স্নাইপার ঘোস্ট ওয়ারিওর {না খেললে সত্যিই মিস!}

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আবার একটি নতুন গেম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম।নতুন গেমটি হচ্ছে স্নাইপার ঘোস্ট ওয়ারিওর।

নাম শুনে যদিও গেমের অর্ধেক কাহিনি বুইঝা ফেলাইছেন তাও আমি এক্সট্রা কিছু বয়ান করি গেম সম্পর্কে।

গেমের মুল কথা হইল আপনার কাছে শুধুই স্নাইপার রাইফেল থাকব এবং খুবি উন্নত মানের।কিন্তু আপনি যদি বেশি বেয়ারা হন তাইলে স্নাইপার রাইফেল ফেলে দিয়ে অন্যদের অস্রও বগলদাবা করতে পারবেন।তবে এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে স্নাইপার রাইফেল নিয়েই ঘুরাঘুরি করা।যদিও একটু ভারি তাও একটা সুবিধা হচ্ছে আপনি ত আর কান্দে ঝুলাইয়া স্নাইপার রাইফেল লইয়া ঘুরতে হইব না।

প্রথমে আপনার কাছে ক্যাপ্টেন আইসা আপনার কাছে বকবক করব মানে ট্রেইনিং দেইয়াব।তারপর আপনাকে স্নাইপার রাফেল আপনার কাছে দিয়া ক্যাপ্টেন ঘুমাইতে চইলা যাইব এবং আপনাকে যাইতে হবে শত্রুদের মোকাবিলা করা।তারপর আপনি ঝোপঝাড়ের পিছে,দরজার আরালে,জানালার চিপায়,বাথরুমের কোনায়,রুমের পিছনে,শত্রুর ঘাড়ে... আর কিছু কইলাম না।

গেমের আসল মজা হইল আপনি যখন একজন শত্রুকে পারফেক্ট ভাবে টার্গেট করে মাথায় গুলি করবেন অনেক দূর থেকে স্নাইপার দিয়ে তখন স্লো মোশনে আপনার গুলিটা সিনেমেটিক স্টাইলে দেখাবে।

তারপর আপনি যখন হম্বিতম্বি শেষ করবেন তখন ক্যাপ্টেনের ঘুম ভাঙব।

তারপর আপনার কাছে আইসা চোখ মড়াইতে মড়াইতে রিপোর্ট জানতে চাইব মিশনের।আপনি তারে বলতে না বলতে পিছে থেকে............থাক আর বললাম না।বললে আপনি আর খেলবেন কি?

তর সইছে না খেলার জন্য?তবে ডাইরেক্ট ডাউনলোড এর জন্য Click Here

এইরকম আরও ডাইরেক্ট ইন্ডাইরেক্ট গেম পেতে লগিন করুন http://www.dlbox.cz.cc/

Level 0

আমি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 363 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

BLA...BLA...BLA!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কনফিগারেশন কী ?
মনে হয় জটিল গেম।

    ভাই আপনি ঠিকই বলেছেন Sniper: Ghost Warrior আসলেই একটা জটিল গেম!
    System Requirements*
    Intel Processor – Core 2 Duo E4400 2.0GHz
    AMD Processor – Athlon 64 X2 Dual Core 4200+
    Nvidia Graphics Card – GeForce 7900 GT
    ATI Graphics Card – Radeon X800 XT
    RAM (Memory) – 2 GB
    Hard Disk Space – 6 GB
    Direct X – 9

mac osx জন্য িক আছে?

    থাকবে না কেন?বিখ্যাত গেম সকল সিস্টেমের উপর ভিত্তি করেই বানায়।সুতরাং নিরাশ হবেন না আছে।তবে আপনাকে নেটে একটু ঘাটাঘাটি করতে হবে এর জন্য।

Level 0

ভাই, এই গেমের রেটিং তো অনেক কম। গেমস্পটে মাত্র ৫.৫। মজা পাওয়া যাবে বলে তো মনে হয় না।

    ভাই গেমস্পটের রেটিং দেখে কি করবেন?মজা ত শুধু আপনি বুঝবেন।অন্য লোকের কাছে যা লাগবে আপনার কাছে তা নাও লাগতে পারে।এজন্যই ত মানুষের মন কখনও এক নয়।

    গেমস্পট কেন গেমটা কোন মতেই AAA কোয়ালিটির গেমনা। তবে গেমপ্লে ভাল। কিছু কিছু জায়গায় গেমপ্লেতে সমস্যা অথবা বলতে পারেন অনুন্নত। গ্রাফিক্স ভাল তবে বেশ অনেকগুলো বাগ আছে। খেলার সময় অনেকে হয়ত বাগের কারনে বাদ দিতে পারে অধহ্য হয়ে।

    তবে আমি খেলেছি। ভাল গেম।

ইস্ট অর ওয়েস্ট, উইন্ডোজ ইজ দা বেস্ট। উইন্ডোজে সব গেমই চলে। ==)

Level 0

bai download hoi na , ke bhabe download korbo ?

