আবার একটি নতুন গেম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম।নতুন গেমটি হচ্ছে স্নাইপার ঘোস্ট ওয়ারিওর।
নাম শুনে যদিও গেমের অর্ধেক কাহিনি বুইঝা ফেলাইছেন তাও আমি এক্সট্রা কিছু বয়ান করি গেম সম্পর্কে।
গেমের মুল কথা হইল আপনার কাছে শুধুই স্নাইপার রাইফেল থাকব এবং খুবি উন্নত মানের।কিন্তু আপনি যদি বেশি বেয়ারা হন তাইলে স্নাইপার রাইফেল ফেলে দিয়ে অন্যদের অস্রও বগলদাবা করতে পারবেন।তবে এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে স্নাইপার রাইফেল নিয়েই ঘুরাঘুরি করা।যদিও একটু ভারি তাও একটা সুবিধা হচ্ছে আপনি ত আর কান্দে ঝুলাইয়া স্নাইপার রাইফেল লইয়া ঘুরতে হইব না।
প্রথমে আপনার কাছে ক্যাপ্টেন আইসা আপনার কাছে বকবক করব মানে ট্রেইনিং দেইয়াব।তারপর আপনাকে স্নাইপার রাফেল আপনার কাছে দিয়া ক্যাপ্টেন ঘুমাইতে চইলা যাইব এবং আপনাকে যাইতে হবে শত্রুদের মোকাবিলা করা।তারপর আপনি ঝোপঝাড়ের পিছে,দরজার আরালে,জানালার চিপায়,বাথরুমের কোনায়,রুমের পিছনে,শত্রুর ঘাড়ে... আর কিছু কইলাম না।
গেমের আসল মজা হইল আপনি যখন একজন শত্রুকে পারফেক্ট ভাবে টার্গেট করে মাথায় গুলি করবেন অনেক দূর থেকে স্নাইপার দিয়ে তখন স্লো মোশনে আপনার গুলিটা সিনেমেটিক স্টাইলে দেখাবে।
তারপর আপনি যখন হম্বিতম্বি শেষ করবেন তখন ক্যাপ্টেনের ঘুম ভাঙব।
তারপর আপনার কাছে আইসা চোখ মড়াইতে মড়াইতে রিপোর্ট জানতে চাইব মিশনের।আপনি তারে বলতে না বলতে পিছে থেকে............থাক আর বললাম না।বললে আপনি আর খেলবেন কি?
তর সইছে না খেলার জন্য?তবে ডাইরেক্ট ডাউনলোড এর জন্য Click Here
এইরকম আরও ডাইরেক্ট ইন্ডাইরেক্ট গেম পেতে লগিন করুন http://www.dlbox.cz.cc/
আমি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 363 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
BLA...BLA...BLA!
ভাই Dload করার নিয়মটা কি? এখানেতো কিছুই বুঝা যাচ্ছে না! সোজা ভাবে কিছু দিতে পারলে দেন! জটিলতা ভাল্লাগে না!
কনফিগারেশন কী ?
মনে হয় জটিল গেম।