বরাবরের মত আবারো আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি গেম নিয়ে যার নাম আসাশিয়ান ক্রিড ব্রাদারহুড।আগের দুইটি আসাশিয়ান ক্রিড সিরিজের পর নতুন সিরিজটি বের হয়ার(অবশ্য বহুত আগেই মানুষরা তর সইতে না পাইরা নিজেই গেম রিলিজ কইরা ফেলাইছে){পিসিটা এখনো বের হয় নি) সাথে সাথেই প্রচুর জনিপ্রিয়তা পেয়েছে।সফল(ডেভলাপাররা কতটুকু সফল টা কে জানে?)একটি গেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব।
গেমের ধরণ আগের মতই আছে বলতে ওই যে চোর নিয়া দৌড়াদৌড়ি মানে নায়ক নিয়া মিশন করা যাকে বলে!আগের মতই প্রাচিন কালের কাসুন্দি ঘাটতে হবে আপনাকে।
আর নায়ক এর বিভিন্ন ধরনের রিয়েলিস্টিক কাজ কারবার ত রয়েছেই!যেমন ঘোড়া নিয়া দৌড়াদৌড়ি মাঠে-ঘাটে আর এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ লাফালাফি করা।এখানে আপনি বিভিন্ন আপডেটেড অস্র-শস্র পাবেন।কারন এই গেম ১৪০১(আমার ভুল হইতে পারে কিন্তু যাই হক পুরান কাল ত নাকি!) সাল থেকে শুরু হইছে আগের গেমের ঠিক পর থেকে!এইখানে যেমন নতুন নতুন লোকের(কাস্টমারের!)সাথে দেখা হবে তেমনি ভাবে আপনি এক অন্যরকম মিশনের জগতে গরুর(!) মত বিচরণ করতে পারবেন।
ফিচার আর কি?সব গেমের মতই ফিচার আছে।একটু নিচে ভালা লাগলে চক্ষু বুলায় যাইতে পারেনঃ
১.গেমের নায়ক Ezio এর বুদ্ধিমত্তা উন্নত করার ফলে আর নতুন সব অস্রের কারনে ১৫ ঘণ্টা খেলার পরও আপনার বিরক্ত লাগার সম্বভবনা খুবি কম।মাত্র ৯৯% কিন্তু আপনার মাথা গরম বা কারেন্ট চইলা গেলে ১%, ১০০% এ রুপ নিতে পারে।
২.এইখানে আপনাকে প্রথমেই সবকিছু দিয়ে দেয়া হবে না আস্তে আস্তে সব কিছু সব এবেলিটি অর্জন করতে হবে আপনাকে।
৩.বিভিন্ন প্রাচিন আমলের লোকদের সাথে আপনার দেখা হইয়া যাইতে পারে যেমনঃLeonardo da Vinci, Niccolo Machiavelli and Caterina Sforza.
৪.আপনাকে ধিরে ধিরে শহরের সকল মানুষের শ্রদ্ধা ও ভালবাসা অর্জন করতে হবে।
৫.আপনি কিছু নতুন অস্রের সামনে উপস্থিত হইতে পারেন।যেমনঃpoison darts, parachutes, double hidden blades, hidden guns, and an advanced flying machine.
যাই হক অল্প অল্প বলতে বলতে অল্পই বলে ফেললাম।বড় কিছু বলতে পারলাম না।
পিসি এর টা এখনো বের না হওয়ার আমি পিসি এর ডাউনলোড লিঙ্ক দিতে পারলাম না।কিন্তু পিএস ৩ Click Here এবং এক্সবক্স ৩৬০ এর ডাইরেক্ট ডাউনলোড এর জন্য CLICK HERE
আপনাদের কাছে যদি আমার উপস্থাপন ভাল লেগে থাকে তবে তাই আমার সন্তুষ্টি।
ধন্যবাদ।
আমি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 363 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
BLA...BLA...BLA!
PREDICTED System Requirements
ntel Processor – Core 2 Duo E6750 2.66GHz
AMD Processor – Athlon 64 X2 Dual Core 5800+
Nvidia Graphics Card – GeForce 8800 GT
ATI Graphics Card – Radeon HD 3800 series
RAM (Memory) – 3 GB
Hard Disk Space – 8 GB
Direct X – 9
আমি পারবো না ……। ধন্যবাদ আপনাকে ।