হ্যালো টেকটিউনারস,
আশা করছি টেকটিউনস পরিবারের সকলেই ভালো আছেন। সকলের দোয়াতে আমিও ভালো আছি। আজ একটি কাজের ভিডিও টিউন নিয়ে আসলাম। আশা করছি কম বেশি সকলের কাজে আসবে এবং ভাল লাগবে, বিশেষ করে যারা ডেক্সটপ কম্পিউটার দিয়ে গেমস খেলতে, গ্রাফিস এর কাজ করতে এবং মুভি দেখতে পছন্দ করে তাদের জন্য। এই ভিডিও তে আমি দেখাবো কম বাজেট এ উন্নত মানের একটি গেমিং/গ্রাফিস/সিনেমা স্ক্রিন- IPS মনিটর।
মনিটরটি এন্ড্রয়েড ফোন, ট্যাব, টিভি কার্ড এবং ডেক্সটপ কম্পিউটার দিয়ে খুব সহজেই ব্যবহার করা যায়। আশা করছি আমাদের সকলের কাছে আছে এবং যদি না থাকে তার পরেও সমস্যা নেই কারন খুব সহজে পাওয়া যায়। কাজের সুবিধার্থে বিস্তারিত ভিডিও তে দেখুন।
গেমিং/গ্রাফিস/সিনেমা স্ক্রিন- IPS মনিটর এর পরিচিতি- আমি এখানে Philips ব্র্যান্ড এর 224E5Q 21.5" AH-IPS LED MONITOR মডেল এর IPS মনিটর ব্যবহার করেছি। গেমিং/গ্রাফিস/সিনেমা স্ক্রিন- IPS মনিটর এর পরিচিতি (ভিডিও টি তে ভালো ভাবে দেখানো হয়েছে)।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আরও বেশ কিছু ভিডিও দেখতে আমার সাথে থাকুন। মতামত দিয়ে আরও ভালো কিছু করার সুযোগ করতে সহায়তা করবেন। সকলকে আবার ধন্যবাদ জানাই ভিডিও টি দেখার জন্য।
শুভ কামনায়
সোহেল
আমি মোঃ শাহজাহান সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একই পোস্ট বার বার করেন কেন? উদ্দেশ্য তো আছেই…