PUBG VS Appex legends কোনটা খেলবেন?
আপনি যদি গেমস খেলতে পছন্দ করেন তাহলে অবশ্যই আপনি পাবজি (PUBG) এর সাথে পরিচিত। কারণ এটা বর্তমানে ইন্টারনেটের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় গেমস। কিন্তু আপনি জানেন কি এই ফেব্রুয়ারিতে নতুন একটি গেমস এসেছে গেমস টির নাম এপেক্স লেজেন্ড (Appex Legends)। আমার মত অনেকেরই ধারণা গেমসটি পাবজি কে টপকে খুব শীঘ্রই শীর্ষে অবস্থান করবে। চলুন জানা যাক গেমটির এত জনপ্রিয়তার কারণ।
ফ্রী
আপনি জানেন পাবজি মোবাইল ফ্রি, কিন্তু পাবজি পিসি গেমসটি খেলতে হলে সেটি অবশ্যই আপনাকে কিনতে হবে।
অন্যদিকে এপেক্স লেজেন্ড মোবাইল পিসি এক্সবক্স অথবা ps4 সব ইউজারদের জন্য টোটালি ফ্রি।
সাইজ
পাবজি পিসি এবং এপেক্স লেজেন্ড দুটো গেমস এর ডাউনলোড সাইজ সমান প্রায় 13 জিবি। কিন্তু ইন্সটল করার পর পাবজি পিসি সাইজ দাঁড়াবে 30 জিবি অন্যদিকে এপেক্স লেজেন্ড মাত্র 23 জিবি সে দিক থেকে বিবেচনা করলে এপেক্স চলে যান আপনার ডিস্ক বাঁচাবে।
গ্রাফিক্স
আমি আপনাকে প্রমিস করছি এটা তুলনা করার কোন প্রয়োজন নেই কারণ আমি দুইটি গেমস খেলেছি আমার কাছে মনে হচ্ছে পাবজি গ্রাফিক্স এর চেয়ে এপেক্স লিজেন্ড এর গ্রাফিক্স অনেক অনেক ভালো।
কনসেপ্ট
সবজি খেলে কিছুটা বিরক্ত হয়ে যাচ্ছিলাম কারণ একই লোকেশন কনসেপ্টটা প্রায় একই রকম। কিন্তু এপেক্স লিজেন্ড সম্পূর্ণরূপে ভিন্ন একটা কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে। যদিও দুটো গেমি ব্যাটেল গেম তাই কিছুটা মিল থাকবে তারপরও এপেক্স লেজেন্ড এর গ্রাফিক্সের জন্য এটা সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করেছে।
আজ এ পর্যন্তই সম্পূর্ণ ধারণা পাওয়ার জন্য আমার দেয়ার নিচের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।
আমি রাজিব রাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Hey, I am Rajib Raj. I am a job holder and part-time freelancer, a blogger also YouTuber. please visit my site https://learning-bin.com and my youtube channel www.youtube.com/opentalk