আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন। আমিও ভালই আছি। আমার ছোট গেমে বড় মজা সিরিজের সপ্তদশ এবং ফ্লাশ অনলাইন গেমস সপ্তাহের ষষ্ঠ টিউনে সকলকে স্বাগত জানাচ্ছি।
আমি একজন লিমিটেড ইন্টারনেট ইউজার। নিত্য-নতুন গেমগুলো কিনে খেলার সামর্থ্য আমার নেই। এমনকি ৫০ টাকার একটা পাইরেটেড ডিস্কও সবসময় কেনা সম্ভব হয় না। তাছাড়া, আমার দুই জিবি র্যামবিশিষ্ট কোর আই থ্রি কম্পিউটারে একটু উন্নত গ্রাফিক্স বা বড়সর গেমও চলে না। বিশেষ করে, জীবনে দুইটা দুঃখ আছে গেমিং নিয়ে, মায়ের স্মার্টফোনের[আমার মোবাইল নাই, আমি ভাল ছেলে 🙂 ] ৫১২ মেগাবাইট র্যামে World Cup Cricket 2 চলে না। আর আপকামিং Don Bradman Cricket 17 আমার পিসিতে সাপোর্ট নিবে না। এসব দুঃখ ঢাকতেই আমি ছোটখাট গেমগুলো খেলি। আর আমার মত অভাগাদের জন্য লিখে চলেছি ছোট গেমে বড় মজা চেইন।
ছোট গেমে বড় মজা সিরিজে এখন চলছে ফ্লাশ অনলাইন গেমস সপ্তাহ! এই সপ্তাহে প্রতিদিন নির্দিষ্ট বিষয়ের উপর থাকবে ৫টি করে অনলাইন গেমস! আজ ফ্লাশ অনলাইন গেমস সপ্তাহের ষষ্ঠ দিন। আগামীকাল-ই শেষ হয়ে যাবে এই ফ্লাশ গেমসের মেলা। আজকের এবং আগামীকালের টিউনে যদি সারা পাই তবে আরো ২-৩ দিন বাড়াব। কারণ, শেয়ার করার মত আরো অনেক ফ্লাশ গেম আছে। আজ আমি ৫টি টেনিস ও বাস্কেটবল গেমস দিব। খেলে 'বেফুক বিনুদুন' পাবেন আশা করি। এগুলো ফ্লাশ গেমস। তাই সকলের তবে অবশ্যই আপনার ব্রাউজারে ফ্লাশ প্লেয়ার একটিভ থাকা লাগবে। গেমগুলো খেলতে গেমের নামের উপর ক্লিক করুন। আর সম্ভব হলে ৩০ টা সেকেন্ড সময় লাগিয়ে লগ ইন করে একটা টিউমেন্ট করবেন প্লিজ 🙂
ভূমিকা অনেক হল। আর কথা বাড়াব না। চলুন দেখে নিই আজ কি কি গেম থাকছে আপনাদের জন্য 🙂
ইয়াহু! গেমস জাপানের তৈরি গেম ইয়াহু! টেনিস। গেমটি বেশ চমৎকার এবং বাস্তবসম্মত। আমার বেশি পছন্দের একটা গেম। এটি খেলতে হবে পুরোপুরি মাউস দিয়ে।
যোগ দিন টেনিসের এক আল্টিমেট লড়াইয়ে!
বিশ্বের বিপক্ষে নেমে যান এক অসম লড়াইয়ে আর ছিনিয়ে আনুন শ্রেষ্ঠত্বের মুকুট!
এটা ছোটদের জন্য। এই টিউনের টিউডারদের মধ্যে যারা অনুর্ধ্ব দশ, তারা খেলে দেখতে পার।
আমি জানি না, এই অনলাইন গেমগুলো কার কেমন লাগল। যাই হোক, আজ আর কথা বাড়াব না। আজকের মত এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
সৌজন্যে: আমরা
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।