গেমস খেলতে গেলে জীবন দীতে হবে। আর এই ব্লু হোয়েল তেমনি গেমস। যা করলেই খেলতে পারে না। আবার যে খেলতে পারছে তাকে আহস বা আত্মহত্যার শিকার বানিয়ে নিচ্ছে।
তেমনি বাংলাদেশে ঘটে যাওয়া কয়েকটি ভিড়িও সংগ্রহ করে নিচের এই ভিডিওটি তৈরি করেছি।
আগামি টিউনে যা যা থাকবে ?
ব্লু হোয়েল গেমস কিন্তু সবাই খেলছে না। আবার সবার কাছে লিংক আসছে না। যারা নিজেকে নিয়ে বাজে ইস্টাটাস দিয়ে থাকে সোসাল মিডিয়াতে তাদের কেই কেবল ব্লু হোয়েল তাদের শিকার বানাচ্ছে।
ব্লু হোয়েল গেমস কিন্তু কোন সার্চ ইঞ্জিনে পাওয়া যায়নি। তাহলে এই গেমস বলে কিছু আছে কি ?
ডার্ক বা ডিব ওয়েব এ এই নাকি আছে। ডার্ক বা ডিব ওয়েব গুলো তো খুববি অন্যজগৎ এর ঘটান। আমরা ইন্টারনেটের যে জগৎটা ব্যবহার করি তাতে কি ডার্ক বা ডিব ওয়েব নেই। এই সকল প্রশ্নে উত্তর আপনাদের দেওয়া জন্য আমি আগামি টিউননে সব দেখিয়ে দিবো।
আমি সজিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।
আরো তথ্যসমৃদ্ধ হওয়া চাই।