আবার নতুন করে ফিরে এলাম আপনাদের কাছে। আপনি নিশ্চয়ই জানতে চাচ্ছেন কিভাবে গ্যাংস্টার হবেন?
তাইলে এক কাজ করেন, দুইটা শটগান,দুইটা পিস্তল,তিনটা বোম, পাঁচটা বাজুকা আর সাথে কিছু আপনার সাঙ্গপাঙ্গ ।
নাহ ! বেশি ডেঞ্জারাস হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাইলে এক কাজ করেন যদি পুলিশি ঝামেলা থেকে বাঁচতে চান তবে ভার্চুয়াল জগতে একটা গ্যাংস্টার হইয়া যান।
গেমের ছবি দেখা নিশ্চয়ই অনুমান করতে পারতেছেন ব্যাপার সেপার কি? তাইলে শুরু কইরা দেন এই ফাটাফাটি গেম নিয়া মারামারি।
এইখানে আপনারে টেক্সাসে গিয়া বিভিন্ন ধরণের ভাল(!) কাজ করতে হবে।গেমের কাহিনি হইল দুই ভাই আসছিল শান্তিতে বসবাস করতে কিন্তু দুইটা পাগল আইসা বাধা দিল ( পুলিশরে পাগল কইলে মনে হয় ভালা লাগে ) ।
System Requirements:
নিন এবার ডাউনলোড শুরু করেন রিসুম সাপোর্ট সহঃ
সরাসরি ডাউনলোড লিঙ্ক দিতে না পারায় একটা টেক্সট ফাইলে দিলাম
ডাউনলোড করতে ছবিতে ক্লিক করুন
আমার http://www.downloadbox.cz.cc ওয়েব সাইতটি বন্ধ করে দেয়া হয়েছে উপুযক্ত হস্টিং এর অভাবে। আমার সাইটের ইনফরমেশন গুলো জানিয়ে দেই আপনাদের ঃ
আমার এই সাইটের অবিশ্বাস্য জনপ্রিয়তা থাকা সত্তেও রাখতে না পারার কারনে আমি অত্যন্ত দুঃখিত । 🙁
আমি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 363 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
BLA...BLA...BLA!
আপনার সাইটি আমাকে দিয়ে দেন আমি হোষ্ট গ্যাটরে হোষ্ট করবো, আমার কেনা আছে। আর বাংলাদেশে যেখানেই হোষ্টিং কিনেন না কেন দেখন ৩০০+ ভিজিটর হলেই দেখবেন ব্যান করে দেওয়া হয়েছে?