চারিদিক থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ । তাদের চিৎকার ( চেঁচামেচি ) তে ভারি হয়ে আছে আকাশ । চারিদিক থেকে মানুষ ছুটছে প্রান বাঁচাবার আশায় । যারা বেঁচে গেছে তাদের জন্য অপেক্ষা করছে মৃত্যু কিন্তু যারা মৃত তারা মরে গিয়ে বেঁচেছে । চারিদিকে ভাসছে মরা লাশের পচা গন্ধ । যুদ্ধ চলছে । ভয়ঙ্কর, ঐতিহাসিক যুদ্ধ । প্রাণপণে সবাই যুদ্ধ করছে । একটু বাচার আশায়। যুদ্ধটা মানুষের সাথে মানুষের লড়াই হলে মনে হয় একটু বাচার আশা থাকত কিন্তু এযে মানুষের সাথে অন্য এক প্রাণীর !
সে হাজার বছর আগের কথা । তখন জাদু বিদ্যার স্বর্ণযুগ চলছে । হটাৎ করেই বিভিন্ন ধরণের ( আজাইরা ) প্রাণী এসে হামলা চালায় । মাঝখান দিয়ে আপনার উপরেই এসে পড়ে দায়িত্ব প্রাণীগুলকে ঝেড়ে ফেলার ( কারন ওই একই আপনার চেয়ে শক্তিশালি আর কেউ দেশে নেই ! ) আপনিই একমাত্র দেশের আশা ( জানা কথা ) আপনার উপরে নির্ভর করছে ১০ টি শহরের জনগনের প্রান ।
যারা বিশেষ করে রোল প্লেইয়িং মানে সারাজীবন ধরে খেলা গেমগুলো পছন্দ করেন তাদের জন্য মহোঔষধ হবে এই গেমটি । যাদের সারা দিন ধরে গেম খেলার পরও মন , পেট , হাত ,শরীর ভরে না তাদের জন্য এই গেম বেস্ট । আর যারা প্রাচিন কালের অস্র নিয়ে মারামারি পছন্দ করেন তাদের জন্য আর বলার অপেক্ষা রাখে না । গেম খেলার পর আশা করি শরীর অবশ হয়ে আসবে ভয়ংকর রকমের মারামারি দেখে ।
এই গেম খেলার জন্য পিসির ভেতর থাকা চাই প্রয়োজন মত যন্ত্রপাতি । আর তার লিস্টি নিম্নে দেয়া হল । আশা করি দ্রুতই এই জিনিসপত্র গুলো পিসির পেটে ঢুকাবেন !
Minimum System Requirements
Windows XP SP 2 / Windows Vista SP 1
CPU: Intel Core 2 Duo (2GHz) / AMD Athlon X2 (2GHz)
RAM: 1.5 GB Ram
Graphics Card: NVIDIA GeForce 8600 VRAM 256 Mb
Sound Card: Direct X 9.0c compatible
15 GB Hard Disk space
Recommended System Requirements
Windows Vista SP 1
CPU: Intel Core 2 Duo (2.4GHz) / AMD Athlon X2 (2.4GHz)
RAM : 2 GB Ram
Graphics Card: NVIDIA GeForce 8800 VRAM 512 Mo
Sound Card: Direct X 9.0c compatible
15 GB Hard Disk space
ত আর কি এখন গেমের ডাউনলোড লিঙ্কটা হলেই বোধ হয় আপনার পেট ভরবে । নিয়ে নিন মিডিয়াফায়ার এর এক্সক্লুসিভ লিঙ্ক Click Here
আশা করি আবার আসবেন ,এই পর্যন্তই রইল আমার গেমিং পোস্ট ।
ধন্যবাদ !
আমি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 363 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
BLA...BLA...BLA!
হায় হায় !! ১০৩ খানা পার্ট !!! এতগুলান পার্ট ডাউনলোড করতেই তো বুড়া হয়ে যাব ! 🙁
এর থেকে কিনে খেলাই ভাল।
ধন্যবাদ।