অসাধারন,
নতুন রেকর্ড ছুয়ে ফেললো বাংলাদেশ। সেটাও শাকিব, মুশফিকের হাত ধরে নয়। অভাবনীয় ভাবে রাঙ্কিং এ -৯ এ থাকা বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ভারতকে হারিয়ে প্রথম বারের মতো কোনো টুর্নামেন্ট এ champion বাংলাদেশ।
শুরুতে টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। অসাধারন বলিং করে ভারতকে ১১২ রানে আটকে দেয় বাংলাদেশ। ব্যাটিং এ শুরু ভালই করলেও ভারতের স্প্রিন বলিং এর কাছে একটু সমস্যায় পরে বাংলাদেশ। শেষ অভারে প্রয়োজন হয় ৯ রানের। একটি চার আর একটা ১ এ সমতায় আসে খেলা। প্রয়োজন হয় ৪ বলে ৪ রানের। শেষ বলে দরকার দুই, আর সেই দুই রান নিয়েই অনন্য রেকর্ড গরে বাংলাদেশ.
এর এগে আয়োজিত এশিয়া কাপে ৬ আসরে ৬ বারই কাপ নেয় ভারত। যেটা ছিল এমনঃ India vs Srilanka- India champion- 2006
India vs Srilanka- India champion- 2008
India vs Srilanka- India champion- 2010
India vs Srilanka- India champion- 2012
India vs pakistan- India champion- 2014
India vs pakistan- India champion- 2016
India vs bangladesh- Bangladesh Champion- 2018
Congrats bangladesh women cricket team.
Munna
আমি মোঃ মুন্না হোসেন মহা আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
সুন্দর জীবন গড়তে একটা সুন্দর পরিকল্পনা থাকতে হয় তুমি ব্যর্থ নাকি সফল তা সময় বলে দেবে...... ✌✌ আর সুখের পিছনে না ছুটে ভবিষ্যতের পিছনে যাও আশা করি ভালো লাগবে অবশ্যই ফলো করবেন আমি আপনাদের অনুরধ গুলা রাখার চেস্টা করব ধন্যবাদ❤