আসসালামু আলাইকুম।
ছোট গেমে বড় মজা সিরিজের দশম টিউনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ থেকে ২৮ দিন আগে একুশে সেপ্টেম্বর শুরু করেছিলাম আমার যাত্রা। পাড়ি দিতে হবে আরো বহুদুরের পথ। তবু আজ প্রথম মিটারফলক(এটা নিশ্চয়ই মাইল হবে না) স্পর্শ করলাম। আলহামদুলিল্লাহ, আজ দুই অঙ্কে পা দিল আমার এই সিরিজ।
ক্রিকেট, শুধু একটি খেলা না, আমাদের আবেগের অনেকটা অংশ জুড়েই ক্রিকেট। ক্রিকেটের সর্বোচ্চ সংগঠন ১৪ থেকে ১০ দলের বিশ্বকাপ করতে চাচ্ছে। যেন ক্রিকেটের পরিসর ক্রমেই হয়ে আসছে আরো সংক্ষিপ্ত। তাই ক্রিকেট গেমও খুব বেশি নেই। ইএ স্পোর্টস ২০০৭ এর পর আর কোন গেম বানালো না ক্রিকেট নিয়ে। এখন আশার প্রদীপ শুধু বিগ এন্ট স্টুডিও। তাদের ডন ব্র্যাডম্যান ক্রিকেট ১৭ শীঘ্রই রিলিজ পাবে।
কিন্তু আমার পিসির কনফিগে তা চলবে না। আরো সমস্যা হল সেটা এক্সবক্স কন্ট্রোলার ছাড়া খেলে মজা নাই। তাফাড়াও যেখানে ৫০০ মেগাবাইট ডাউনলোডের ক্ষমতা নাই, সেখানে... অতএব, এটি খেলা আপাতত ভাবনার বাইরে। তাও অপেক্ষায় আছি রিলিজের।
যাদের অবস্থা আমারই মত তাদের জন্য আজ একটি অনলাইন ক্রিকেট গেম থাকছে। বলে রাখি, গেমার টাইপের যারা আছেন তারা দুরত্ব বজিয়ে থাকুন। এটা শুধু শখ করে যারা একটু আধটু গেম খেলি আর মেগাবাইটের চাপ চরম তাদের জন্য। তাও খেলে দেখলে মানা করব না। কিন্তু আমাকে আবার ভাল লাগেনি বলে বকবেন না 🙂
আমার আজকের টিউনে থাকছে একটি ক্রিকেট গেম থাকছে। সেটি হল Smashtastic Cricket. আমার ভাল লাগা অনলাইন গেমগুলোর মধ্যে অন্যতম এটি।
এটি অনলাইনে খেলা আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট গেম। এটির বেশ কিছু বিশেষত্ব এটিকে অন্যান্য অনলাইন ক্রিকেট গেমগুলো থেকে করেছে আলাদা। এখানে আপনি যেই দল নিয়েই খেলুন না কেন, আর যেই মোডেই খেলুন না কেন, আপনি একজন। অর্থাৎ, আপনাকে একজন ক্রিকেটার তৈরি করে নিতে হবে এবং শুধু তাকে নিয়েই খেলতে পারবেন। ফলে দেখা যায় আপনি ডাবল সেঞ্চুরি করার পরও আপনাকে হয়ত দলের পরাজয় মেনে রনিতে হতে পারে। যেটা কিছুটা বাস্তবসম্মত করেছে এই গেমকে।
এই ফিচারের কারণে আপনি প্রতি বলে ৬ মারলেও স্কোরকার্ডে একটি বাস্তবসম্মত স্কোরই উঠাতে পারবেন। গেমটির আর একটি মজার ফিচার হল স্ট্যামিনা। আপনার যখন স্ট্যামিনা ফুল থাকবে তখন সহজেই রান তুলতে পারবেন। আর স্ট্যামিনা কমে গেলে আপনি শট খেললে আউট হয়ে যেতে পারেন। তাই তখন একটু ডট বল খেলে বা বল ডিফেন্সিং খেলে স্ট্যামিনা বাড়িয়েনিতে হবে। তিনটি গেম মোড রয়েছে। ক্যারিয়ার মোডে আপনি ৬টি পর্যন্ত বিশ্বকাপ খেলতে পারবেন। আর স্লগ মোডে পছন্দের 'কিংবদন্তি'-কে নিয়ে খেলতে পারবেন। আরো আছে প্রাকটিস মোড।
অ্যারো কি দিয়ে শটের দিক সিলেক্ট করুন। জেড দিয়ে ডিফেন্ড, এক্স দিয়ে গ্রাউন্ড শট আর সি দিয়ে লফ্টেড শট খেলুন।
গেমটি খেলে আসতে পারেন এখান থেকে।
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
good