এবার এসে গেল গেমারদের জন্য স্থায়ী বাসস্থান । আগে গেমাররা অস্থায়ী ভাবে রাস্তায় রাস্তায় (ওয়েবে ওয়েবে ) ভবঘুরের মত ঘুরাঘুরি করত একটা গেম কিংবা একটি রিভিউ পাওয়ার আশায়। যদি গেমাররা রিভিউ এর সাইট পায় তবে আবার ডাউনলোড এর সাইট নিয়ে সমস্যায় পড়ে যায়। লিঙ্কটি কাজ করবে কিনা বা রিজিউম সাপোর্ট করবে কিনা টা চিন্তা করার সময় মাথার মধ্যে দুইটা ডিম ভাজি হয়ে যেত । আবার যদি ডাউনলোড এর জন্য জটিল সাইট পায় তবে মনের মধ্যেই একটা অজানা সন্দেহের উদ্ভব হয় গেমটি খেলতে কীরকম?গেমের সম্পর্কে রিভিউ খোজার জন্য আবার আপনাকে ভবঘুরেই সাজতে হয়।
তাই সবার কথা চিন্তা করে দেখলাম মাথার মধ্যে দুইটা ডিম নিয়ে রাস্তার মধ্যে ভবঘুরের মত ঘুরাঘুরি করতে আর কত ভাল লাগে?? তাই গেমারদের বাসস্থান হিসেবে স্বীকৃতি দিলাম এই সাইটটিকে ঃ http://www.dlbox.cz.cc/
সাইটটির নাম
....................................Choose Your Best Game
এই সাইটটি নতুন হলে কি হবে... প্রতিদিন প্রায় ৫ টা গেমের আপডেট নিউজ নিয়ে পোস্ট থাকবেই । সাথে বোনাস হিসেবে প্রত্যেকটি পোস্টের সাথে কিছু সাইটের ঠিকানা আছে যেখানে আপনি ডাউনলোড করতে পারবেন ওই নির্দিষ্ট গেমটি কোন রকম সন্দেহ ছাড়াই । এবার আর আপনার ডাউনলোড করার জন্য মাথার মধ্যে রান্না-বান্না করতে হবে না কিংবা ছেড়া কোট পড়ে রাস্তায় রাস্তায় (ওয়েবে ওয়েবে ) ভবঘুরে সাজতে হবে না । সাইটের পোস্টের সংখ্যা দেখে দমে যাবেন না যেন । আজকে দেখবেন ২৫ টা কালকে দেখবেন ৫০ টা । আপনি যে গেমটি কালকে খুজতে গিয়ে মাকড়শার জালে জড়ায় গেছিলেন আজকে দেখবেন সে গেমটিই উপস্থিত আছে এই সাইটে।
আমার মনে হয় আর কথা বাড়িয়ে লাভ নেই,কারন এখন সব আপনার উপর । মাথায় ডিম নাকি ছাগল রান্না করবেন টা আপনিই জানেন । আশা করি সাইটটি আপনাদের মনের মধ্যে স্থান দখল করে নিবে ।
আসল গান ঃ http://www.youtube.com/watch?v=fKiiIr5IlRo
নকল বাংলাদেশি জনপ্রিয় (!) গান ঃ http://www.youtube.com/watch?v=5Uhvv0Uy1tE
ধন্যবাদ । গুড বাই ।
আমি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 363 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
BLA...BLA...BLA!
সুফি আপনার সাইট পেয়ে ভাল লাগছে। আপনি .tk ডোমেইন নেবেন?
আমি একটা সাইট দিচ্ছি। .কম ডোমেইন এতে বাংলায় রিভিউসহ রিজুম ডাউনলোডের ব্যাবস্থা থাকবে। এর মধ্য ৩০০০৳ খরচ করেছি আরও ১০০০ করলেই সাইট অনলাইন হবে। কিন্তু সমস্যা হচ্ছে একা কত আর লেখা যায়?