এবার নিজেই হয়ে উঠুন এক গ্যাংস্টার

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আবার নতুন করে ফিরে এলাম আপনাদের কাছে। আপনি নিশ্চয়ই জানতে চাচ্ছেন কিভাবে গ্যাংস্টার হবেন?

তাইলে এক কাজ করেন, দুইটা শটগান,দুইটা পিস্তল,তিনটা বোম, পাঁচটা বাজুকা আর সাথে কিছু আপনার সাঙ্গপাঙ্গ ।

নাহ ! বেশি ডেঞ্জারাস হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাইলে এক কাজ করেন যদি পুলিশি ঝামেলা থেকে বাঁচতে চান তবে ভার্চুয়াল জগতে একটা গ্যাংস্টার হইয়া যান।

গেমের ছবি দেখা নিশ্চয়ই অনুমান করতে পারতেছেন ব্যাপার সেপার কি? তাইলে শুরু কইরা দেন এই ফাটাফাটি গেম নিয়া মারামারি।

এইখানে আপনারে টেক্সাসে গিয়া বিভিন্ন ধরণের ভাল(!) কাজ করতে হবে।গেমের কাহিনি হইল দুই ভাই আসছিল শান্তিতে বসবাস করতে কিন্তু দুইটা পাগল আইসা বাধা দিল ( পুলিশরে পাগল কইলে মনে হয় ভালা লাগে ) ।

গেমের ফিচারগুলা হইলঃ

  • ১. প্রচণ্ড কুল ক্যারেক্টার থাকবে মারামারি করার জন্য।
  • ২. ফ্রিস্টাইলে রাস্তার মানুষরে পিটাইতে পারবেন ।
  • ৩. ৬০ টার উপর কুল কুল সব মুভ থাকবে যা দিয়া রাস্তার অসহায় মানুষরে ধরাশায়ী করতে পারবেন।
  • ৪. কম্ব টাইমার।
  • ৫. রিওয়াইন্ড করার সুবিধা থাকবে ।
  • ৬ . রাস্তার সব গাড়ি কন্ট্রোল করার সুবিধা থাকছে ।
  • ৭. বিভিন্ন মিশন থাকবে কমপ্লিট করার জন্য

এবার আসি কনফিগারেশনের কথায়ঃ

System Requirements:

  • * Operating System: Windows 2000/XP
  • * Pentium 1.5 GHz or AMD Athlon XP (1400 MHz)
  • * 256 MB of RAM
  • * Video Card : 64 MB DirectX 9 compatible graphics card
  • * DirectX 9 compatible Sound Card
  • * 1.7GB available Hard Drive space for full installation

নিন এবার ডাউনলোড শুরু করেন রিসুম সাপোর্ট সহঃ

সরাসরি ডাউনলোড লিঙ্ক দিতে না পারায় একটা টেক্সট ফাইলে দিলাম

ডাউনলোড করতে ছবিতে ক্লিক করুন

একটা গুরুত্বপূর্ণ নোটিশঃ

আমার http://www.downloadbox.cz.cc ওয়েব সাইতটি বন্ধ করে দেয়া হয়েছে উপুযক্ত হস্টিং এর অভাবে। আমার সাইটের ইনফরমেশন গুলো জানিয়ে দেই আপনাদের ঃ

  • সাইটের গড় ভিসিটর সংখ্যা প্রত্যেকদিনঃ ২০০ জন
  • সাইটের ইউসার সংখ্যাঃ ২৫০ জন
  • সাইটের প্রত্যেকদিন এড এর মধ্যে ক্লিকঃ ৯৫ টি
  • সাইতটির জন্ম দিয়েছিলাম ২০১০ এর নভেম্বরের ৯ তারিখ মৃত্যু দিবস ২০১১ এর  জানুয়ারি ২৫ তারিখ

আমার এই সাইটের অবিশ্বাস্য জনপ্রিয়তা থাকা সত্তেও রাখতে না পারার কারনে আমি অত্যন্ত দুঃখিত । 🙁

Level 0

আমি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 363 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

BLA...BLA...BLA!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সাইটি আমাকে দিয়ে দেন আমি হোষ্ট গ্যাটরে হোষ্ট করবো, আমার কেনা আছে। আর বাংলাদেশে যেখানেই হোষ্টিং কিনেন না কেন দেখন ৩০০+ ভিজিটর হলেই দেখবেন ব্যান করে দেওয়া হয়েছে?

    আপনার কথা ঠিক বুঝলাম না । আমার সাইট কি আপনি কিনে নিতে চাচ্ছেন? নাকি অন্য কিছু করতে চাচ্ছেন?

    আপনার জিটক কিংবা ইয়াহু আইডি দিলে আলাপ করা যেতে পারে ।

    @ebookbd.info
    আপনার কথাটা ঠিক বিশ্বাস করতে পারলাম না। কারণ আমার আর সুফির একটা জয়েন্ট প্রোজেক্ট ছিল, প্রিমিয়াম ফ্রী। ওটায় ডেইলি হিট ছিল 700+ । সাথে একই হোস্টিংয়ে আরও ৫ টার মত সাইট ছিল। তারপরও তো আমাকে ব্যান করেনি। আর সুফির ডাউনলোডবক্স সাইটটা ক্লোজ করা হয়েছে কপিরাইট সংক্রান্ত ঝামেলার কারণে। হোস্টিং প্রোভাইডারকে ঠিকমত চিনতে পারলেই আর কোন সমস্যা নেই।

কিছুদিন আগে এটা গেম ওভার করলাম।

জটিল গেম। আমি কিছুদিন হল খেলছি। আপনার কাছে ট্রেইনার অথবা চিটকোড থাকলে শেয়ার করবেন প্লিজ।

    জানি না ট্রেইনার অথবা চিটকোড শেয়ার করায় কোন বাধা আছে কিনা । তবে পারলে অবশ্যই শেয়ার করব ।

হা হা , আপনার কমেন্ট পড়ে খুব মজা পেলাম । সরি সরাসরি মিডিয়াফায়ার এর লিঙ্ক আপডেট করা হয়েছে।

আপনার রিভিউ খুব ভালো লেগেছে ….. এরকম আরো চাই : )

    ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য। আপনি আমার টিউনের পাতায় গিয়ে আমার পূর্বের আরও মজার মজার গেম রিভিউ দেখতে পারবেন।

    আরও আসছে !!!!

জয়েন্ট করব কিভাবে?

    আপনি মনে হয় .RAR ফাইল গুলো জোড়া দেয়ার কথা জানতে চাইছেন।সবগুলো ফাইল আগে ডাউনলোড করুন।তারপর আপনি ১ম পার্টে ঢুঁকে Extract এ ক্লিক করুন দেখবেন সবগুলো Extract হয়ে গেছে ।

সুফি কেমন আছো তুমি? তোমার ফেসবুকটা দিলে ভালো যোগাযোগ হতো। আমি বর্তমানে ইয়াহু ম্যাসেন্জারে চ্যাটিং করছি না।
আমার ফেসবুকঃ facebook.com/itworldbd

    আমার ফেসবুক নাম : Lords Sufi

    এড করে ফেলো।তবে আমি ফেসবুকে কম যাই।

Please Provide the right Link.
Thanks.