আসসালামু আলাইকুম। আমার ছোট গেমে বড় মজা সিরিজের সপ্তম পর্বে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভাল আছেন।
গত তিন টিউনে তিনটি রেসিং গেম ছিল। আজ তাই একটু একদমই অন্যরকম গেম দিচ্ছি। এই গেমের নাম Fishdom। সম্ভবত, এটা আমার অনুমান, ফিশডম শব্দটাতে Fish(মাছ) আর Kingdom(রাজ্য) কে একত্র(Combine) করা হয়েছে।
কারণ গেমটি খেললে আপনি হারিয়ে যাবেন মাছদের রাজ্যে! ভাবছেন, এটা কোন গেম হল? আবার উল্লেখ করে নিচ্ছি প্রোফেশনাল গেমারদের জন্য মূলত এটি নয়। এটা ছোটদের গেম হলেও প্রোফেশনাল গেমার বা সে ধরণের ক্যাটাগরীতে না পড়লে খুব খারাপ লাগবে না আশা করি।
এটি একটি একের ভেতর তিন গেম। একের ভেতর তিন বলার কারণ হল-
১। মূলত গেমের মূল বিষয় হল আপনার সুন্দর, স্বাচ্ছন্দপূর্ণ(আপনার জন্য নয়, মাছের জন্য) ও মাছসহ অ্যাকুরিয়াম তৈরি করা এবং নতুন নতুন মেডেল পেয়ে আরো অ্যাকুরিয়াম আনলক করা।
২। গেমের সাথে সংযুক্ত আছে একটি ৩*৩ ম্যাচিং গেম। আগ্রহ হারালেন? খেললেই বুঝতে পারবেন একটা সামান্য ম্যাচিং গেমও কত মজার এবং সময়ের মধ্যে শেষ করা কত কঠিন!
৩। আর এর সাথে সংযুক্ত আছে একটি স্ক্রিনসেভার। যা আপনার পিসির স্ক্রিনসেভার হিসেবে দিতে পারবেন। স্ক্রিনসেভারটি হবে আপনার অ্যাকুরিয়ামের অনুরূপ।
গেমটি বানিয়েছে Plarix আর পাবলিশ করেছে MyRealGames. সাইজ মাত্র ৩৭.২ মেগাবাইট। গেমটি খেলতে কিন্তু তার তুলনায় বেশ চমৎকার।
খেলার শুরুতে আগে আপনাকে নিজের একটা প্রোফাইল তৈরি করে নিতে হবে। এরপর প্লেতে ক্লিক করে খেলা শুরু করতে হবে। গেমের মূল অবজেক্টিভ হল আপনার একুরিয়ামটাকে ক্রমান্বয়ে সুন্দর করে গড়ে তোলা। এজন্য আপনাকে মাছ, বিভিন্ন সুন্দর ও মাছের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে হবে। এর টাকা আপনি ৩*৩ ম্যাচিং গেম খেলে যোগাড় করতে পারবেন। তবে সবচেয়ে মজার বিষয় হল, গেমটা যেন আপনার বাড়িতে থাকা একটা অ্যাকুরিয়ামের অনুরূপ। তাই, সুন্দর একটা অ্যাকুরিয়াম না থাকলে এটার স্ক্রিনসেভার ছেড়ে দিলেই হয়ে গেল একটা অ্যাকুরিয়াম!
গেমটি ডাউনলোড করতে পারেন নিচের বাটনে ক্লিক করে-
আশা করি শীঘ্রই আবার ফিরে আসব। সবার ভালো এবং সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি। আমার জন্যও দোয়া করবেন সবাই।
সৌজন্যে: গ্রিন রেঞ্জারস+
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
এটাও সুন্দর