গিম্প: ফটোশপের সেরা বিকল্প?

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামু আলাইকুম। ইদানীং আমি একটু পাইরেসি সচেতন হতে চেষ্টা করছি। উইন্ডোজ, মাইক্রোসফট অফিস, ফটোশপ এর বদলে এখন উবুন্টু, লিব্রে অফিস আর গিম্পে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি।

ফটোশপ

ফটোশপ অতি জনপ্রিয় দুর্ধর্ষ একটি ফটো এডিটিংয়ের অ্যাপ। এর দ্বারা জরিনা বিবিকে অ্যাঞ্জেল জরিন বানিয়ে দেওয়া কোন ব্যাপারই না! ফটো ম্যানিপুলেশনে এটির একক আধিপত্য। কিন্তু এটি অত্যন্ত দামী একটি অ্যাপ, এর জন্য প্রতি মাসে প্রায় ৮৫০ টাকা, বছরে প্রায় ১০০০০! এটি লিনাক্সের জন্য উপলদ্ধ নয় এবং প্রচুর রিসোর্সও খায় বটে। আপনার বেশ ভালো একটি ডিভাইস থাকতে হবে এটি চালানোর জন্য।

গিম্প

গিম্প (GIMP) এর পূর্ণরূপ হল গ্নু ইমেজ ম্যানিপুলেশন প্রোগ্রাম (GNU Image Manipulation Program)। নামের মধ্যে সহজ একটা মেসেজ আছে, গ্নু/লিনাক্স প্লাটফর্মকে উদ্দেশ্য করেই বানানো হয়েছে। কিন্তু এটি উইন্ডোজ বা ম্যাক ওএসেও ব্যবহারযোগ্য। এর সাথে ফটোশপের বেশ মিল আছে। কিন্তু কিছু দিক দিয়ে গিম্প পিছিয়েও আছে বটে। ফটোশপের প্রায় (কোনটা যে করা যায় না, আমি জানি না। ) সব কিছুই এখানে করা যায়। তবে কিছু ক্ষেত্রে সময় একটু বেশি প্রয়োজন হতে পারে। আবার কিছু ফিল্টার গিম্পে রেডিমেট আছে, সেগুলোর ক্ষেত্রে ফটোশপের থেকে গিম্পেই কাজ হবে অনেকগুণ দ্রুত।  যখন ফটোশপ আকাশচুম্বী দামের একটা সফটওয়্যার, আর গিম্প সম্পূর্ণ ফ্রি, তখন একটু তো কম্প্রোমাইজ করা যেতেই পারে। তাই না?

Gimp এর চিত্র ফলাফল

Gimp এর চিত্র ফলাফল

https://i0.wp.com/www.gimp.org/news/2017-08-24%20GIMP%202.9.6%20Released/gimp-2-9-6-icon-themes.png?resize=639%2C547&ssl=1

ফিচার

গিম্প একটা লাইটওয়েট বিনামূল্যের সফটওয়্যার হিসেবে অসাধারণ সব ফিচার প্রদান করে।

ফটোশপ সামঞ্জস্যতা

ফটোশপের সাথে গিম্প খুব ভাল সামঞ্জস্যপূর্ণ। ফটোশপের psd ফর্ম্যাট গিম্প ভালোভাবেই সমর্থন করে। .png, .jpg প্রভৃতি প্রচলিত এক্সটেনশনেও গিম্প থেকে ছবি এক্সপোর্ট করা যাবে।

বিনামূল্য

এডোবি ফটোশপের মূল্য প্রায় ষাট হাজার টাকা! হ্যাঁ, আপনার পাশের দোকানে তিরিশ-চল্লিশ টাকায় যে ফটোশপের সিডি পান, সেটার অরিজিনাল ভার্সনের মূল্য এতটাই বেশি। এমনকি আপডেট করতেও বিশাল অঙ্ক পকেট থেকে বের হয়ে যায়। আর গিম্প? গিম্প আপনি পাবেন একদম বিনামূল্যে! আপডেটের জন্যও লাগবে না কোন পয়সা।

