতে পারেন আপনার Action এবং Adventure.
Far Cry 3 Games requirements:
MINIMUM SPECS
Processor: 2.66 GHz Intel Core 2 Duo E6700 or 3.00 GHz AMD Athlon 64 X2 6000+ or better
RAM: 4 GB
Video Card: 512 MB DirectX 9.0-compliant card with Shader Model 4.0 or higher (see supported list)
RECOMMENDED SPECS
Processor: Intel Core i3-530 or AMD Phenom II X2 565 or better
RAM: 6 GB
Video Card: 1024 MB DirectX 11-compliant card with Shader Model 4.0 or higher (see supported list)
HI-PERFORMANCE SPECS
Processor: Intel Core i7-2600K or AMD FX-4150 or better
RAM: 8 GB
Video Card: 1024 MB DirectX 11-compliant card with Shader Model 4.0 or higher (see supported list)
SUPPORTED VIDEO CARDS
ATI Radeon HD 2900 / 3000 / 4000 / 5000 / 6000 / 7000 series
Nvidia GeForce GTX 8800 / GTX 9000 / GT 200 / GT 400 / GT 500 / GT 600 series
Far Cry 3 Games Screen Short:
যদি ভালো লেগে থাকে তবে টিউমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর কোন সমস্যায় পড়লে নিজ দায়িত্বে জানিয়ে যাবেন আমি নিজের মনে করে সমাধানের চেষ্টা করবো আর আগামীতে আপনি কোন গেমস টির রিভিউ পেতে চান তা চাইলে আমাকে জানাতে পারেন সম্ভব হলে আপনার রিকোয়েস্ট আইডিয়া নিয়ে হাজির হয়ে যাবো।
তাহলে ভালো থাকুন গেমস টি উপভোগ করুন আর আমি আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
তবে চাইলে আমার ব্লগ সাইট ঘুরে আসতে পারেন নিচের লিংক থেকে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স
আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।
নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician