আসসালামু আলাইকুম। ছোট গেমে বড় মজা চেইনের প্রথম টিউনে স্বাগতম! 🙂 যদিও এটা নবম টিউন কিন্তু চেইন টিউন হওয়ার পরে প্রথম। টেকটিউনসকে অনেক ধন্যবাদ এই সিরিজটিকে চেইন টিউন করে নেওয়ায়। ইংশাআল্লাহ এটিকে অনেক দুরে এগিয়ে নিয়ে যেতে পারব। সবাই আমার ও টেকটিউনসের সাথে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন।
আজ হতে আরো কিছু আগে, যখন আপনি শৈশবে ছিলেন, সে দিনগুলোর কথা মনে আছে কি? আমাদের শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে? মনে পড়ে একটা বেড়াল আর একটা ইঁদুরের কথা? সেই ইঁদুড় আর বেড়ালটাকে মনে আছে? হ্যাঁ, আমি অবশ্যই টম এন্ড জেরীর কথাই বলছিলাম এতক্ষণ। আমাদের সবার শৈশব টম এন্ড জেরীকে নিশ্চয়ই মনে আছে। সেই দু্ই শত্রুরূপী বন্ধুকে নিয়েই আজকের টিউন, টম এবং জেরী লোমশ ঘুষি। নাম শুনে ভয় পাইলেন? In English, the name is 'Tom and Jerry in Fists of Furry'.
বিশেষভাবে চার শ্রেণির লোকের জন্য এই টিউন। তারা হলেন-
টম এন্ড জেরী লোমশ ঘুষি গেমটির নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন নামকরণের রহস্য। লোমশ সব প্রাণীদের নিয়েই তো এই গেম। আর লোমশ ঘুষি শব্দটি বুঝিয়ে দিচ্ছে লোমশ হাতের ঘুষাঘুষির(Fighting) গেম এটি। এই গেমে আপনাকে ঘুষাঘুষি করতে হবে টম, জেরী, স্পাইক, টাইক, ডাকলিং, টাফি আর বাচের মধ্যে। চিনেছেন তো সবাইকে? না চিনলে মিলিয়ে নিন।
এই গেমে তিন রকম গেম মোড রয়েছে। তবে প্রাথমিকভাবে শুধু সিঙ্গেল প্লেয়ার ও ভার্সেস মোডে খেলতে পারবেন। আর চরিত্র হিসেবে পাবেন টম ও জেরীকে। সিঙ্গেল প্লেয়ারে আপনি কয়েক রাউন্ড পেরিয়ে জিতে নতুন নতুন চরিত্র আনলক করতে হবে। যেমন, টমকে নিয়ে গেম শেষ করলে আনলক হবে স্পাইক, স্পাইককে দিয়ে আনলক করতে পারবেন টাইককে আর টাইকের মাধ্যমে টুর্নামেন্ট মোড। গেমটিতে ১০টি লেভেল আছে। আর সব মিলিয়ে গেমটি টম এন্ড জেরির পূর্ণ প্রতিনিধিত্ব করছে।
গেমটি ডাউনলোড করে এক্সট্রা্ক্ট করুন। setup.bat ফাইলটি দ্বারা ইন্সটল করে নিন। SetupReg.exe দিয়ে রেজিস্ট্রি করে নিন। এরপর গেম ওপেন করে সেটিংসে গিয়ে পছন্দের কনফিগারেশন করে পছন্দের মোড, চরিত্র ও লেভেল সিলেক্ট করে গেম শুরু করুন। অ্যারো কি দিয়ে নড়াচড়া করুন, জেড দিয়ে কোন কিছু তুলুন এবং কন্ট্রোল দিয়ে ছুড়ে মারুন অথবা ঘুষি মারুন। আর লাফ দিতে পারবেন স্পেস দিয়ে।
(আমার নিজের আপলোড করা। তথাপি সমস্যা হলে টিউমেন্ট করুন।)
তাহলে আজকের টিউন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
সৌজন্যে: গ্রিন রেঞ্জারস+
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
দারুন গেম ভাই