ছোট গেমে বড় মজা [পর্ব-০৯] :: সেই শৈশবের কথা…

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

ছোট গেমে বড় মজা

আসসালামু আলাইকুম। ছোট গেমে বড় মজা চেইনের প্রথম টিউনে স্বাগতম! 🙂 যদিও এটা নবম টিউন কিন্তু চেইন টিউন হওয়ার পরে প্রথম। টেকটিউনসকে অনেক ধন্যবাদ এই সিরিজটিকে চেইন টিউন করে নেওয়ায়। ইংশাআল্লাহ এটিকে অনেক দুরে এগিয়ে নিয়ে যেতে পারব। সবাই আমার ও টেকটিউনসের সাথে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন।

আজকের গেম

আজ হতে আরো কিছু আগে, যখন আপনি শৈশবে ছিলেন, সে দিনগুলোর কথা মনে আছে কি? আমাদের শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে? মনে পড়ে একটা বেড়াল আর একটা ইঁদুরের কথা? সেই ইঁদুড় আর বেড়ালটাকে মনে আছে? হ্যাঁ, আমি অবশ্যই টম এন্ড জেরীর কথাই বলছিলাম এতক্ষণ। আমাদের সবার শৈশব টম এন্ড জেরীকে নিশ্চয়ই মনে আছে। সেই দু্ই শত্রুরূপী বন্ধুকে নিয়েই আজকের টিউন, টম এবং জেরী লোমশ ঘুষি। নাম শুনে ভয় পাইলেন? In English, the name is 'Tom and Jerry in Fists of Furry'.

Image result for fists of furry tom and jerry pc release

কাদের জন্য?

বিশেষভাবে চার শ্রেণির লোকের জন্য এই টিউন। তারা হলেন-

  • ১। যারা বয়সে ছোট।
  • ২। যারা বয়সে বড় হলেও মন এখনো ছোটদের মত।
  • ৩। যাদের ছোট ভাই-বোন আছে।
  • ৪। যারা শৈশবের সেই স্মৃতিকে স্মরণ করতে চান।

গেম সম্বন্ধে

টম এন্ড জেরী লোমশ ঘুষি গেমটির নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন নামকরণের রহস্য। লোমশ সব প্রাণীদের নিয়েই তো এই গেম। আর লোমশ ঘুষি শব্দটি বুঝিয়ে দিচ্ছে লোমশ হাতের ঘুষাঘুষির(Fighting) গেম এটি। এই গেমে আপনাকে ঘুষাঘুষি করতে হবে টম, জেরী, স্পাইক, টাইক, ডাকলিং, টাফি আর বাচের মধ্যে। চিনেছেন তো সবাইকে? না চিনলে মিলিয়ে নিন।

এই গেমে তিন রকম গেম মোড রয়েছে। তবে প্রাথমিকভাবে শুধু সিঙ্গেল প্লেয়ার ও ভার্সেস মোডে খেলতে পারবেন। আর চরিত্র হিসেবে পাবেন টম ও জেরীকে। সিঙ্গেল প্লেয়ারে আপনি কয়েক রাউন্ড পেরিয়ে জিতে নতুন নতুন চরিত্র আনলক করতে হবে। যেমন, টমকে নিয়ে গেম শেষ করলে আনলক হবে স্পাইক, স্পাইককে দিয়ে আনলক করতে পারবেন টাইককে আর টাইকের মাধ্যমে টুর্নামেন্ট মোড। গেমটিতে ১০টি লেভেল আছে। আর সব মিলিয়ে গেমটি টম এন্ড জেরির পূর্ণ প্রতিনিধিত্ব করছে।

খেলার নিয়ম

গেমটি ডাউনলোড করে এক্সট্রা্ক্ট করুন। setup.bat ফাইলটি দ্বারা ইন্সটল করে নিন। SetupReg.exe দিয়ে রেজিস্ট্রি করে নিন। এরপর গেম ওপেন করে সেটিংসে গিয়ে পছন্দের কনফিগারেশন করে পছন্দের মোড, চরিত্র ও লেভেল সিলেক্ট করে গেম শুরু করুন। অ্যারো কি দিয়ে নড়াচড়া করুন, জেড দিয়ে কোন কিছু তুলুন এবং কন্ট্রোল দিয়ে ছুড়ে মারুন অথবা ঘুষি মারুন। আর লাফ দিতে পারবেন স্পেস দিয়ে।

এক নজরে

ধরণ

  • ফাইটিং

ডেভেলোপার

পাবলিশার

প্লাটফর্ম

  • উইন্ডোজ/নিনটেনডু ৬৪

রিলিজ ডেট

  • ২০০০ সাল

রেটিং

Image result for Rating E

আকার

  • ৯ মেগাবাইট(ইন্সটলের পর ১৪২ মেগাবাইট)

স্কিনশট

Image result for tom jerry fists of furry

Image result for tom jerry fists of furry

Image result for tom jerry fists of furry

Image result for tom jerry fists of furry

Image result for tom jerry fists of furry

ডাউনলোড

ডাটা ফাইল হোস্ট

(আমার নিজের আপলোড করা। তথাপি সমস্যা হলে টিউমেন্ট করুন।)

ছোট গেমে বড় মজা সিরিজ সম্বন্ধে

  • ১। টিউন করার পূর্বে প্রতিটি গেম চেক করে নেওয়া হয়। ভাল লাগা গেমগুলো নিয়েই টিউন করি।
  • ২। ডাউনলোড লিংক চেক করে টিউন দেওয়া হয়। তথাপি, এ সংক্রান্ত সমস্যায় আমি দায়ী থাকব না। নিজ দায়িত্বে ডাউনলোড করুন।
  • ৩। ডাউনলোডে সমস্যা হলে টিউমেন্টে জানান। আপডেট করে দেওয়া হবে ইংশাআল্লাহ।
  • ৪। এই টিউনগুলো কপিকৃত নয়। সরাসরি অনুবাদও নয়। তবে বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য নেওয়া হয়ে থাকতে পারে। এই ক্রেডিট দেওয়া অনেক সময় সম্ভব হয় না।
  • ৫। ছবিগুলো অনেকক্ষেত্রে নিজের স্ক্রিণশট নেওয়া। অনেকক্ষেত্রে গুগলে সার্চ দিয়ে পাওয়া। এক্ষেত্রেও ক্রেডিট দেওয়া সম্ভব হয় না।
  • ৬। কেবলমাত্র ছোট এবং মজার গেমগুলোই পাবেন। বড়সড় কিছু পাবেন না।
  • ৭। প্রোফেশনাল গেমারদের জন্য মূলত এটি নয়।
  • ৮। সপ্তাহে ২-৩ টি টিউন করার চেষ্টা করা হয়।
  • ৯। প্রতি টিউনে সাধারণত একটি করে গেম থাকবে।
  • ১০। ডাউনলোড সাইজ সাধারণত ৫-৫০ মেগাবাইট হবে। তবে এটি বেশি এমনকি কমও হতে পারে। তবে ৫ এমবির কম সাইজের ক্ষেত্রে একাধিক গেম থাকবে।
  • ১১। অনেক সময়ই পুরনো আমলের গেমগুলো এই সিরিজে অন্তর্ভূক্ত করা হয়। আবার নতুন রিলিজ হওয়া ছোটখাট গেমগুলোও পা্বেন।
  • ১২। সব বয়সের উপযোগী গেমই(অর্থাৎ, যেগুলো Everyone রেটিং পাওয়ার যোগ্য) কেবল টিউন করা হয়।

তাহলে আজকের টিউন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন গেম ভাই

Download Problem bro 🙁

    আপনার সমস্যার জন্য আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু লিংক আমি চেক করলাম, ঠিকই আছে। তাও সমস্যা হলে facebook.com/tahmid.grplusbd এখানে আমাকে জানান। আমি সমাধান দিচ্ছি।