লাইটওয়েট

ফটোশপ আর গিম্পের আকারের তফাৎ আকাশ-পাতাল। ফটোশপ যেখানে প্রায় তিন গিগাবাইট আকারের, গিম্প সেখানে মাত্র ৭৫ মেগাবাইটের মত। লিনাক্স প্লাটফর্মে আরো কম মেগাবাইট ফুরোবে এটা ডাউনলোড করতে। এটা খুবই কম র‍্যাম খাবে, বেশ লো কনফিগ পিসিতেও ভাল চলবে।

ক্রস প্লাটফর্ম

গিম্প চালাতে পারবেন উইন্ডোজ, লিনাক্স বা ম্যাকে। কিন্তু ফটোশপ এখন পর্যন্ত লিনাক্সে পাওয়া যাবে না।

পোর্টেবল ভার্সন

গিম্পের আছে একটি পোর্টেবল ভার্সন, পেনড্রাইভে করেই বহন করতে পারবেন সহজে!

সহজ ইন্টারফেস

প্রকৃত পক্ষেই ফটোশপের চেয়ে অনেক সহজ আর স্বাচ্ছন্দময় গিম্পের ইন্টারফেস। আমি প্রথম যখন গিম্পে অভ্যস্ত হতে শুরু করি একটু অন্যরকম লাগত, কিন্তু গিম্পে অভ্যস্ত হওয়ার পর যখন একবার একটা উইন্ডোজ দেওয়া কম্পিউটারে ফটোশপ খুললাম, মাথায় চক্কর দিতে শুরু করল।

টুলস

গিম্পে কিছু টুলস আছে যা ফটোশপে নেই! এখানে আছে Shear Tool, Perspective Tool প্রভৃতি যেগুলো দিয়ে ছবিকে দুমড়ে মুচড়ে ফেলা খুব সোজা! এখানে সিলেক্ট বাই কালারস টুল আছে, যেটা দিয়ে আপনি ছবির সমস্ত অঞ্চল থেকে নির্দিষ্ট রং নির্বাচন করতে পারবেন।

বিভিন্ন ধরনের ফিল্টার

গিম্পে অনেক পূর্ব প্রস্তুতকৃত ফিল্টার আছে। যেটা আপনার কাজে গতি আনবে।

ওপেন সোর্স

গিম্প একটি ওপেন সোর্স প্রোগ্রাম।

থিম ব্যবহার

গিম্পের জন্য অনেক থিম পাবেন অনলাইনে।

মন্দ দিক

গিম্পে অনেকের মতে কাজ করতে তুলনামূলক বেশি সময় লাগে। আমি গিম্পেই অভ্যস্ত। তাই ফটোশপের চেয়ে সময় কম লাগছে না বেশি লাগছে বলতে পারব না। .psd সাপোর্ট থাকলেও অনেক সময় সমস্যা হয়। এখানে ফটোশপের কিছু টুল নেই। যেমন, শেপ টুল। এর ফলে সময় বেশি লাগতে পারে। আর একটা বিষয় হল, গিম্পে গ্রাডিয়েন্ট এডিট করা একটু কঠিন। ফটোশপের মত সহজ না। এর লেআউট একটু অগোছালো। তবে গুছিয়ে নেওয়াও কঠিন না।

তবে আশার কথা হল সাম্প্রতিক ভার্সনগুলোতে গিম্প অনেক উন্নতি করছে। এমনকি বর্তমান ডেভলোপমেন্ট ভার্সনে এসব সমস্যা অনেকটা নেই! হয়ত, শীঘ্রই বাকি সমস্যাগুলোও থাকবে না।

ডাউনলোড

গিম্পের লেটেস্ট স্টেবল ভার্সন হল Gimp 2.8.22। সম্ভবত পরবর্তী স্টেবল ভার্সন হবে 3.0। আর 2.9.8 হল লেটেস্ট ডেভেলপমেন্ট রিলিজ। ডাউনলোড করতে বা প্রয়োজনীয় নির্দেশনা পেতে এখানে যান।

সৌজন্যে: আশ্চর্য

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস