আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
অনেকদিন টেকটিউনের বাইরে ছিলাম। তাই অনেক টিউন জমা হয়ে গেছে যেগুলো পড়া হয়নি। এরই মধ্যে পেয়ে গেলাম একটি মজার গেম। আপনার পছন্দ হবে আশা করি। আর যদি পছন্দ নাও হয় সমস্যা নেই। আপনার বাড়িতে যে আপনার ছোট ভাই-বোন আছে ওদের পছন্দ হবেই। এবার আসুন দেখি এই গেমটির কিছু ছবি...
এখানে আপনাকে খেলতে হবে একটা মানুষ হিসেবে যাকে আপনি দেখতে পাবেন না কারণ আপনাকে থাকতে হবে একটা বাড়ির মধ্যে। আর আপনার ব্রেইনকে বাচাতে হবে Zombie দের কবল থেকে। আর হাতিয়ার হল আপনার ফুল-ফসলের বাগান!!!
গেমটি খেললেই বুঝতে পারবেন কত মজা।। এখন ডাউনলোড করুন Mediafire থেকে(৩৩MB)। আর খেলা শুরু করে দেন।
http://www.mediafire.com/?fky1b9avyp9g6ml
আমি এ এম আরাফাত হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ। ডাউনলোড দিলাম। মনে হয় ভালই হবে।