আচ্ছা, সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের একটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো, “অ্যান্ড্রয়েড মোবাইলে সময় কাটানোর সবচেয়ে ভালো উপায় কোনটি?”। মনে হয় প্রায় সবার উত্তরই মোবাইলে গেমস খেলা। আর হবে না কেন? অ্যান্ড্রয়েডে আছে অনেক হাই রেজুলেশনের গ্রাফিক্স এবং দারুন মিউজিক সম্পন্ন অনেক অ্যাডিক্টিভ গেমস। তাই প্রায় সকল অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীর মোবাইলে কমপক্ষে একটা হলেও গেম থাকে। অনেকে তো অ্যান্ড্রয়েড মোবাইলই কিনে গেমস খেলার জন্য। আর গেমগুলো যদি অন্যের সাথে খেলা যায় তবে তো কথাই নেই। এই ধরনের গেমগুলোকে মাল্টিপ্লেয়ার গেম বলে। তাই চলুন জনপ্রিয়তা, গ্রাফিক্স এবং রেটিং এর ভিত্তিতে দেখে নেই অ্যান্ডয়েডের সেরা পাঁচটি মাল্টিপ্লেয়ার গেমস:
২) Clash of Clans: অ্যান্ড্রয়েড এর জন্য সেরা পাচটি মাল্টিপ্লেয়ার গেমের লিস্ট ক্লাস অফ ক্লানস ছাড়া কল্পনাও করা যায় না। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এর খুব জনপ্রিয়তা। এমন অ্যান্ড্রয়েড ইউজার মনে হয় কমই আছে যে কখনো ক্লাস অফ ক্লানস এর নাম শুনে নাই। এটি একটি স্ট্র্যাটেজি গেম। গেমটি আপনাকে অনলাইনে খেলতে হবে।
অ্যান্ডয়েডের জন্য আরো অনেক জনপ্রিয় মাল্টিপ্লেয়ার গেম আছে। যেমন :Boom Beach, Ice Age Village, Sim City, Word With Friends, Dominations ইত্যাদি। উপরে উল্লেখিত মাল্টিপ্লেয়ার গেমগুলো পছন্দ না হলে এই গুলো ট্রাই করতে পারেন।
বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন:
আমি জুয়েল আহমদ লিটন। Mid Level, Pro Bangla, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জুয়েল আপনাদের উৎসাহ আর উদ্দীপনা পেলে টেকনোলজি সম্পর্কে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব।
প্রিয় টিউনার,
আপনার টিউন/টিউন গুলো নেগেটিভ র্যাংকিং পাচ্ছে
টেকটিউনসে টিউন করার উদ্দেশ্য হচ্ছে টেকটিউনসে আপনার নিজেস্ব অডিএন্স ও ফলোয়ার তৈরি করা। টেকটিউনস এর অডিএন্স, টিউজার, টিউডার ও টিউজিটরদের জন্য মান সম্পন্ন কন্টেন্ট তৈরির মাধ্যমে আপনার টিউন র্যাংক করা, টিউনের জোসস পাওয়া এবং নিজের ফলোয়ার বাড়ানো। টেকটিউনসে আপনার টিউনের জোসস পেতে হবে ও ফলোয়ার বাড়াতে হবে। আপনার টিউনের যত বেশি জোসস ও আপনার যত বেশি ফলোয়ার হবে আপনার টিউন তত বেশি র্যাংক করবে তত বেশি ফলোয়ারদের কাছে পৌঁছাবে। টেকটিউনসে প্রকাশিত আপনার টিউন গুলো আপনার ফলোয়ারদের কাছে শো করে। আপনার ফলোয়াররা আপনার টিউনে জোস করলে তা ফলোয়াররা বেশি দেখতে পান এবং বেশি জোস পাওয়া টিউন গুলো টিউজাররা নিজেদের টিউন স্ক্রিনে দেখতে পায়। আপনার ফলোয়ার বাড়ান এবং কোয়ালিটি টিউন করে জোস বাড়ান।
আপনার টিউন নেগেটিভ র্যাকিং পায়। এধরনের টিউন টিউজিটররা পছন্দ করে না এবং তা নেগেটিভ র্যাংকিং পায়। নেগেটিভ র্যাংকিং এর ফলে আপনার টিউন গুলো টেকটিউনস স্ক্রিন থেকে দূরে সরে যেতে থাকে।
টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার বাড়াবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন। টেকটিউনস ট্রাস্টেড টিউনার ১, টেকটিউনস ট্রাস্টেড টিউনার ২, টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৩
টেকটিউনস সৌশল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তা জানতে এই টিউনটি পড়ুন এবং টেকটিউনসে টিউন করতে কি কি বিষয় মেনে টিউন করতে হয়, কোন কোন বিষয় মেনে টিউন করলে আপনার টিউন র্যাংক করবে বেশি ফলোয়ার পাওয়া যাবে তা জানতে এই টিউনটি পড়ুন।
টেকটিউনসে টিউন করতে সঠিক ভাবে টেকটিউনস সম্বন্ধে জানুন ও টেকটিউনসে কী ধরনের টিউন করলে টিউজিটররা আপনাকে ফলো করবে আপনার টিউন পছন্দ করবে আপনার টিউনে বেশি জোসস করবে তা আয়ত্ব করুন। টেকটিউনস একটি টেকনোলজি সৌশ্ল নেটওয়ার্ক। আপনাকে নিজের কোয়ালিটি কন্টেন্ট এর মাধ্যমে নিজের ফলোয়ার তৈরি করত হবে কমিউনিটিতে ইনফ্লুয়েস তৈরি করতে হবে।