এই আয়না কোন সাধারণ আয়না নয় । সচরাচর আমরা সাদা আয়না ইউজ করতে করতে আমাদের অবস্থা কেরোসিন এর মত হয়ে যাচ্ছে , কিন্তু কি ভেবে দেখেছেন যদি কালো আয়নার সামনে আপনাকে দাড়াতে হয় তাহলে কি হবে ???
আরে, আপনি চেষ্টা করলে ত ! ক্যামনে দেখবেন কেউ যদি আপনারে কালো আয়না না দেয় ?? নো প্রবলেম । কালো আয়নার অন্ধকার একমাত্র আপনিই দূর করতে পারবেন ( আমি চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই ! ) তাহলে দেখা যাক কয়াল কালো আয়নার মুখ !
এই হচ্ছে সেই কালো আয়না ( আমার কাছে কালো বাড়ি মনে হইতেছে কিন্তু কি বুইঝা যে কালো আয়না গেমের নাম রাখছে তা আমার বোধগম্য নহে ) যাই হোক গেমটি কিন্তু এক কথায় সাধারণের চেয়ে অন্য কিছু মানে অসাধারণ আরকি । গেমের কভারের পোড়া কালো বাড়ি দেখে মনে হয় অনেকেই অনেক কিছু অনুমান করা শুরু করে দিয়েছেন তাই আমি আর আপনার ধারণার মধ্যে ব্রেক না চেপে আমিও কিছু ধারনা ধার দেই ।
কয়েকদিন আগের কথা ( যদিও গেমের কভারের বাড়ি প্রাচিন কালের ধ্বংসাবশেষ দেইখা মনে হইতে পারে ) ডেভিড ভাই একটা ভেজালে পইড়া গেছিল । রাত্রে ঘুমাইতে গেলেই আজাইরা কয়েকটা ছাগল মানে কয়েকটা ভুত আইসা জ্বালাযন্ত্রণা শুরু করে । তারপর হটাৎ কইরাই একদিন পুলিশ আইসা ডেভিড ভাইরে ধইরা নিয়া গেল অপরাধ হইল খুনের মামলা । তো আমাদের ডেভিড ভাই প্রচণ্ড অবাক হইয়া গেল যদিও কিছু করার ছিল না । পুলিশ আইসা কয়েকটা প্যাঁদানি দিয়া জেল হাজতে ঘুম পাড়াইয়া দিল ।
তারপর জেলের ভাতে তরকারি কম দেয়াতে প্রতিবাদ করতেই পুলিশ আইসা কইল কি হইছে ? ডেভিড ভাই লজ্জায় কিছু কইতে পারল না বরং মাথায় একটা বুদ্ধি আসল । ডেভিড ভাই কইল " ভাই দেখেন আমি নির্দোষ , আমারে কয়েকদিন ছুটি দেন আমি আসল অপরাধী ধইরা আনমু । " পুলিশ কতক্ষণ চিন্তা কইরা দেখল যে ওরে যদি ছাইরা না দেই তাইলে ত গেমের কাহিনী আগাইব না তাই পুলিশ কইল যে অমুক ডেটের মধ্যে তোমার উপুযুক্ত প্রমান লাগব যে তুমি নির্দোষ ।
তারপর হইল আসল কাহিনী শুরু । আপনাকে একজন গোয়েন্দার মতই এই গেমে কাজ করতে হবে । কেঁচো খুজতে গিয়ে সাপ বের করাই হবে আপনার উদ্দেশ্য । এক্ষেত্রে আপনার দেখা দুঃস্বপ্নে ভূতগুলো প্রচুর ভুমিকা রাখবে । এইভাবেই আপানাকে আস্তে আস্তে কালো আয়নার অতল গহ্বর থেকে বেরিয়ে আসতে হবে । 🙂
আস্তে আস্তে আপনি যত গেমের গভীরে যাবেন ততই নতুন কিছু আপনার সামনে উম্মচিত হবে । একের পর এক মানুষ মরতে থাকবে আপনারই চোখের সামনে দিয়ে । আর এই গেমের শেষ পর্যায় যেতে হলে আপনাকে আসল দোষী খুজে বের করে শনাক্ত করতে হবে ।
এক পলক দেখে নেয়া যাক গেম খেলতে কি কি লাগবে ঃ
Minimum System Requirements for PC Game – Black Mirror 2
* OS: Windows XP, Vista
* CPU: Intel Pentium IV or equal processor with 1.4 GHz
* RAM: Windows XP with 512 MB RAM (Windows Vista x32/x64 with 1GB/2 GB RAM)
* HDD: 2 GB free disk space
* Graphics: 128 MB Graphics Memory with shader 2.0
* Sound Card: DirectX 9 Compatible
* DirectX: Version 9.0c
Recommended System Requirements for PC Game – Black Mirror 2
* OS: Windows XP, Vista
* CPU: Intel Dual-Core or equal processor with 2.0 GHz
* RAM: Windows XP with 512 MB RAM (Windows Vista x32/x64 with 1GB/2 GB RAM)
* HDD: 2 GB free disk space
* Graphics: 256 MB Graphics Memory with shader 3.0
* Sound Card: DirectX 9 Compatible
* DirectX: Version 9.0c
সিঙ্গেল লিঙ্ক ডাউনলোড এর জন্য এইখানে ক্লিক করুন Click Here
আমার টেকনোলজি সাইট এ আমন্ত্রণ রইল আপনাদের সবার কাছে http://www.allbox.cz.cc . এখানে পাবেন নিত্য নতুন টেকনোলজি সম্পর্কিত রিভিউ এবং লাস্ট আপডেটেড নিউজ ।
আমি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 363 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
BLA...BLA...BLA!
ভাই আপনি তো game master.আমি শুধু racing খেলি।