কেমন হবে আপনার গেইমিং ডেস্কটপ কম্পিউটার?

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

কেমন হবে আপনার গেমিং কম্পিউটার?

আজকাল মানুষ তার একঘেয়েমি যে কোনো কাজকে দূরে ঠেলে দিয়ে দিন দিন বিনোদনের দিকে অগ্রসর হচ্ছে। আর এই বিনোদনের র নতুন জগৎ হিসেবে বেছে নিয়েছে বিভিন্ন উন্নতমানের গেইমকে। আর এ গেইমগুলো খেলতে প্রয়োজন হয় একটি উপযুক্ত কম্পিউটারের। এই উন্নতমানের গেমসগুলো বাস্তবতার সাথে উপভোগ করার জন্য আপনি কিভাবে একটি উপযুক্ত কম্পিউটার খুঁজে পাবেন তাই আজ আলোচনা করবো।

বর্তমান বাজারে প্রচুর পরিমাণে বিভিন্ন কোম্পানির পন্য রয়েছে কিন্তু তা থেকে আপনার জন্য উপযুক্ত কোনটি তা খুঁজে বের করা খুবই মুশকিলের কাজ। কারণ এর সাথে আরো অসংখ্য বিষয় সংযুক্ত রয়েছে। বিশেষ করে আপনি যখন পিসি ক্রয় করতে বাজারে যাবেন তখন, এর আগে অবশ্যই এই যন্ত্রটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে হবে। আর যেসব বৈশিষ্ট্যগুলো আপনাকে গেমিং এর জন্যে ভালো মানের কম্পিউটার খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে সেগুলো।

গেমস খেলার জন্য সহজেই একটি উন্নতমানের কম্পিউটার নির্বাচন করার টিপসঃ-

১) স্ক্রিন :-

dam janun online shop price in bangladesh monitor visit: https://damjanun.com
যেকোনো গেমস খেলার কাজে কম্পিউটার স্ক্রিন বিশেষ ভূমিকা পালন করে। কারণ এটিই পারে গেমটিকে আরো আকর্ষনীয় করে ফুটিয়ে তুলতে এবং গেমটি খেলার সাথে সাথে আমাদেরকে একটি আনন্দমুখর পরিবেশ উপহার দিতে। তা উপভোগ করার জন্য আপনার প্রয়োজন একটি বড় স্ক্রিনের কম্পিউটার। তাই কেনার আগে এ বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন।

২) মেমোরি এবং স্টোরেজ :-

dam janun online shop price in bangladesh memory and ram visit: https://damjanun.com
ভালো কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্যই হলো এটিতে। কারণ বেশি মেমরি এবং স্টোরেজ সম্পন্ন কম্পিউটার কোন স্পীড ইস্যূ ছাড়াই আপনাকে উন্নতমানের পছন্দের গেইমগুলো কম্পিউটারের ভেতর স্টোর করে রাখতে সাহায্য করবে। বিশেষ করে সেই সকল গেমারদের জন্যে গুরুত্বপূর্ণ যাদের গেইমসের জন্যে অধিক ডাউনলোড এবং এক্সাপানশন স্পেস করা প্রয়োজন হয়ে থাকে।

৩) গ্রাফিকস কার্ড :-

কম্পিউটার গ্রাফিক্স কার্ড স্ক্রিনে গেইমটির সৌন্দর্যতা দেখতে ভূমিকা পালন করে। গেইমিং এর জন্যে আপনি যেমন একটি উপযুক্ত কম্পিউটার খোঁজেন তবে আপনাকে অবশ্যই কম্পিউটারে ব্যবহৃত গ্রাফিক্সকার্ডটির বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। এই কার্ডটি আপনার সকল গেইম প্লে এবং এটা স্ক্রিনে কেমন দেখায় তা নিশ্চিত করবে। তাই কেনার সময় এটির বিষয়েও লক্ষ্য করা প্রয়োজন।

৪) পাওয়ার এবং স্পিড :-

dam janun online shop price in bangladesh processor and speed visit: https://damjanun.com
আপনার প্রয়োজন এমন একটি কম্পিউটার যেটিতে অনেক পাওয়ার এবং স্পীড থাকবে। কারণ এ জিনিসটিই আপনাকে গেইম খেলতে গেলে ট্রান্সফরম করে। আপনি যদি স্লো স্পীড সম্পন্ন কম্পিউটার কিনে থাকেন, তাহলে এটিতে তেমন পাওয়ার থাকবে না। তখন আপনি গেইম খেলতে গেলে দেখবেন এটি অধিক সময় অপচয় করাচ্ছে। আপনি আরোও অনেক সমস্যায় পড়ে যাবেন। গেইম খেলার সময় যারা আনন্দ পেতে চায় তাদের জন্যে
এটি একটি গুরুর্ত্বপূণ বিষয়। ক্রয়ের ক্ষেএে এ বিষয়টিও মাথায় রাখা উচিৎ।

৫) তাপমাত্রা নিয়ন্ত্রন:-

dam janun online shop price in bangladesh visit: https://damjanun.com
যারা তাদের ল্যাপটপ/কম্পিউটারে ভিডিও গেইমস খেলতে পছন্দ করেন তারা অবশ্যই জানেন যে সারা দিন গেইম খেললে কম্পিউটার খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এর মূল সমস্যা হলো অধিকাংশ কম্পিউটারে উচ্চমাত্রার তাপ নিয়ন্ত্রনে উপযুক্ত কোন সিস্টেমের প্রয়োগ না থাকা। কম্পিউটার প্রতিনিয়ত উচ্চ মাত্রায় গরম থাকাটা যেমনি বিরক্তিকর একটি সমস্যা, তেমনি আবার দেখবেন একারণে মাঝে মধ্যে আপনার কম্পিউটার বন্ধও হয়ে যাচ্ছে। কারণ যন্ত্রটি নিজেই তার সম্ভাব্য ক্ষতির কারণ। সে জন্য আপনাকে ক্র‍য়ের আগে নিশ্চিত হতে হবে তাতে মানসম্মত কুলিং ফ্যান আছে কিনা।

অবশেষে নতুন কম্পিউটার ক্রয় করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার বাজেট অবশ্যই একটি গুরুর্ত্বপূণ বিষয়। অধিকাংশ গেইমিং কম্পিউটার ব্যবহারকারীদের কাছে অনেক বেশি ব্যয়বহুল। গেইমিং কম্পিউটার কেনার আগে লক্ষ্য রাখা উচিত কোনটি আপনার জন্যে উপযুক্ত এবং আপনার বাজেট অনুযায়ী কোনটি কিনতে আপনি সক্ষম হবেন। তবে বাজারের সকল পন্যগুলোর দাম যাচাই করে নেয়া সবচেয়ে উত্তম।

আগে থেকেই যারা কম্পিউটার গেইমস খুব বেশি উপভোগ করেন, তারা সহজেই বুঝতে পারবেন এর দ্রুত গতি, পাওয়ার এবং সর্বাধুনিক ফিচার সম্পর্কে। তাই তাদের জন্য এ কাজটি আরো সহজসাধ্য হয়ে যাবে।

Level 2

আমি আহমেদ তানভীর স্মরণ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস