গেম রিভিউ: বার্ণআউট প্যারাডাইস

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আমি আজ প্রথম টিউন করছি। এ টিউনস গুলো এর আগে আমার স্বব্লগ এ দেয়া আছে।

আমি চলিত ভাষা ইউজ করিনাই। মাফ কইরেন।

বাংলাদেশে রেসিং গেমারসের অভাব নাই। অভাব নাই রেসিং গেমস এরও। রেসিং গেমস আবার দুই ধরণের। আর্কেড আর সিমুলেসন। আর্কেড রেসিং হয় ধুমধাড়াক্কা টাইপের। আর সিমুলেসন গুলানরে রিয়েলস্টিক করার চেস্টা করা হয়। আর্কেড রেসিং গেমসে বিপ্লব তুলে এবার বাজারে আসল বার্নআউট সিরিজের সর্বশেষ গেম বার্ণআউট প্যারাডাইস দি আল্টিমেট বক্স। গেমটা অবস্য আগেই বাজারে এসেছিল কন্সোল পর্যায়। পরে গেমটির পাবলিশার ইএ স্পোর্টস ও ডেভেলপার ক্রিটআয়রন গেমস গেমটি পিসিতে ছাড়ার গুরুতর সিদ্ধান্ত লয়। আরকি মাত করে দিসে পুরা রেসিং বিশ্ব।

কাহানী: আপনারে একখানা ভাংগা গাড়ি লই জীবন শুরু করতে হইব। আরকোন গল্পনাই। গেমের মদ্যে রইসে বিভিন্ন মুড। রেসিং মুড, রোডরেজ মুড, মার্কআপম্যান [মার্কামারা] মুড, আর বার্নআউট রুট মুড।

রেসিং মুড: ব্যাখ্যা করন লাগব? তয় মজা পাইবেন রেসের এক্ট্রা মুড টেক ওভার কইরা।

রোডরেজ: এটা খালি ভাংগাচুরার কাম! আপনের অপনেন্ট রেসার গুলারে টেক ওভার করন লাগব। যত গুড় তত মিস্টি।

মার্কআপম্যান: এবার পলানের টাইম! ম্যাপের নির্দ্সিট দাগে গিয়া পৌছাইতে অইব! এসময় ব্যাবাকে আপনারে দোড়াইব আর মারব।

বার্ণআউট রুট মুড: নির্দিস্ট গাড়ির আপডেট ভার্সন আনলক করতে আপনারে টাইম ট্রায়াল দিতে অইব!

এছাড়াও খালি গাড়ি ন। আপনে মটরসাইকেল ও চালাইতে পাইরবেন।

আরো মজার ব্যপার এখানে ওয়েদার ও টাইম চেন্জ করতে পারবেন। ২৪মিনিট/দিন, ২৪ঘন্টা/দিন ইত্যাদি ইত্যাদি।

পুরা গেমখানই সব কিনু ভাংগাচুইরা খান খান করার গেম।

এছাড়াও আপনে গেমের ভেতর অনলাইনে রেজিস্ট্রেশন করে অনলাইন দোস্তদের বার্ণ করতে পারবেন।

কৃতিচিসম অফ দ্যা রক্:

গেমপ্লে: অসাধারণ আর্কেড। কি কমু। সারাক্ষন খেলি। একবার বইলে আর সহজে উঠবার মন্চায়না। খেলতে খেলতে রিভিউর টাইম ও পাইনাই!

গ্রাফিক্স: জোশশশশশ!!!! অসাধারণ। তাকাইয়া থাকবেন।

সিনেমাটিক একশন: গল্প নাই! [দরকারও নাই] তবে আপনার গেমের প্রতিটি একশন বিভিন্ন সিনেমাটিক ক্যামারায় দেখাবে। নিজের গাড়ি নিগেই ভাংগি অ্যাকশন দেখার লাইগা।

কন্ট্রোল: আর্কেড। সবাই মজা নিয়া খেলতে পারবেন। কীবোর্ড, কন্ট্রোলার সবই ম্যাচ করে মারাত্নক ভাবে।

স্কোর রেটিং ::::

১। গেমপ্লে : ৯.৭

২। গ্রাফিক্স : ৯.২

৩। সিনেমাটিক : ৮.০

৪। সাউন্ড : ৯.০
৫। গড়ে স্কোর: ৯১০/

আরো যা থাকলে ভাল হতো :

রিস্টার্ট রেস তা থাআন দরকার সিল। আর সবই ভালা। খারাপ কিসু দেখিনাই! আপনারা দেকলে জানাইবেন।

NB: THIS GAME IS RATED 6+ BY THE ROCK. বাপমা পোলা্পাইন একতরে খেলতে পারব।
এতক্ষন বসে বসে পড়ার জন্য ধন্যবাদ । যাহাই হোক। এখনি কিনে খেলতে বসে যান।

System Requirements:

Windows XP

  • Service Pack 2 or greater
  • CPU: 2.8 Ghz Pentium 4
  • RAM: 1GB
  • Graphics Card: 128MB with Pixel Shader 3.0
  • Internet Connection: 512kbps or greater

Windows Vista

  • CPU: 3.2 Ghz Pentium 4
  • RAM: 1.5GB
  • Graphics Card: 128MB with Pixel Shader 3.0
  • Internet Connection: 512kbps or greater

The game also requires your system have DirectX 9.0C. The base game itself requires 4GB, but it is recommended that you have at least 8.16GB if you are using the EA Download Manager client.

সো রেসার্স আর দেরী নয় BURNOUT PARADISE to HELL now!


Level 0

আমি দ্যা রক্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

‌আমি গেম খেলি। সাইট বানাই। ব্লগ লেখি। মজা পাই! আর কি কি জান করি? ও মনে পড়ছে। আমি একটা গ্রুপের পালের গোদা। খেক্ খেক্। SanAndDesign.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুমম বুঝতে পারছি। আপনারা ইনফরমাল বাংলা ভালবাসেন্না।

Level 0

গেইম টা এহনি দেহা লাইগবো, দেহি কারো কাছে ফাই নাকি?