    আপডেট করা হয়েছে।চেক করুন!

এই গেমসের 3d দেখে সত্যি খুবই মুগ্ধ হয়েছিলাম এবং কয়েক সপ্তাহ আগে ডাউনলোড ও করেছিলাম। কিন্তু সমস্যা একটাই ছিল সেটা হল এর সিরিয়াল। তবে আপনার দেয়া এই লিংকটার মধ্যে কি সিরিয়াল দেয়া আছে?

    ভাই আমি গেমটা ডাউনলোড করেছিলাম এবং কোন সিরিয়াল কি ছিল না শুধু ক্র্যাক ছিল।

Level 0

ভাই Dload করার নিয়মটা কি? এখানেতো কিছুই বুঝা যাচ্ছে না! সোজা ভাবে কিছু দিতে পারলে দেন! জটিলতা ভাল্লাগে না!

    আপনি যদি ডাইরেক্ট ডাউনলোড করতে চান তবে লিঙ্ক ধরে যান আর ডাইরেক্ট না পারলে ইন্ডাইরেক্ট ডাউনলোড এর জন্য আমি ডাউনলোড লিঙ্ক আপডেট করে দিয়েছি।

Level 0

ভাই, আমার Pc এর config হল ঃ-
Intel Processor – Core 2 Duo E7400 2.79GHz
AMD Processor – বুঝি নাই এবং জানিও না। কিভাবে জানবো?
Graphics Card লাগানো নেই। Internal টা দিয়েই চালাই।
ATI Graphics Card – বুঝি নাই এবং জানিও না। কিভাবে জানবো?
RAM (Memory) – 2 GB
Hard Disk Space – 6 GB [✔]
Direct X – 9 [✔]

    Level 0

    Game টাকি এটাতে চলবে???

    ভাই, আপনার কনফিগারেশনে যা দেখা যাচ্ছে আপনার যদি Graphics Card লাগানো থাকতো তবে গেমটা চালন যেত।

    আজকাল সব নতুন গেমগুলো চালাতে হলে Graphics Card লাগানো থাকতে হয়।

    আর আপনার সিস্টেমের পরিপূর্ণ কনফিগারেশন যেকোনো ওয়েব সাইট থেকে ইন্টারনেটের মাধ্যমে চেক করাতে পারবেন ।

    ধন্যবাদ 🙂

Level 0

kivabe janbo???

    এই লিঙ্কে গিয়ে আপনি যেকোনো গেম আপনার কম্পিউটার সাপোর্ট করবে কিনা তা দেখতে পারবেন।

    http://www.systemrequirementslab.com/cyri/

Level 0

Upore Je Game er Video Card er Config dea ache seta ki Core 2 Duo er Theke alada???

    সব গেম খেলতেই গ্রাফিক্স লাগে।কোন গেম রান করতে ২৫৬ এমবি বা কোন গেম ৫১২ এমবি গ্রাফিক্সও লাগতে পারে।তাই সে শক্তি সম্পন্ন গ্রাফিক্স যদি থাকে তবে অবশ্যই যেকোনো গেম খেলতে পারবেন।

    তবে কিছু কিছু গেম আবার নির্দিষ্ট গ্রাফিক্স কার্ড দিয়ে খেলতে হয়।

    আশা করি বুঝতে পেরেছেন।আর যদি তাও না বুঝেন তাইলে নেটে একটু ঘাঁটাঘাঁটি করেন।

    ধন্যবাদ।

দারুন !!!!!!!!!!!!!!!!!!!

vaia, download kortay parchi na. dwnload r jonno click korlay ADD er akta page ashay. oitay skip add click korlay r page ashay na. ki korbo? plz bolen.

    লিঙ্ক আপডেট করা হল

Level 0

ata amer computer a chole na

ভাই এখানে unlock code চাই কি দিব? একটু বিষয় টি দেখবেন কি. অনেক দিন পর ডাউনলোড করে খেলতে গেলাম তাই এতদিন পর আপনার উদ্দেশ্যে এই কমেন্ট করতে হলে। একটু হেল্প করবেন প্লিজ।

Level 0

ভাই, আমার Pc এর config হল ঃ-
Intel Processor – Dual-Core E5200 2.50GHz
Graphics Card – Internal 256mb.32bit
RAM (Memory) – 2 GB
Hard Disk Space – 6 GB [✔]
Direct X – 9 [✔]
কালো blank display আইসে বইসা থাকে।but game চলে।because blank display থাকা অবসতাই dorom darom sound করে।

আমার জানামতে টিটিতে অ্যাডফি লিংক নিষিদ্ধ। আপনি পুরান টিউনার হয়েও ক্যান দিলেন? অ্যাডমিনরা কই?

vai download kamne korbo!!!!!!!!!
AdF.ly thke ki krbo!!!!!!!!!!!

mediafire er link nai????