তুমুল জনপ্রিয় গেইম ‘প্লেয়ারস আননোনস ব্যাটলগ্রাউন্ডস’ বা পাবজির নতুন আপডেট আসছে।
পাবজি ০.১০.৫ নামে আপডেটে দেখা মিলবে জম্বির। সম্প্রতি পাবজির টুইটার অ্যাকাউন্ট থেকে নতুন আপডেট আনার বিষয়টি নিয়ে একটি টিউন করা হয়। সেখানে এই তথ্য জানা যায়।
অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মে মিলবে নতুন সংস্করণটি। নতুন আপডেটে কী কী ফিচার থাকবে সে সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি। তবে কয়েকটি খবরের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, নতুন আপডেটে ভিকেন্ডি ম্যাপে লুটের পরিমাণ আরও বৃদ্ধ করা হতে পারে। এছাড়া জম্বি নিয়ে আলাদা একটি মোডও আসতে পারে। এছাড়া আগের কিছু বাগ ফিক্সড করে গেইমটিকে আরও গতিময় করে তুলবে।
এর আগের আপডেটে পাবজি মোবাইল ০.১০.০ সংস্করণে দেখা পাওয়া যায় নতুন ম্যাপের। ভিকেন্ডি নামে ম্যাপে গেইমারদের বরফের দেখা পায়। ম্যাপটিতে বরফের মধ্যে চালানো যায় এমন একাধিক গাড়ি যোগ করা হয়েছে। মিলেছে ক্রস সার্ভার ম্যাচমেচিং সুবিধা। এটি চালু থাকলে একই সঙ্গে অন্য প্ল্যাটফর্মের খেলোয়াড়দের সঙ্গেও খেলা যাবে।
সার্ভাইভাল ঘরানার গেইমটিতে গেইমারকে সম্পূর্ণ খালি হাতে অন্যান্য গেইমারদের সঙ্গে একটি এলাকায় ছেড়ে দেওয়া হয়। এর পর এলাকায় থাকা অস্ত্র ও অন্যান্য জিনিসপত্র কাজে লাগিয়ে সবার মধ্যে টিকে থাকার মাধ্যমেই একেকটি ম্যাচ এগিয়ে চলে। শেষ পর্যন্ত জীবিত থাকা একজনই সেই ম্যাচের বিজয়ী হয়।
আমি ওয়েব মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি রাকিব। ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।