(Must Read!)বাংলাদেশী একঝাক তরুণ গেম ডেভেলপারদের এন্ড্রোয়েড গেম !

টিম রিবুট ! বাংলাদেশের নতুন একটি গেম ডেভেলপার টিম


হিরোজ অফ ৭১ গেম দিয়ে বাংলাদেশের গেমিং ইন্ড্রাস্টিকে একটি নতুন মাত্রায় নিয়েগিয়েছিল পোর্ট
ব্লিস ! সেরকমই আরেকটি গেম ডেভেলপিং টিম হলো টিম রিবুট। তাদের পথ চলা বেশী দিনের নয় তবে ইতিমধ্যে তারা কিছু গেম বানিয়ে ফেলেছে !তারা ২০১৫ এবং ২০১৭ সালের ব্র্যাক এর ব্র্যাকাথন এর উইনার,বাংলাদেশ আইসিটি ডিভিশন এর Cheaf trainer in capacity Building in Mobile Game Development এবং কিছু দিন আগে হয়েছে গ্রামীনফোন গেমজ্যাম এর উইনার! তাদেরই একটি ছোটো প্রয়াশ হলো battle Rage
হ্যা !কিছু দিন আগে গেমটির টিজার বের হলো! টিজার দেখে অনেকেই মুগ্ধ! ! একটি একশন ঘরানার ল্যান অফলাইন মাল্টিপ্লেয়ার গেম! ইনশাল্লাহ এটিই হবে বাংলাদেশের প্রথম থার্ড পার্সোন অফলাইন মাল্টিপ্লেয়ার গেম!

Battle Rage

    গেমটি যে সব ধরনের গেমারদের ভালো লাগবে তা আর বলার অবকাশ রাখে না ! গেমটি আপনি ইচ্ছা করলে বন্ধুদের সাথে একসাথে মিলে হটস্পট দিয়ে খেলতে পারেন আবার সাথে রয়েছে অনলাইন মাল্টিপ্লেয়ার খেলার সুবিধা !!

battle rage

আমাদের এই গেম টির গুনগত মান যেন International গেম থেকে কোন অংশে কম না হয়, তার জন্যই আমাদের এই Beta Program. তাহলে সবাই যেন সকলের মোবাইল এ এই গেমটি ল্যাগ ছাড়া সমান গ্রাফিক্স এ খেলতে পারেন এইটা সেটার জন্যেই ফর্ম টি আমরা পাবলিশ করেছি ! তাছাড়া এই ফর্ম ফিলাপ করলে আপনি হতে পারেন এই গেম এর প্রাইভেত বেটা টেস্টার ! ফর্ম টিতে আমরা আপনার মোবাইল নাম্বার চেয়েছি, যেটা অনেকেই হয়ত দিতে চাইবেন না। আমরা আপনাদের মোবাইল নাম্বার নিচ্ছি শুধু মাত্র গেম টি ছাড়ার সাথে সাথেই আপনাদের কে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য। কেউ যদি আগ্রহী না হয় মোবাইল নাম্বার দিতে, তবে জায়গাটি খালি রেখে বাকি গুলো পূরণ করুন। আশা করছি সকলেই এই ফর্মটি ফিলাপ করে আমাদের সাথেই থাকবেন !

পরিশেষে একটা কথাই বলতে চাই এই গেম টি শুধু আপনাদের সামান্য বিনোদন দেয়ার প্রচেষ্টার ফল! আশা করছি এই লম্বা পথে টিম রিবুট কে সাপোর্ট দিয়ে যাবেন! তাহলেই আমাদের আর দেশ গেম ডেভেলপমেন্ট এও এগিয়ে যাবে! তাই শুধু দরকার আপনাদের একটু সহযোগীতার হাত! ✌ ধন্যবাদ।

    বি:দ্র: যদি কেউ গেমের টিজারটি না দেখে থাকেন তাহলে ফর্ম এর সাথে এটাচ করা রয়েছে! আর হ্যা গেম সম্পরকে কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে টিউমেন্ট এ বলতে পারেন উত্তর দেয়ার চেস্টা করব ! আর অবশ্যই ফর্ম টা ফিলাপ করবেন এবং এটি বন্ধুবান্ধব দের সাথে শেয়ার করবেন !

Form Link : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfXokSGwqVOFSZgymzoSfpv4igp1ackiEjB8CEnOF0Ci9smVQ/formResponse

  1. #Battle_Rage


  • #bangladesh's 1st offline lan multiplayer action Game !

  • Level 0

    আমি টাইগার স্ক্রিপ্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    air prithibite sobai acheche sokolke help korte.tai Ami o amar jototuko shomvob tai help korbo THANKS TO ALL.


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস