বিশ্ব সেরা যে গেমটি ভয়ঙ্কর ভৌতিক!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

রেসিডেন্ট এভিল ৭। Resident Evil 7: Biohazard

ভৌতিক আবহে টিকে থাকার লড়াই নিয়ে গেম 'রেসিডেন্ট এভিল ৭ : বায়োহ্যাযার্ড'। রেসিডেন্ট এভিল সিরিজের ১১তম সদস্যের সার্বিক ব্যবস্থাপনা ও প্রকাশনায় ছিল ক্যাপকম। চলতি বছরের ২৪ জানুয়ারি ২০১৭ গেমটি অবমুক্ত করা হয়েছে। এটি একই সঙ্গে মাইক্রোসফট উইন্ডোজ, প্লে স্টেশন ৪ এবং এক্সবক্স ওয়ানে খেলা যাবে।

কাহিনী ঃ
গল্পের নায়ক ইথান উইনটার। প্রায় ৩ বছর হয়ে গেল ইথানের স্ত্রী মিয়া নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পর ইথান স্ত্রীকে উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে। হঠাৎ মিয়া ইথানের কাছে বার্তা পাঠায় তাকে উদ্ধারের জন্য। সেই বার্তার সূত্র ধরে ইথান জানতে পারে বেকার পরিবারের এক পরিত্যক্ত পুরনো বাগানবাড়িতে মিয়াকে বন্দি রাখা হয়েছে। সেখানে গিয়ে বাসার নিচে ইথান তার স্ত্রীকে বন্দি অবস্থায় পায়। বন্দিদশা থেকে উদ্ধার করতে গেলে মিয়া ইথানকে তাড়া দেয় 'ড্যাডি' আসার আগেই দ্রুত এখান থেকে তাকে নিয়ে বের হয়ে যেতে। এমন সময় জো নামে একজনের কল আসে ইথানের মোবাইলে। জো তাদের পালানোর পথ বলে দেয়। দেখানো পথ ধরে পালানোর সময় অপরিচিত ভৌতিক এক ফোর্স মিয়ার কর্তৃত্ব দাবি করে ইথানের ওপর আক্রমণ করে। আর এভাবেই শুরু হয়ে ইথান আর মিয়ার সেই ভুতুড়ে বাড়ি থেকে বের হওয়ার মিশন।
যেভাবে খেলতে হবে
গেমটি খেলতে হবে গল্পের নায়ক ইথান উইনটারের চরিত্রে। মূল মিশন, বেকার পরিবার ও তাদের সৃষ্ট ভৌতিক চরিত্র মোল্ডারদের সঙ্গে যুদ্ধ করে মিয়াকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। মিয়া অথবা জো যে কারও সরাসরি নির্দেশনায় সামনে এগোনো যাবে। ইথান সাধারণ নাগরিক হওয়ায় যুদ্ধের কৌশল জানা থাকবে না তার। তবে পিস্তল, কুড়াল, শটগান, বিস্কোরক এই ধরনের সহজে ব্যবহারযোগ্য অস্ত্র ব্যবহারের সুযোগ পাবে গেমার।


খেলতে যা লাগবে ঃ
গেমটি খেলতে হলে নূ্যনতম ইন্টেলের কোরআই৫ (৪৪৬০) অথবা এএমডি এফএক্স-৬৩০০ অথবা সমমানের প্রসেসর, ৮ জিবি র‌্যাম, অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ থেকে পরবর্তী যে কোন ভার্সন, এনভিডিয়ার জিফোর্স জিটিএক্স ৭৬০ অথবা এএমডির রেডন আর৭ ২৬০এক্স এবং হার্ডিক্সে ৫০ জিবি ফাঁকা জায়গা থাকা লাগবে।

গেমটি স্টিম থেকে কিনতে হলে লিঙ্ক এ ক্লিক করুন  steam.com/resident_evil_7

Level 1

আমি ১৩৩৭ টিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

গেম প্রেমিক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস