এবার যুদ্ধ করুন যুদ্ধক্ষেত্রে গিয়ে ! ( যুদ্ধক্ষেত্র নাম্বার ২ )

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

অনেক দিন যুদ্ধ হইতেছে না বলে আপনি আর কতকাল ঘুমিয়ে থাকবেন ? এবার ঘুম থেকে উঠে পড়ুন । চোখে চোরাবালি সরি পানি দিয়ে উঠুন ( ভুলে আবার এসিড ঢালবেন না যেন ! ) আপনার ধুলা পড়া এবং জং পড়া রাইফেল , বাজুকা , গ্রেনেড গুলো পালিশ করে চকচকে করে রাখুন । আপনার সময় হয়ে পড়েছে যুদ্ধক্ষেত্রে যাবার । সময় হয়েছে তৈরি হবার ।

আপনি নিশ্চয়ই ভাবতেছেন যুদ্ধক্ষেত্রে আপনার যাবার কি দরকার ? সেনাবাহিনীরা কি ঘাস কাটে কিংবা ছাগল চরায় যে যুদ্ধ করতে পারব না , আপনারেই যাইতে হবে ? আপনার ধারণা ৯৯ % ( ১ % আমার ভুল হইতে পারে ) ভুল প্রমানিত করে আপনাদের সামনে হাজির করছি বছরের চমক জাগানো গেম ( বছর অবশ্য এখনো শেষ হয় নাই ! )

[Exclusive] Battlefield Bad Company 2 [Exclusive]

এই গেম নিয়া আমার কিছু বলার সাহস হইতেছে না । উপরের ছবি দেখে নিশ্চয়ই ৫০ % অনুমান করে ফেলেছেন কি হাই কোয়ালিটির গেম এটি । যুদ্ধ কি জিনিস তা মনে হয় এই গেমেই ভালভাবে উপলব্ধি করতে পারবেন । এ এক ভয়ংকর কাহিনী । কাহিনী এতই জীবন্ত আপনি গেম খেলার সময় নিজেই ভয় পেয়ে যেতে পারেন ( আপনার হার্টের উপর তা ৫০ শতাংশ নির্ভর করছে ) গেমের প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর এবং নিখুঁত যাকে বলে সেই ভাবে উপস্থাপন করা হয়েছে ।

গেমের সাউন্ড এবং গ্রাফিক্স কোয়ালিটি সম্পর্কে যে সমালোচনা করবে তাকে নিঃসন্দেহে নির্বোধ বলা যেতে পারে । গেমের গ্রাফিক্স চোখে পড়ার মত আর সাউন্ড এককথায় যেন যুদ্ধের ময়দান । গেমের গেমপ্লে চরমভাবে উন্নত এবং আপনি এই গেম কমপ্লিট না করা পর্যন্ত শান্তি পাবেন বলে মনে হয় না । গেমের শেষ আপনাকে দেখে যেতেই হবে ( প্রতিশোধ নেয়ার কথা বলছি না )

এই গেম কখনো চোখ ঝলসানো রোদে , কখনো ঝড়ো বৃষ্টিতে , কখনো আবার প্রচণ্ড শীতে কুয়াশায় ঢেকে যাওয়া বনে - বাদারে ( আসল বাঁদর নয় ) ,রাস্তায় ফকিরের বেশে মানে পাতায় ঢাকা কাপড় পড়ে গেরিলা হয়ে ( Not গরিলা ) শত্রুর টুটি চেপে ধরতে হবে । তবে সতর্ক না থাকলে এর উল্টোটাও ঘটতে পারে । তাই চোখ - কান - মস্তিস্ক খোলা রেখে খেলতে হবে ।

পাওয়ারফুল গেমের জন্য চাই পাওয়ারফুল কনফিগারেশন । তাই একবার নিচে চক্ষুটা একটু বুলায় নিতে পারেন খেলার আগে ঃ

GD Hardware Rating
Intel Processor-Core 2 Quad Q6600 2.4GHzGD CPU hardware score: 5
AMD Processor-Phenom 9100e Quad-Core
Nvidia Graphics Card-GeForce 9800 GTXGD GFX hardware score: 6
ATI Graphics Card-Radeon HD 4770 512MB
RAM (Memory)-2 GB
Hard Disk Space-10 GB
Direct X-9

গেমটি ডাইরেক্ট ডাউনলোড এর জন্য এখানে ক্লিক করুন Click Here

Level 0

আমি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 363 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

BLA...BLA...BLA!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটারে পাওয়ারফুল কনফিগারাশান বললে আমার হাসা ছাড়া কোন কিছু করার নাই। 🙂
সাইট আবার ফিরে আসায় কিযে ভাল লাগছে…………………….

    কিছু কিছু লোকের কাছে এটি পাওয়ারফুল ই বটে কিন্তু আবার কারো কাছে কিছুই নয় ।

    আমার সাইটে আমন্ত্রন রইল । 🙂

cricket er kono Highly Compressed game thakle janaben plz.

আমার খুব ই প্রিয় একটা গেম । যখনি ভালো লাগে না তখনি zero dark thirty অথবা no one left behind মিশন দুইটা খেলি । battlefield 3 এর জন্য ওয়েট করছি ।

আর হা , built in graphics দিয়েও গেম টি খেলতে পারবেন । যাদের উইন্ডোজ ৭ , এবং মিনিমাম intel 41 চিপসেট এর মাদার বোর্ড , তারা built in graphics এই খেলতে পারবেন । তবে মিশন লোড নিতে একটু সময় নিবে । আমার এখন আর সময় নেয় না। XFX er 6750 লাগায়ে নিছি ।

    বিল্টইন কনফিগার নিয়ে গেম খেলা আর স্লো মোশনে মুভি দেখা একই কথা ।

ওফ খেলতে পারবনা। র‍্যামটাই মারছে।
নতুন একটা র‍্যাম লাগাতেই হবে।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

    দ্রুত একটা র‍্যাম কিনে ফেলেন !

Level 0

Battlefield Bad Company 2 Ses korci Aro 11 month aage akhon 3 release hobe

    ভাল হইছে ! এবার আমিও অপেক্ষায় আছি ।

আমার http://www.bdstall.com/listingDetail/index/1816/ ASUS K52N pc ta kalta parboki

    পারবেন বলে মনে হচ্ছে। আপনি আরও শিওর হওয়ার জন্য গুগল সার্চ দিন ।

আমার এ ধরনের গেম খুব খেলার ইচ্ছা থাকলেও আমি খেলতে পারিনা,কিছু সময় এ ধরনের যুদ্ধের গেম খেলার পর প্রচন্ড মাথা ঘুরায় এবং বমি বমি ভাব হয়। কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে কেউ কি বলবেন?

    আপনি এক কাজ করতে পারেন । আপনি প্রচুর হরর মুভি দেখা শুরু করুন । একসময় যখন রক্তারক্তি আপনার ব্রেইন ক্যাচ করে ফেলবে তখন গেম খেলা স্টার্ট করে দিবেন । 🙂

    হরর মুভি আমি প্রায়ই দেখি এতে কোন সমস্যা হয়না,কিন্তু এ ধরনের গেম খেলতে গেলে একটা confusion এর সৃষ্টি হয় পরের স্টেপ এর জন্য তখনি সমস্যাটার শুরু হয়।

    গেমের ডাক্তার দেখাইতে পারেন ।

Level 0

আমার ল্যাপটপ dell inspiration 5010.প্রায় ৫ মাস আগে কিনেছি।কনফিগারেশন নিম্নরুপঃ

intel Processor – Core i3 2.4GHz
intell hd Graphics Card – 763mb (64mb dedicated)
RAM (Memory) – 2 GB
Hard Disk Space – 10 GB
Direct X – 11

আমার প্রস্ন দুটিঃ
১।এই কনফিগার এ কি এই গেইম টা খেলা যাবে?
২।এই কনফিগার এ কি কি গেইম খেলা যাবে এবং তার জন্য ভালো কোন ওয়েবসাইট এর নাম জানা আছে কি?
ধন্যবাদ

    ১। হুম… আপনার ল্যাপটপে নিশ্চিন্তে গেমটি প্লে করা যাবে ।

    ২। আমার জানা মতে http://www.systemrequirementslab.com/cyri/ এই সাইটটি বেস্ট একটি সাইট কোন গেম চালাতে পারবেন কিনা তা জানার জন্য ।

    ধন্যবাদ

    Level 0

    ধন্যবাদ।

Level 0

২৯ টা পাঠই কি ডাউনলোড করতে হবে??????????

Level 0

ato strong configaration dekle to pant vije jay……

Level 0

Proc: intel Duel Core 2.6 GHz
2GB RAM; Gigabite G41 motherboard(1GB graphics built-in)
No Graphics Card;

ai configaration_r jonno kiso valo Action; FPS game_r name den na vai……sobai onek valo valo game day but ami khelte parina.

হুম … ভাল !