নিজে নিজে গেম খেলতে কত আর ভালো লাগে বলুন? সাথে যদি বন্ধুদেরও নেওয়া যেতো তাহলে? খুজে খুজে একটা দারুন এপ্লিকেশন এর সন্ধান পেয়েছি যেটা দিয়ে জনপ্রিয় পিসি গেম গুলো বন্ধুর সাথে খেলা যাবে।তবে অবশ্যই নেট কানেক্টেড থাকতে হবে.....
এটি দিয়ে প্রায় ৬২৬ গেম অপরের সাথে খেলতে পারবেন নাম গেম রেন্জার (Game ranger)
যে যে গেম সাপোর্ট করে:
কত বিশাল লিস্ট দেখেছেন?
এবার চলুন একে একে দেখি কিভাবে কাজ করবেন:
প্রথমে এ লিংক থেকে গেইম রেন্জার ডাওনলোড করে নিন
ডাওনলোড শেষ হলে একটি নতুন একাউন্ট খুলুন।লগ ইন করুন রেজিস্টার শেষ হলে....
এবার নিচের মত দেখতে পাবেন
এবার দেখবেন অনেক রকমের গেম আছে।আপনি উপরে থাকা ড্রপডাউন মেনু (যেখানে All games লেখা আছে) সেখান থেকে মাই গেমস সিলেক্ট করুন।এবার আপনার কম্পিউটারে যেসব গেম আছে তার লিস্ট দেখাবে।এবং সে গেম নিয়ে যেসব সার্ভার হোস্ট হয়েছে সেগুলো দেখাবে।সবসময় চেষ্টা করবেন সবচেয়ে বেশি যে সার্ভার পিং করা হয়েছে সেটা চয়েস করতে!
আপনি চাইলে বন্ধুদেরও নিটে পারেন।এ ক্ষেত্রে তাকেও তার পিসি তে গেম রেন্জার ডাওনলোড থাকতে হবে।
হোস্ট এর জন্য Host বাটন এ ক্লিক করুন এবং কোনো সার্ভারে জয়েন করতে জয়েন বাটনে
আপনি যদি নির্দিষ্ট কয়েক বন্ধুকে নিয়ে খেলতে চান তাহলে সার্ভার হোস্ট এর পর সেটা কে পাসওয়ার্ড প্রটেক্ট করে দিন! এবং যাদের নিয়ে খেলতে চান তাদের পাসওয়ার্ড বলে দিন।
এরকম আরো অনেক কিছু আছে যা আপনি ব্যবহার করলে নিজেই বুঝবেন 🙂
আরেকটা ব্যাপার গেম গুলোর সিরিয়াল কি লাগবে যেগুলো আপনি নেট ঘেটেই পাবেন!
<------------------------------------------------------------------------------------------------------>
গতকাল কেউ একজন আমার কাছে চেয়েছিলেন ইন্টারনেট ডাওনলোড ম্যানাজার।তাই আমি যেটা ইউস করি সেটা তাকে দিচ্ছি:
http://www.mediafire.com/download.php?p0zva8ss3dy4rbd লিংক থেকে নামিয়ে নিন! পাসওয়ার্ড:rafsantechtunes
ডাওনলোড শেষ হলে আনজিপ করুন! মাথায় রাখবেন পুরান কোনো ভার্সন ইউস করলে সেটা অবশ্যই আগে পুরোপুরি আনিস্টল করুন।
এবার আনজিপ করা ফোল্ডারে ঢুকে Internet Download Manager 6.05.exe তে ক্লিক করে নতুন ভার্সন টি ইনস্টল করুন'
এবার Patch & Regfiles ঢুকে IDMan.exe কপি করুন এবং যেখানে ইন্টারনেট ডাওনলোড ম্যানাজার ইনস্টল করেছেন সেখানে পেস্ট করুন!
এবার আবার Patch & Regfiles ফোল্ডারে ঢুকে
-কেউ যদি আগে অন্য কোনো ভাবে আইডিএম রেজিস্টার করে থাকেন তাহলে প্রথমে Unregister.IDM এ ক্লিক করুন!
এবার:
যদি উইন্ডোস ৩২ বিট ইউস করেন তাহলে RegKey Windows 32-bit তে ক্লিক করুন
আর যদি উইন্ডোস ৬৪ বিট ইউস করেন তাহলে RegKey Windows 64-bit তে ক্লিক করুন
সবাই ভালো থাকবেন সেই কামনায় টিউন শেষ করছি!
আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওমা বিরাট লিস্ট দেখি। কিন্তু সিরিয়াল পেলেও ওগুলো দিয়ে রেজিস্ট্রেশান হচ্ছেনা।
একটা প্রশ্নঃ আমি কি আমার বন্ধু ছাড়া কারো সাথে খেলতে পারবনা?