আসসলামু-আলাইকুম টেকটিউনসবাসী।
কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।
PUBG! বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও গেম। একটি বড় আইল্যান্ডে ১০০ জন প্লেয়ারকে প্লেন দিয়ে নামিয়ে দেওয়া হয়। তারা আইল্যান্ডের বিভিন্ন স্থান থেকে অস্ত্র, গুলি, আরমর ইত্যাদি সংগ্রহ করে একে অপরকে মারতে থাকে, এভাবে শেষ যে প্লেয়ার জীবিত থাকে সেই হয় বিজয়ী! এটাই হচ্ছে গেমটির কনসেপ্ট। গেমটি বর্তমানে এতটাই জনপ্রিয় যে গেমটির মতো আরো বেশ কয়েকটি গেমস বানানো হয়েছে তবে কেউই পাবজির মতো জনপ্রিয়তা লাভ করতে পারেনি।
আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে PUBG Mobile গেমটি পিসিতে ইন্সটল দিবেন খুব সহজেই। আমার টিউনে আমি ধাপে ধাপে সব বর্ণনা করব। এরপরও যদি কারো বুঝতে অসুবিধা হয় তবে টিউনের শেষে দেওয়া ভিডিওটি দেখে নিবেন। আশা করি বুঝতে পারবেন।
ধাপ ১ঃ পাবজি মোবাইল গেমটি একটি android গেম। সেজন্য পিসি তে খেলার জন্য আপনার অবশ্যই একটি ইমুলেটর লাগবে। আর এক্ষেত্রে আমি সাজেস্ট করব অবশ্যই Tencent Gaming Buddy নামক ইমুলেটর টি ব্যবহার করবেন। পাবজি খেলার জন্য এর থেকে বেস্ট ইমুলেটোর আর একটাও নেই। তাহলে প্রথমে এই লিঙ্ক থেকে ইমুলেটর ডাউনলোড করে নিন।
ধাপ ২ঃ এবার সফটওয়্যার টি ইন্সটল করে ওপেন করুন।
এখান থেকে pubg mobile ইন্সটল করে নিন।
ধাপ ৩ঃ ইন্সটল হয়ে গেলে এবার আগে গেমটি ওপেন না করে tencent gaming buddy এর settings এ যান। নিচে স্ক্রিনশট ফলো করুন।
Engines এ গিয়ে নিচের মত সেটিংস করুন।
Game এ এরকম সেটিংস করুন।
এবার পাবজি গেম ওপেন করুন এবং খেলুন। আশা করি খুব ভালো মত খেলতে পারবেন।
আমার টিউনটি কেমন হলো তা জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল এ এরকম আরো ভালো কিছু ভিডিও দেখতে পারবেন। ধন্যবাদ।
আমি নাবিল রহমান সূর্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি একজন প্রযুক্তি পাগল মানুষ।