শেষ ধ্বংসাবশেষ ( অপেক্ষায় আপনার জন্য )

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

চারিদিক থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ । তাদের চিৎকার ( চেঁচামেচি ) তে ভারি হয়ে আছে আকাশ । চারিদিক থেকে মানুষ ছুটছে প্রান বাঁচাবার আশায় । যারা বেঁচে গেছে তাদের জন্য অপেক্ষা করছে মৃত্যু কিন্তু যারা মৃত তারা মরে গিয়ে বেঁচেছে । চারিদিকে ভাসছে মরা লাশের পচা গন্ধ । যুদ্ধ চলছে । ভয়ঙ্কর, ঐতিহাসিক যুদ্ধ । প্রাণপণে সবাই যুদ্ধ করছে । একটু বাচার আশায়। যুদ্ধটা মানুষের সাথে মানুষের লড়াই হলে মনে হয় একটু বাচার আশা থাকত কিন্তু এযে মানুষের সাথে অন্য এক প্রাণীর !

সে হাজার বছর আগের কথা । তখন জাদু বিদ্যার স্বর্ণযুগ চলছে । হটাৎ করেই বিভিন্ন ধরণের ( আজাইরা ) প্রাণী এসে হামলা চালায় । মাঝখান দিয়ে আপনার উপরেই এসে পড়ে দায়িত্ব প্রাণীগুলকে ঝেড়ে ফেলার ( কারন ওই একই আপনার চেয়ে শক্তিশালি আর কেউ দেশে নেই ! )  আপনিই একমাত্র দেশের আশা ( জানা কথা ) আপনার উপরে নির্ভর করছে ১০ টি শহরের জনগনের প্রান ।

যারা বিশেষ করে রোল প্লেইয়িং মানে সারাজীবন ধরে খেলা গেমগুলো পছন্দ করেন তাদের জন্য মহোঔষধ হবে এই গেমটি । যাদের সারা দিন ধরে গেম খেলার পরও মন , পেট , হাত ,শরীর ভরে না তাদের জন্য এই গেম বেস্ট । আর যারা প্রাচিন কালের অস্র নিয়ে মারামারি পছন্দ করেন তাদের জন্য আর বলার অপেক্ষা রাখে না । গেম খেলার পর আশা করি শরীর অবশ হয়ে আসবে ভয়ংকর রকমের মারামারি দেখে ।

এই গেম খেলার জন্য পিসির ভেতর থাকা চাই প্রয়োজন মত যন্ত্রপাতি । আর তার লিস্টি নিম্নে দেয়া হল । আশা করি দ্রুতই এই জিনিসপত্র গুলো পিসির পেটে ঢুকাবেন !

Minimum System Requirements
Windows XP SP 2 / Windows Vista SP 1
CPU: Intel Core 2 Duo (2GHz) / AMD Athlon X2 (2GHz)
RAM: 1.5 GB Ram
Graphics Card: NVIDIA GeForce 8600 VRAM 256 Mb
Sound Card: Direct X 9.0c compatible
15 GB Hard Disk space

Recommended System  Requirements
Windows Vista SP 1
CPU: Intel Core 2 Duo (2.4GHz) / AMD Athlon X2 (2.4GHz)
RAM : 2 GB Ram
Graphics Card: NVIDIA GeForce 8800 VRAM 512 Mo
Sound Card: Direct X 9.0c compatible
15 GB Hard Disk space

ত আর কি এখন গেমের ডাউনলোড লিঙ্কটা হলেই বোধ হয় আপনার পেট ভরবে । নিয়ে নিন মিডিয়াফায়ার এর এক্সক্লুসিভ লিঙ্ক Click Here

আশা করি আবার আসবেন ,এই পর্যন্তই রইল আমার গেমিং পোস্ট ।

ধন্যবাদ !

Level 0

আমি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 363 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

BLA...BLA...BLA!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হায় হায় !! ১০৩ খানা পার্ট !!! এতগুলান পার্ট ডাউনলোড করতেই তো বুড়া হয়ে যাব ! 🙁
এর থেকে কিনে খেলাই ভাল।
ধন্যবাদ।

    টাকা যদি সর্ট পড়ে তাহলে ডাউনলোড করতে পারেন 🙂

    আমি সিটিসেটের ৫জিবি ব্যবহার করি।
    তাহলে ধরেন ১০৩ X ৯৫ = ৯৭৮৫ মেগাবাইট
    দুইমাসের ব্যান্ডউইথ। স্পিড = ১৮ কেবিপিএস
    ডাউনলোড করতে কম করে হলেও ২০ দিন লাগবে।
    আর দুই মাসের ব্যান্ডউইথ এর খরচ (ভ্যাটসহ) ৮০৫ X ২ = ১৬১০/- টাকা।

    আর বাজারের তিনটা ডিভিডির দাম সবোচ্চ ৩০০/- টাকা।

    তাই বললাম আর কি। তবে গেমটা কিন্তু হ্যাব্বি।
    যারা আনলিমিটেড ব্যবহার করে তাদের সমস্যা নাই।

    হা হা । তাইলে ত আপনার এই হিসাব খাটবে না । যারা আনলিমিটেড ব্রডব্যান্ড নেট ইউস করে তাদের বেলায় আমার কথা খাটবে ।

    তিনটা ডিভিডির দাম ১৫০ টাকা 😛

Level 0

সহমত to সাইফুল ইসলাম

এখানে যেয়ে আরামে ডাউনলোড করেন http://thepiratebay.org/torrent/4779834/The.Last.Remnant-RELOADED

গেম খেলা পরের কথা। আপনার গেম রিভিও দেখেই যথেষ্ট ভালো লেগেছে। ধন্যবাদ।

Level 0

আমার একটা CDMA মডেম আছে। কিন্তু ঐ মডেমটার Driver Software নাই। মডেমটা TIAN TUO XIN DIAN CDMA Technologies এর। এর Driver Software পাবার পদ্ধতি বলবেন প্লিজ।
আমি সাহায্য চাই বিভাগে এটা পোস্ট করতে চেয়েছিলাম কিন্ত পারি নাই। এ বিভাগে পোস্ট করছিলাম কিন্তু তা ড্রাফট হয়ে আছে। এ বিভাগে পোস্ট করতে পারলে ছবি সহ দিতে পারতাম।
এমন কি পদ্ধতি আছে যা দিয়ে আমি মডেমের Driver Software এর থেকে রেহাই পেতে পারি।
Help me please.
[email protected]

    গুগল সার্চ করে দেখুন ।

Opening was good ending is ……………………………………..

    ভাই আমার কাজ হল গেমের প্রথম অংশের সাথে পরিচয় করিয়ে দেয়া আর গেমারদের কাজ হল শেষ অংশটুকু নিজে নিজে পরিচয় হয়ে নেয়া ।

Level 0

i have no problems bcz i have three pc three Gp unlimited tai download dita problem nai..
Aga GP Net unlimited 5GB Pojonto download dito 5GB cross hola net speed solo hoya jato but akhon amar 15 days a 20GB jacaa net Speed same asa …
Dina ami maximum 35-40 KB/sec pai
Rat 12 tar por 50-65 Pai KB

    তাইলে আর দেরি করে লাভ কি ? তাড়াতাড়ি ডাউনলোড শুরু করুন ।

Level 0

bhaiya, graphic card, sound card chara khela jabe, emon valo valo game din pls.